ঈদের কেনাকাটার সাথে ব্যস্তময় একটি দিন, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি। আজকে ঈদের কেনাকাটার সাথে আমার ব্যস্তময় দিনটি কিভাবে কাটিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার কমিউনিটির Hangout day, মনটা খুবই খারাপ লাগছিল কারন আজকে জয়েন হতে পারেনি।আরো একটি বিষয়ে খুব খারাপ লাগলো আমাদের দাদার শরীর নাকি খুব খারাপ, তাই তিনি হ্যাংআউট এ অংশগ্রহণ করতে পারেননি। আমাদের দাদাকে কখনও Hangout মিস করতে দেখিনি, শত ব্যস্ততার মাঝেও তিনি কখনো হ্যাং আউট মিস করেন না। অনেক অনেক দোয়া রইল আমাদের দাদার জন্য, শীঘ্রই তিনি যেন ভালো হয়ে উঠেন।

CD8BC36F-3483-47AD-94F5-F9A2216BBEFE.jpeg

আর মাত্র এক দিন পরেই ঈদ, অর্থাৎ শনিবারে আমাদের এখানে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে ।শপিং করতে যাব যাব বলে আর সময় করতে পারিনি , তাই আজকে কোন রকম দিনটি ম্যানেজ করলাম।সকাল সাড়ে 6 টায় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে খাওয়া-দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে দেই ।এরপর তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যায় শপিংয়ে উদ্দেশ্যে। সকাল সাড়ে আটটার মধ্যেই ঘর থেকে বেরিয়ে যাই কারন আমরা যাচ্ছি লন্ডনে শপিং করতে।লন্ডন থেকে আমরা অনেক দূরে থাকি প্রায় দেড় ঘণ্টা সময় লাগে যেতে। তাই সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই কারণ এসেই বাচ্চাদেরকে পিক আপ করতে হবে। সকাল দশটার মধ্যেই লন্ডন green street এ পৌঁছে যাই যেখানে ঈদের যাবতীয় কেনাকাটা চলে। বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়ানরা ঈদের কেনাকাটা এখান থেকেই করে।

2DBD0EF2-DE92-4B5A-8F0B-560C7CDF5763.jpeg

EB2FB61E-B5F7-4F89-A3C5-BFDFFF13C871.jpeg

AB3B4BB1-EA0A-4191-8D1C-9DB0626BDBA4.jpeg

561D2458-122A-4D93-BD11-B104A892987B.jpeg

0E294750-A4E3-4AFD-9549-A32957A67421.jpeg

কেনা কাটা শুরু করার আগে একটু নাস্তা করে ফেলি কারন বাসা থেকে ভালভাবে নাস্তা করার সুজোগ পাইনি। cafe এ গিয়ে দেখি সবই ইংলিশ খাবার, ভাগ্য ভালো ইংলিশ খাবারের মধ্যেও আমাদের বাঙালি খাবার ডিম পরোটা এর মধ্যে ছিল। মজাই ছিল খাবারটা, স্পেশালি চা খুবই টেস্টি ছিল।

CD2E49CA-11DB-4C45-98FA-C64E8ADBE810.jpeg

436BAED0-5BD6-49DC-92BA-A4152D516277.jpeg

F20AB6DF-AF4E-4543-AD66-B405D5B2639B.jpeg

2361CA40-7504-4F00-9911-C83FF759CDE3.jpeg

কাপড়চোপড় সিলেকশন করা খুবই কষ্টের একটি কাজ, এমন কোন শপ নেই যে শপে যাওয়া হয়নি। অবশেষে মোটামুটি একটি পছন্দ হলো।এরপর বাচচাদের টিও কিনে ফেললাম। অবশেষে আমাদের মা-মেয়ের মেহেদী ও চুরি কিনে নিলাম। বাচ্চাদের জন্য খেলনা, যা না হলে চলেই না তাদের ঈদ।

A83178D7-83FE-4AFD-B5F2-92ABFC439899.jpeg

8046521E-BD02-4CB5-B370-73222A7C9169.jpeg

এরপর কিনলাম পাকিস্তানি মজার honey mango, যা খুবই টেস্টি। লন্ডনে আসলে কখনই এই আম কেনা মিস হয় না এবং আমার অতি পছন্দের কাঁচা আম।এছাড়া আরো কিছু কাঁচা শাকসবজি কিনে নিলাম। এরপর কেনাকাটা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, ঠিক টাইম এর মধ্যে পৌঁছে গেলাম বাসায়।আসার ১০ মিনিটের মধ্যেই বাচ্চারা পৌঁছে গিয়েছে বাসায়।

