একটি মেহেদি ডিজাইন এর আর্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার অনেকদিন পরে একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ডিজাইনটি অনেক সহজ, কিন্তু একটু সময় বেশি লাগবে। আর হাতে পড়লে দারুণ মানাবে।আশাকরি আপনাদের ভালো লাগবে।আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে আপনারাও পারবেন এ ধরনের আর্ট করতে ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

27F65C75-0F53-40CF-9344-D0E36CE954B0.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে একটির পর একটি দেখানো হলোঃ

DC28B550-7CCA-44A3-A212-2D7A4934C924.jpeg

প্রথমেই নিচের দিকে চারটি সরলরেখা এঁকে নিয়েছি।

8F2569F6-E1C9-4BAA-BF0B-B47A8A3FAD9B.jpeg

ঠিক একই ভাবে উপরের দিকেও চারটি সরলরেখা এঁকে নিয়েছি।

F7EF5E86-6117-45B1-9806-074867C4D2B0.jpeg

এরপর উপরে ও নিচে মাঝের সরলরেখা দুটি ভরাট করে নিয়েছি

4C0A7217-B864-45F9-9A07-31F35A582EBD.jpeg

7DBC6C93-1C93-4CA2-B090-1B7588B2D901.jpeg

5C0724B2-0150-478A-BA0C-98D079C1908B.jpeg

এরপর উপরের দিকে এভাবে ক্রমান্বয়ে ডিজাইন করে নিয়েছি।

078CEDEA-F5BF-4F14-ACAF-82B1AAA2136C.jpeg

এরপর ভেতরের দিকে এভাবে ভরাট করে নিয়েছি।প্রথমে একটু খারাপ হয়েছিল, তাই একটু ঘসামাজা করে ঠিক করে ফেলেছি।

D76D4E01-9A3B-4368-B1A0-1C70B226BD41.jpeg

22AE9B46-1059-4F04-AA98-D1782F7485C7.jpeg

51CF062D-BA3B-491C-8607-E37763FB34D4.jpeg

34F036B6-5243-4ECA-8777-C39CC08BAD95.jpeg

648324BD-A159-4814-8A98-A47C999C8411.jpeg

এরপর নিচের দিকে এভাবে ক্রমান্বয়ে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।

D11C4D2E-47F5-4CE6-9B68-1E1B04327B6B.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

মাশাআল্লাহ আপু চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন।এই আর্ট হাতে দিলে সত্যি অসাধারণ লাগবে। মেহেদী ডিজাইন আর্ট টি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার এই ধরনের আর্ট করতে বেশ ভালো লাগে। আপনার আর্ট টি একদিন সরাসরি হাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করার জন্য। শুভ কামনা এবং দোয়া রইলো আপনার জন্য।

 2 years ago 
খুবই অসাধারণ হয়েছে আপু আপনার মেহেদী ডিজাইন এর আর্ট।প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে উপস্হাপন করেছেন যা দেখে সহজেই যে কেউ নিজের জন্য ব্যাবহার করতে পারবে ।আসলে যে কোনো উপলক্ষে কমবেশি সবাই চায় মেহেদী মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইন হাতে অংকন করতে। বিশেষ করে মেয়েদের তো প্রচন্ড সখ।আপু আপনাকে অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি মেহেদি ডিজাইন অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন অঙ্কন আমার খুবই ভালো লাগে। আজকে খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করলেন। দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার একটি মেহেদী ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সত্যি বলেছেন এই মেহেদির ডিজাইন হাতের মধ্যে দিলে অনেক ভালো লালাগবে।কিন্তু দিতে একটু সময় লাগবে কষ্ট করে দিলেও হাতের মধ্যে বেশ দারুন লাগবে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি মেহেদির আর্ট।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি মেহেদির ডিজাইন এর আর্ট তৈরি করে শেয়ার করেছেন। মেহেদির ডিজাইন আর্ট তৈরি করতে হলে আসলে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনার তৈরি মেহেদির ডিজাইন এর আর্ট যদি কারোর হাতে পরানো যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ,অসাধারণ হয়েছে আপু মেহেদি ডিজাইন এর আর্ট।এটি দেখতে সহজ মনে হলেও বেশ সময়সাপেক্ষ দেখেই বোঝা যাচ্ছে।একটি ডিজাইনের মধ্যে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আমিও গতকাল একটি সুন্দর মেহেদী ডিজাইনের আর্ট শেয়ার করেছি। আজকে আপনার মেহেদি ডিজাইন এর আর্ট করার প্রক্রিয়াগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। আর্ট করার ক্ষেত্রে আপনার আর্ট টি আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 2 years ago 

প্রতিবারের মত এবারও একটি অসাধারণ ডিজাইন দেখালেন। বেশ ধৈর্য্য সময় লাগে আঁকতে এগুলো। ভালো লাগলো পোস্ট।

 2 years ago 

আপনার মাথায় বুঝি মেহেদির ডিজাইন গিজ গিজ করে শুধু, এতো ডিজাইন কেমনে পারেন? মেহেদির ডিজাইন আবার বাগানের পরিচর্চা কেমনে কি মাথায় ঢুকে না আমার, তাও আবার রান্নার কথা বাদই দিলাম। তবে ডিজাইনটা সুন্দর হয়েছে।

 2 years ago 

ওরে বাবারে এত প্রশংসা রাখবো কোথায়?

 2 years ago 

আপনার মেহেদী অংকন নতুন করে আর কি প্রশংসা করব আপু বলেন...? আপনার এই অংকন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আজকে অংকন টা মনে হচ্ছে আরও বেশি সুন্দর হয়েছে। প্রতিনিয়ত এরকম সুন্দর অংকনা আপনার থেকে আশা করব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41