এ বছরে আমার বাগানের লাস্ট আপডেট

in আমার বাংলা ব্লগlast month
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_3401.jpeg

আজকে আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাগানের আপডেট নিয়ে। তবে আজকেই হবে এ বছরের শেষ আপডেট।সেই প্রথম থেকে আমার বাগানের অনেক ভেজিটেবলস এর বীজ বপন থেকে শুরু করে চারা গজানো, এরপর তা থেকে বড় হওয়া, এরপর ফুল ফলে পরিনত হওয়া পর্যন্ত প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি।এছাড়াও আমার বাগানে কিছু ফলের গাছ ছিল যেগুলোর প্রথম থেকে প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি।এখন গার্ডেনিং এর একেবারেই শেষ সময়, কারণ আস্তে আস্তে আবহাওয়া পরিবর্তন হচ্ছে।সেপ্টেম্বর থেকে হালকা ঠান্ডা শুরু হয়ে যায়। ইতিমধ্যেই অনেক ফুল, ফল ও সবজির ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে যে সকল ফল ও সবজি এখন পর্যন্ত রয়েছে তাদের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_3387.jpeg

IMG_3389.jpeg

IMG_3371.jpeg

IMG_3374.jpeg

IMG_3373.jpeg

প্রথমে আপেল গাছ দিয়ে শুরু করে দিলাম। ৪টি গাছের তিনটিতেই অনেক আপেল ধরেছিল এ বছর।এই গাছগুলোর ফুল থেকে ফল ধরা পর্যন্ত প্রতিটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে বর্তমানে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। গাছ থেকে পেড়ে আনার উপযুক্ত সময় এখন। দেখুন নিচে কত আপেল পড়ে নষ্ট হয়ে রয়েছে।আজকে অনেকগুলো পেড়ে এনেছি গাছ থেকে।বাগানে সর্বপ্রথম উপরের এই আপেল গাছটি লাগিয়েছিলাম। এর বয়স হবে ৯ বছরের উপরে।এরপর ধীরে ধীরে আরও কয়েকটি আপেল গাছ, পেয়ার গাছ, আঙ্গুর গাছ সহ আরও নানান ধরনের গাছ লাগানো হয় বাগানে।

IMG_3395.jpeg

IMG_3376.jpeg

IMG_3377.jpeg

আঙ্গুর গাছের বর্তমান অবস্থা এখন এই রকম।এখনো ভালোভাবে পাঁকেনি, আরও কিছুদিন সময় লাগবে।অন্য আরেকটি গাছে যে সবুজ আঙ্গুর রয়েছে সেগুলো এখন একেবারেই ছোট রয়েছে। তাই সেগুলো আর শেয়ার করলাম না আজ।

IMG_3388.jpeg

দুটি পেয়ার গাছের মধ্যে একটি পেয়ার গাছের সব ফল শেষ হয়ে গিয়েছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন বর্তমানে এই গাছটিতে বেশ ভালোই ফল এখনও রয়েছে।

IMG_3391.jpeg

IMG_3390.jpeg

IMG_3394.jpeg

লাউ গাছগুলো দেখুন। বেশ ভালই বড় হয়েছে কয়েকটি লাউ। এছাড়া আরো ছোট ছোট ধরে রয়েছে। আশা করছি এগুলোও বড় হয়ে যাবে দ্রুত।

IMG_3392.jpeg

IMG_3382.jpeg

IMG_3381.jpeg

সিম গাছ গুলোতেও এখন অনেক সিম ধরে রয়েছে।

IMG_3379.jpeg

বেগুন গাছে বেগুন ধরে রয়েছে। এবার সবগুলো বেগুন গাছ টবে লাগিয়েছি। বাকিগুলোতেও ফুল এসেছে।