ECBABC36-5F85-4235-884C-3E114B11D888.jpeg

E89E097B-A2EB-419D-83EE-00887773403E.jpeg

716BEE63-D53A-49B3-9041-2B38DD12CE06.jpeg

এরপর বাসায় পৌঁছে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে একটু পরেই আমার অতি পছন্দের কাঁচা আম কাসুন্দি দিয়ে মাখিয়ে উপভোগ করলাম আমরা দুজন মিলে।এরপর প্রতিদিনকার মত স্বাভাবিক কাজকর্ম শেষ করলাম।

what3words location

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

একদম সময় মত বাসায় পৌঁছাতে পেরেছেন। আর একটু দেরি হলে তো বাচ্চারা দাঁড়িয়ে থাকত। বিদেশ বলেই সম্ভব হয়েছে। তা না হলে আমাদের দেশে তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আসতে কত সময় লাগবে অনুমান করা কঠিন। কখন জ্যামে আটকে যাই। যাই হোক অবশেষে সবার কেনা কাটা সম্পূর্ণ হয়েছে। শুভেচ্ছা রইলো আপনাদের জন্য।

 2 years ago 

যাক তাহলে আপুর ঈদের কেনাকাটা হয়ে গেছে। যদিও ব্যস্ত সময় পার করেছেন তবে ঈদের যে কেনাকাটা করে ফেলেছেন এটাই অনেক বড় কিছু। কেননা এটি অনেক ঝামেলা আর সেই ঝামেলা অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে নিজের শপিং মুহূর্ত এবং অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের দাদাকে কখনও Hangout মিস করতে দেখিনি, শত ব্যস্ততার মাঝেও তিনি কখনো হ্যাং আউট মিস করেন না।

আপু আপনি একদম ঠিক বলেছেন দাদা হয়তো সত্যি অনেক অসুস্থ। কারণ আমার বাংলা ব্লগের শুরু থেকেই দেখে আসছি দাদা কোনদিন হ্যাংআউট মিস করেননি। যতই ব্যস্ততা থাকুক না কেন হ্যাংআউটে সময় দিয়েছেন। কালকে যখন দাদা বললেন তিনি অসুস্থ শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। তবে যাই হোক আপনি আপনার কেনাকাটার অভিজ্ঞতা অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। চুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। এছাড়াও আম মাখা দেখেই খেতে ইচ্ছা করছে। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু ঈদের শপিং করা হয়ে গেলো।মা মেয়ের চুড়ি গুলো বেশ সুন্দর হয়েছে।ড্রেস গুলো দেখতে পেলাম না।পাকিস্তানি হানি ম্যাংগো এর কাসুন্দি মাখাটা দেখে খুব লোভ হচ্ছে। ধন্যবাদ আপু

 2 years ago 

ঈদ চলে আসলো সবাই শপিং নিয়ে ব্যস্ত, আপনিও শপিং করে নিয়েছেন, খুবই ভালো লাগলো, আপনার শপিং করা দেখে, তবে আপনার এবং আপনার মেয়ের চুড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, দোয়া রইল অনেক আনন্দের সাথে ঈদ উদযাপন করুন।

 2 years ago 

ঈদের শপিং মিলিয়ে আম কাসুন্ধি খাওয়া পর্যন্ত পুরো পোস্ট আমার কাছে বেশ ভালো লাগলো। বিশেষ করে বাচ্চাদের খেলনার বাক্স এমনকি চুড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছে। পুরো মুহূর্তটা পড়ে বেশ ভালো লাগলো। তাছাড়া সবগুলো ইংলিশ খাবারের মধ্যে যে একটা বাঙালি খাবার পেয়েছেন এটা বেশ ভালো লাগলো। ডিম পরোটা খেতে বেশ ভালোই লাগে।

 2 years ago 

ওই ওশেন ব্লু কালারের ড্রেসটা কিন্তু দারুন পছন্দ হয়েছে আমার। ওটা কিনেছেন তো? দাম কত ওটার? 25 হাজার ?

 2 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ঈদের কেনাকাটা করতে খুবই ব্যস্ততম একটি দিন অতিবাহিত করেছেন। সেই সাথে কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর কেনাকাটির মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো ইংলিশ খাবারের মধ্যে বাংলাদেশের ডিম পরোটা দেখে সত্যি আপু আমার নিজের কাছেই ভালো লাগছে। এবং পাকিস্তানি হর্নি আমটাও দেখতে বেশ দারুণ। সবমিলিয়ে আপনার শপিং তাহলে শেষ হয়েছে বলা যায়।

 2 years ago 

ঈদের কেনাকাটার জন্য ব্যস্তময় একটি দিনের সুন্দর দৃশ্য আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বর্ণনার সাথে। অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে বোঝা যায় সত্যি কেনাকাটার দারুন একটা ব্যস্তময় সময় ছিল আপনার। তবে বলবে এই সময়টা ছিল যথেষ্ট আনন্দ ও উদ্দীপনাময়, কারণ ঈদের কেনাকাটা বলে কথা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55