সিলেটের অপরূপ সৌন্দর্যের জাফলং || পর্ব-১

in আমার বাংলা ব্লগ20 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

সিলেটে আমার পরিবার ও আমার হাজবেন্ডের পরিবারের সকলে মিলে বেশ কিছু জায়গায় গিয়েছিলাম। তার মধ্যে রয়েছে সাদা পাথর, জাফলং, রাতারগুল সহ আরো বেশ কয়েকটি জায়গা। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাফলং এর কিছু ফটোগ্রাফি।যেহেতু জাফলং এ অনেকগুলো ফটোগ্রাফি করেছি, তাই এই পর্বটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি।আসলে কয়েকদিন ধরে স্টিমিটে প্রবলেম হওয়ায় ভালোভাবে কোন ফটো আপলোড করা যাচ্ছে না।অনেক কষ্ট করে এই কয়েকটি ফটো আপলোড করতে পেরেছি। খুবই চমৎকার জায়গা, যদিও এর আগে আমি কয়েকবার গিয়েছিলাম।এবার গিয়ে দেখি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক সুন্দর করেছে জায়গাটি।আর এই জায়গায় গেলে কয়েকটি জিনিস একসাথে পাওয়া যায় যেমন চা বাগান, ঝর্ণা, নদী।চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে একেবারেই মন জুড়িয়ে যায়, ফিরে আসতে মন চায় না।এ পর্যন্ত যতগুলো জায়গায় গিয়েছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জাফলং।এখানকার পানিও খুবই চমৎকার। পানিতে সাগরের মত বালুও রয়েছে।

IMG_0007.jpeg

বাসা থেকে আমরা আখনি বানিয়ে নিয়েছিলাম।একটি খোলা জায়গা পেয়ে গেলাম।সেখানে চাদর বিছিয়ে সকলেই পিকনিকের মত খেয়ে উঠে গেলাম।সকলে মিলে এভাবে খোলা জায়গায় খেতে খুবই ভালো লেগেছিল।চারিদিকে পাহাড়ে ঘেরা খুবই চমৎকার জায়গা।আর পাহাড়ের মাঝে দূর থেকে ছোট ছোট অনেক বাড়ি-ঘর দেখা যাচ্ছিল যেগুলো ছিল ইন্ডিয়ার ঘরবাড়ি।বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ঘরবাড়ি দেখতে বেশ ভালোই লাগছিল।

IMG_0017.jpeg

উপরের যে ঘরবাড়ি গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্ডিয়ার।

IMG_0018.jpeg

IMG_0027.jpeg

প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমরা নেমে গেলাম অনেক নিচু পর্যন্ত সিঁড়ি দিয়ে। আগে এখানে কোন সিঁড়ি ছিল না। এরপর নৌকা করে আমরা চলে গেলাম একটি রাখাইন পল্লীতে যেখানে চা বাগান রয়েছে।যদিও নৌকা থেকে নেমে একটি সিএনজিতে আরো ২০ থেকে ২৫ মিনিট লেগেছে সেখানে যেতে। আমরা আগে থেকে একটি ফটোগ্রাফার রেডি তৈরি করে রেখেছিলাম। সে আমাদের ফটোগ্রাফিগুলো নিচ্ছিল। তাই আমার এই ফটোগ্রাফির মধ্যে কিছু ফটোগ্রাফি আছে আমার মোবাইল থেকে নেওয়া।আর কিছু ফটোগ্রাফি ফটোগ্রাফারের নেওয়া।

IMG_0038.jpeg

IMG_0043.jpeg

উপরের সবগুলো ফটোগ্রাফি আমার মোবাইল থেকে নেওয়া।

polish_save.jpeg

উপরের ফটোগ্রাফিগুলো ফটোগ্রাফারের তোলা।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Sort:  

Wow, @tangera, your trip to Jaflong looks absolutely breathtaking! The photographs are stunning – especially the ones showcasing the tea gardens and the views overlooking the Indian houses. It's wonderful how you captured the natural beauty and shared your family picnic experience with us. The fact that you went to so much effort to upload despite the Steemit issues is truly appreciated! I can see why Jaflong is your favorite place; the scenery is just mesmerizing. Thank you for taking us along on your adventure! I hope to visit someday. What was your favorite part of the trip?

 19 days ago 

মাস দুয়েক আগে আমরাও সাদা পাথর এবং রাতারগুল গিয়েছিলাম। কিন্তু সময় স্বল্পতার কারণে জাফলং যেতে পারিনি এবার। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। স্টিমিটের সমস্যার কারণে ছবি আপলোড দিতে বেশ ঝামেলা হচ্ছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.34
JST 0.033
BTC 117071.66
ETH 4571.47
SBD 0.88