IMG_3385.jpeg

IMG_3384.jpeg

টমেটো গাছগুলোতেও টমেটো পাকা শুরু হয়ে গিয়েছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আমরা এদিকে আপেল কিনে খেতে পারছি না, আর ওদিকে আপনার বাড়ির গাছের আপেল নিচে পড়ে আছে আপু। হা হা হা... তবে সব থেকে অবাক হলাম লাউ এবং টমেটো গাছ দেখে। এত সুন্দর বাম্পার ফলন তো আমাদের এখানেও হয় না। যাইহোক, বিদেশের মাটিতেও যে আপনি এত সুন্দর বাগান করেছেন, সেটা দেখেই ভালো লাগছে।

 last month 

আপনার বাগানে এত সুন্দর ফল রয়েছে যেখানে সবজি আবার ফল একত্রে দেখে খুবই ভালো লাগলো। নিজের হাতে যদি এভাবে বাগান তৈরি করতে পারা যায় তাহলে সত্যিই অনেক ভালোলাগা কাজ করে মনের মধ্যে। আপনার বাগানে ফলে ফলে পরিপূর্ণ। আশা করব এভাবে সুন্দর বাগান তৈরি করে রাখবেন সব সময়। আর সে বাগান আমাদের মাঝে উপস্থাপন করবেন কিছুটা হলেও দেখানোর জন্য।

 last month 

আপু আপনার এত সুন্দর বাগান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।নিজের হাতে বাগান তৈরি করে এবং সেই বাগানে যদি এরকম ফল পাওয়া যায় তাহলে মনের ভেতর অন্যরকম ভালোলাগা ও আনন্দ কাজ করে। আপনার বাগান দেখছি আপু ফলও সবজি দিয়ে ভরে গেছে। সত্যিই অনেক ভালো লাগলো আপনার বাগানটি দেখে।অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ।

 last month 

প্রতিবছর আপনি বাগানের চারা থেকে শুরু করে ফল এবং সবজি পর্যন্ত খুব সুন্দর আপডেট দেন। আপনার বাগানের ফল দেখে তো মনে হচ্ছে ফল বাজার থেকে কিনে খেতে হয় না। বিভিন্ন ধরনের ফল রয়েছে। তাছাড়া আপেলগুলো এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে কেন। খাওয়ার মানুষ নেই নাকি। দেখে তো আমারই গিয়ে নিয়ে আসতে ইচ্ছা করছে। সবগুলো ফল এবং সবজিই খুব চমৎকার হয়েছে। ফটোগ্রাফিগুলো ভালো লাগছে দেখতে।

 last month 

আপু আপনার বাগানের আপডেট গুলো দেখতে ভালোই লাগে। সবজি এবং ফলে ভরপুর রয়েছে আপনার বাগানটা। আপেল, আঙ্গুর গাছের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সবজি গুলো দেখেও খুবই ভালো লাগলো। লাউ, টমেটো, বেগুন বেশ ভালো লাগলো এগুলো দেখে। ধন্যবাদ আপু বাগানের সুন্দর দৃশ্য গুলো শেয়ার করার জন্য।

 last month 

আপু এ বছরে আপনার বাগানের লাস্ট আপডেট পেয়ে খুব ভালো লাগছে। প্রত্যেকটা ফল দেখছি পাকা শুরু করে দিয়েছে। আর সবজিগুলো ও অনেক বড় হচ্ছে। আপেল গাছের আপেল গুলো দেখছি নিচে পড়েও নষ্ট হয়ে যাচ্ছে। আঙ্গুর ফল গুলো আর পেয়ার ফল গুলো দেখেও অনেক ভালো লেগেছে। লাউ গাছের লাউ অনেক বড় হয়েছে দেখে ভালো লাগলো। তাছাড়াও বেগুন, সিম, টমেটো দেখেও ভালো লেগেছে। পার্সেল করে আমাদের জন্য আপেল এবং পেয়ার ফল পাঠিয়ে দেন আপু। আপেল এবং পেয়ার গুলো দেখতে বেশি সুন্দর লাগছে গাছের মধ্যে।

 last month 

আপু আপনার বাগানের আপডেট দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। কারণ প্রতিটি ফলের ফটোগ্রাফি আর সবজির ফটোগ্রাফি এত ফ্রেশ দেখাচ্ছে। মন চাইছে এ বাগান থেকে ফল গুলো হাতে ছিঁড়ে ছিঁড়ে খাই। আর এই সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপনার বাগান দেখতে নজর না লাগুক কারো।

 last month 

আপনার বাগানের বিভিন্ন ধরনের ফল এবং সবজির ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। বিশেষ করে আপেল গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না। কারণ নিজের হাত দিয়ে গাছ থেকে ছিঁড়ে আপেল খাওয়ার মজাই আলাদা। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম ফটোগ্রাফি গুলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62716.82
ETH 2447.73
USDT 1.00
SBD 2.65