আমার বাগানের আপডেট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাগানের আপডেট নিয়ে। আজকের ওয়েদার টা অনেক ভাল ছিল, তাই হাজবেন্ডের সাথে আমিও লেগে গিয়েছিলাম বাগান পরিচর্যার কাজে। ৩/৪ সপ্তাহ পরপর বাগানের ঘাঁসগুলো কেটে পরিষ্কার করতে হয়, তা না হলে ঘাসগুলো বড় হয়ে যায় এতে করে বাগান দেখতে খুবই অপরিচ্ছন্ন লাগে। ঘাস কাটার মেশিন দিয়ে পুরো বাগানের ঘাঁসগুলো আমি নিজে কেঁটে ফেলেছি, আর বাগান ক্লিনিং এর দায়িত্বে ছিল আমার হাসবেন্ড। আমার বাগান কিন্তু ছোট না, অনেক বড় প্রায় একঘন্টা সময় লেগেছে আমার ঘাস কাটতে। যাই হোক চলুন এবার চলে যাওয়া যাক মূল পর্বে, নতুনত্বের মধ্যে রয়েছে আমার সেই শখের গোলাপ গাছটিতে কুড়ি ফুঁটতে শুরু করেছে, আমার অতি পছন্দের শসা গাছে শসা ধরে ফেলেছে, মাল্টা এবং লাউ গাছে ফুল এসে গিয়েছে। নতুন এর সাথে পুরাতন কিছু শাকসবজি ও ফলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে।

AE952B18-358C-4BA5-9281-B117213620E8.jpeg

প্রথমে নতুন দিয়েই শুরু করলাম। অনেক অপেক্ষায় ছিলাম এই লাল গোলাপটির জন্য, আরেকটির অপেক্ষায় আছি হলুদ গোলাপের। আশা করছি এক সপ্তাহের মধ্যেই ফুটে যাবে।

19A6B92A-EA64-4536-9533-94FA011867B2.jpeg

CF970D6D-D594-4D83-8925-5C2DEEC56974.jpeg

33D558A5-A001-4F3D-9A9D-3957698F933F.jpeg

শসা ধরেছে, অনেকগুলো ফুল এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে মাত্র একটি টিকে আছে। আরেকটি গাছ আছে, সেটিতে এখনো ফুল আসেনি।

CD564A54-6E53-4604-8CFB-875EDAE58303.jpeg

এগুলো পুঁইশাক, দেখতে অনেক সতেজ লাগছে।

11991C7D-34FF-40F8-BCD6-F909F88B5C0C.jpeg

2C0C0897-3CFC-4653-9E8D-29A40142FAEA.jpeg

লাউ গাছে ফুল এসেছে। দুটি লাউ গাছ টিকে রয়েছে।

F0B82A2B-A4EE-46BD-BE60-453062AE2958.jpeg

84069E6E-26F3-4FC0-8651-7DD28D8DABFC.jpeg

মাল্টা গাছে অনেকগুলো ফুল এসেছে।

69D9BC94-4501-4BB6-9EB2-12EA362D264C.jpeg

লেবু গাছ টিও সতেজ হয়ে উঠেছে, বাংলাদেশ থেকে এনেছিলাম।

B075E1C8-C3CE-44E1-99B4-B12F06A78F4A.jpeg

এটি সিম গাছ, মনে হচ্ছে ফুল আসতে এখনো অনেক দেরি আছে।

19583688-5B79-4F1A-BE4D-089CE0603727.jpeg

49D64D50-3518-465F-B05C-9CAB72BAF415.jpeg

E74331E7-AB48-4A51-BB03-5C7A323B7E28.jpeg

এগুলো আপেল গাছ।

5EF2C5C2-851A-41DC-86A8-9EF4497863B6.jpeg

9B8CBC33-28CC-4297-9A36-6427AF43E6B0.jpeg

এগুলো আঙ্গুর ফলের গাছ। পরিপক্ক হতে অনেক সময় লাগে।

8BBE6531-01C3-4A18-AEE3-61B6A93E70FB.jpeg

অনেক পছন্দের ব্রকলি।

1B028E97-4866-4F0C-828F-B6231C1F72E5.jpeg

একি করলা গাছ, ২/৩ টি গাছ রয়েছে।

05E7C86E-5AA6-4DB0-90E5-82C6EF65C1FD.jpeg

E53240F6-260B-45FE-AAC7-2A4A3F7F8A0B.jpeg

279009B6-FFB7-4033-98DD-EA145085052A.jpeg

9026F3DC-97D5-4E96-B15D-8DF153579B4C.jpeg

উপরে রয়েছে জেরানিয়াম ও গোলাপ, এ দুটি ফুল আমার অনেক পছন্দের, তাই আবারও আপনাদের সাথে শেয়ার করলাম।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

লাল গোলাপ অনেক সুন্দর তবে হলুদ গোলাপ কখনো দেখা হয়নি হয়তো সেটাও অনেক সুন্দর হবে। আর আপনার পোস্ট আজকে ভালোভাবে পড়লাম যদি কুইজে কোন প্রশ্ন আসে তাহলে উত্তর দিতে পারবো 😁
সবগুলো ছবিও বেশ স্বচ্ছ এবং সুন্দর ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু 🥰

 2 years ago 

বিদেশের মাটিতে আমাদের দেশীয় গাছ গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে লাউ গাছ গুলো অনেক ভালো লাগতেছে দেখতে। তবে আপেল গাছ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আপেল গুলো বেশ টাটকা।যদিও গাছ থেকে পেড়ে খাবার মত ভাগ্য এখনো হয় নাই আপেল।আপনার বাগানের আপডেট দেখে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ এরকম বাগানের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুট ফল শাক-সবজি মনে হয় যেন গ্রামবাংলায় ঢুকে পড়েছিলাম। অসাধারণ ছিল আপনার বাগানের আপডেট। দেখেই বোঝা যাচ্ছে বিশাল বড়। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ, তেমনি ঘাস আগাছা পরিষ্কার না করলে ফলন ভালো হয় না। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

আপনার বাগানটা সত্যি খুব সুন্দর ফুলের পাশাপাশি আপনার বাগানে বিভিন্ন রকম ফল এবং সবজি গাছও আছে। আপনি ঘাস কাটার মেশিন দিয়ে এক ঘন্টা ধরে বাগানের ঘাস পরিষ্কার করেছেন। আপনার বাগানটা তো আসলেই অনেক বড়। আপনার বাগানের আপডেটটা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এক ঘন্টা সময় লেগেছে আপনার বাগানের ঘাস কাটতে এ থেকে বোঝা যাচ্ছে আপু যে আপনার বাগানটি আসলেই খুবই বড়। আর দুজন মিলে পরিষ্কার করেছেন এটা খুবই ভালো হয়েছে। এছাড়াও আপনার বাগানের গোলাপ ফুল ফুটেছে সত্যিই দেখতে অসাধারণ লাগছে। আর শসা গাছে যখন এরকম ছোট শসা হয় ছোটবেলায় আসলে ছোট থাকতেই খেয়ে ফেলতাম, খেতে খুবই মজা। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লাগছে ধন্যবাদ আপনাকে

 2 years ago 

১ ঘন্টা সময় নিয়ে ঘাস কাটতে হয়,তাহলে তো অনেক বড় বাগান,যাই হোক আপু ব্রকলিটা দেখে বেশ অবাক লাগছে।যাই হোক প্রতিটি ফুল বেশ সুন্দর। আসলে ফুল মানেই সুন্দর। ধন্যবাদ আপু

 2 years ago 

আপনার বাগানের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। অনেক প্রকার গাছ আছে। আপেল গাছের ছবি দেখে খুবই ভালো লাগলো। নিজের গাছের আপেল খেতে পারেন। আসলে বাগানের যত্ন নিলে বাগান থেকে ভালো ফলন পাওয়া যায়।

 2 years ago 

আপনার বাগানের আবারো ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আসলে বাগানে অনেক পরিচর্যা করতে হয়। ৩/৪ সপ্তাহ পরে ঘাস কাটতে হয়।আর ঘাস আপনি নিজে কেটেছে।ঘাস কাটতে প্রায় একঘন্টা সময় লেগেছে, আসলে বাগানের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আসলে বিদেশের মাটিতে আপনি খুবই যত্ন সহকারে বাগানের পরিচর্যা করছে। দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনার সাজানো বাগান থেকে খুব ভালো লাগলো। ফুল ফল ও শাকসবজিতে ভরা একটি বৈচিত্র্যময় বাগানের আঙ্গিনা দেখতে পেলাম। আসলে বাগান করা ও বাগান পরিচর্যার মাধ্যমে শারীরিক ও আত্মিক দুটির ব্যায়াম হয়ে যায়। আপনার আপেল গাছের ফটোগ্রাফট আমাকে অনেকদিন মুগ্ধ করেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

এইতো সেদিন দেখলাম আপনার বাগান প্রস্তুত করতে ছিলেন। আর আজকে দেখছি ফুলে ফলে বরপুর হয়ে উঠেছে আপনার বাগানটি। বেশ চমৎকার লাগলো আপনার বাগানের ফুল এবং ফলের ফটোগ্রাফি গুলো। আশা করি আরও আপডেট আমাদেরকে দিতে থাকবেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55