আসসালামুআলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম "আমার বাংলা ব্লগ" এর প্রিয় জেনারেল ইউজারদের দেয়া চমৎকার একটি কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে। কনটেস্টে আমিও অংশগ্রহণ করতে খুব ভালোবাসি, কিন্তু সব ধরনের কনটেস্টে অংশগ্রহণ করা হয় না। শুধুমাত্র রেসিপি জাতীয় কনটেস্টে অংশগ্রহণের চেষ্টা করি।ডাই প্রজেক্টটি আমার কাছে খুবই কষ্টকর একটি ব্যাপার কারণ এতে সময় খুব বেশি লাগে।তবে আমিও মাঝেমধ্যে আমার মেয়েদের সময় দেওয়ার জন্য তাদের সাথে ছোটখাটো কিছু ডাই প্রজেক্ট করে থাকি। শুধুমাত্র তাদের আনন্দের জন্য, তবে খুব বেশি না। আজকেও শুধু আনন্দের জন্যই পার্টিসিপেট করেছি। আসলেই প্রতিযোগিতা যে কোন বিষয়ের উপরেই হোক না কেন এতে কঠোর পরিশ্রম করতে হয়।”আমার বাংলা ব্লগ”এর সদস্যরা যথেষ্ট পরিশ্রম করে এক একটি কনটেস্টের জন্য।এ কারনেই অনেক ইউনিক এবং চমৎকার চমৎকার সব আইডিয়া দেখতে পাই ইউজারদের হতে।যাই হোক আমাদের মধ্যে কোন প্রতিযোগিতা নেই, জাস্ট ফান হিসেবেই আমরা এটাকে গ্রহণ করেছি। সবাই মিলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বেশ ভালই লাগে। প্রথম ও দ্বিতীয় বড় কথা নয়, প্রতিযোগিতায় যে আমরা সকলেই অংশগ্রহণ করছি এটাই সবচেয়ে বড় কথা।
এবার চলে যাচ্ছি আমার কনটেস্টের বিষয়বস্তুর বিষয়ে। আমি আসলে ফুল খুব ভালোবাসি, প্রায় দেড় বছর আগে একটি ফুল তৈরি করেছিলাম টিস্যু পেপার দিয়ে।সেটিও ছিল একটি ডাই প্রজেক্ট কনটেস্ট এবং সেই প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অধিকার করেছিলাম।সেটিই ছিল আমার “আমার বাংলা ব্লগ” থেকে পাওয়া প্রথম পুরস্কার, যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আজকেও আমার প্রতিযোগিতার প্রধান থিম হচ্ছে ফুল।হ্যাঁ বন্ধুরা আজকে আমি কার্ডবোর্ডে ফুল সহ একটি গাছের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করছি আপনাদের খুব বেশি খারাপ লাগবেনা। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক ফুল সহ গাছের ডেকোরেশন তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগবেঃ
- প্লেডোঃ ২/৩ কালার
- মাস্কঃ ৩ টি
- কার্ডবোর্ড
- গ্লু
- সিজার
- কাঁঠ পেন্সিল
- কালার পেন্সিল
- রাবার
- পুঁথি
- কাটা চামচ
- কটন বার্ড
কার্যপদ্ধতিঃ
আমি এখানে দুই রকমের কার্ডবোর্ড ব্যবহার করেছি। একটি হচ্ছে বার্থডে কেকের বোর্ড যা সুন্দর গোল করে কাটা ছিল।আমার আর কষ্ট করে কাটাকাটির ঝামেলা করতে হয়নি।অন্যটি যা সচারচর সবার বাসাতেই কম বেশি থাকে।ওই কার্ডবোর্ড টি গাছের আকৃতিতে সিজার দিয়ে কেটে নিয়েছি।এরপর গাছের নিচে একটু প্লেডো লাগিয়ে দিলাম। |
এরপর ওই প্লেডোর উপরে কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।এরপর মাস্ক গুলোর চারিপাশ কেটে নিয়েছি। |
এরপর মাস্কের মিডিলে নেটের মত সাদা যে কাপড়টা থাকে তা গোলাপি রঙের কালার পেন্সিল দিয়ে কালার করে নিয়েছি। |
এরপর সিজার দিয়ে সবগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি।এরপর গোলাপি রঙের প্লেডো গোল গোল করে গাছের তিনটি শাখায় লাগিয়ে দিয়েছি। |
এরপর কটন বার্ড দিয়ে কাটা টুকরো গুলো প্লেডোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। |
এভাবে বাকী ফুল তিনটি তৈরি করে ফেললাম।ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তাই না? |
এবার সবুজ রঙ এর প্লেডো দিয়ে দুটি পাতা বানিয়ে ফেললাম এবং নিচের দিকে গোলাপি রঙের প্লেডো দিয়ে একটু ডিজাইন করে নিলাম। |
এরপর উপরের ফাঁকা অংশে প্লেডো দিয়ে কতগুলো তারা বানিয়ে নিলাম এবং তারার উপরে পুঁথি লাগিয়ে একটু ডিজাইন করে দিলাম।। |
কার্ডবোর্ডে ফুল সহ একটি গাছের ডেকোরেশন রেডি। |
জানালার পাশে সাজিয়ে রেখেছি আমার তৈরি করা সুন্দর এই ডাই প্রজেক্টটি। |
Photographer | @tangera |
Device | I phone 13 Pro Max |
আসলেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যেমন কষ্ট করতে হয়, ঠিক তেমনি পোস্ট রেডি করতেও তেমন কষ্ট হয়।অনেক অনেক পরিশ্রম করে "আমার বাংলা ব্লগ" এর সদস্যরা। বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
@tangera
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের
discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
আপু আপনি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। আর এই প্রতি অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপু আপনি কার্ডবোর্ড দিয়ে খুবই সুন্দর একটি ডেকোরেশন তৈরি করেছেন। ফুল গুলো এত সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। ফুল সঠিক গাছের ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ।আপু আপনি মাস্ক এবং রঙিন কাঁদা দিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। কালার কম্বিনেশন ও ভালো হয়েছে।ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে।
আপু এক কথায় অসাধারণ হয়েছে আপনার ডাই প্রজেক্ট। কার্ডবোর্ডে ফুল সহ একটি গাছের ডেকোরেশন। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
আপনার অসাধারণ ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করলেন সত্যি অসাধারণ ছিলো। ধাপে ধাপে উপস্থাপন দেখে মুগ্ধ হলাম আমি।
কি যে বলেন ভাইয়া, জাস্ট সিম্পল একটা ডাই প্রজেক্ট। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যদিও আপনি অনেকটাই ব্যস্ত থাকেন কারণ আপনার বাচ্চাদেরকে সময় দিতে হয় এত এত ব্যস্ত থাকার পরেও যে আপনি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে কার্ডবোর্ডের উপর ফুলসহ একটি গাছের ডেকোরেশন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় এবং ধৈর্য নিয়ে এটা তৈরি করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন ভাইয়া ডাই প্রজেক্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। এছাড়া বাচ্চাদের কে নিয়ে আরও ব্যস্ত থাকতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
প্রতিযোগীতায় জেতার থেকে অংশগ্রহণ এর আনন্দ টাই বেশি আর সেই সাথে আপনি বাড়তি পাওনা হিসেবে ভাগ্নীদের সাথে সময় কাটাতে পেরেছেন।অনেক সুন্দর হয়েছে আপনার ডাই প্রজেক্ট টি। একদম ফুলসহ চেরি গাছের মত লাগছে। ধন্যবাদ আপু সুন্দর ডাই প্রজেক্ট টি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও কিন্তু তাই মনে হয়, যে প্রথম আর দ্বিতীয় বড় কথা নয়। আনন্দটাই বড় কথা। ঐ যে গানেই তো আছে- কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাবো রইবো না কেউ পিছে। তাই তো আমরা সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছি। যাক যদিও আপনি মাঝে মাঝে এরকমের ডাই প্রজেক্ট বাচ্চাদের খুশির জন্য করে থাকেন, তবুও প্রতিযোগিতার জন্য করলেন। অনেক সুন্দর হয়েছে আপু আপনার আজকের প্রতিযোগিতার ডাই পোস্ট। শুভ কামনা রইল।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপু আপনার তৈরি এই ডাই পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে।কার্ডবোর্ডে ফুল সহ একটি গাছের ডেকোরেশন নিঃসন্দেহে চমৎকার একটি সৃজনশীলনমূলক পোস্ট। আপনারে ডাই পোস্টে গাছের ডালের সাথে ফুলগুলো চমৎকারভাবে সেট করাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে পুতির ব্যবহারটাও খুবই চমৎকার হয়েছে। দারুন একটি ডাই পোস্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আপু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সত্যি অনেক বেশি ভালো লেগেছে। কার্ডবোর্ডে ফুল খুবই সুন্দর একটা গাছের ডেকোরেশন করেছেন। ফুলগুলোর সৌন্দর্যতা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে, আর উপরের অংশে তারাগুলো দেওয়ার কারনে আরো বেশি ভালো লাগছে দেখতে। আপনি নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছেন দেখেই বুঝতে পারছি। আপনার এই কাজটা দেখে সত্যি আমি একেবারেই মুগ্ধ। সম্পূর্ণটা জাস্ট অসাধারণ ছিল বলতে হচ্ছে।
অসাধারণ ছিল না আপু, কোনরকম চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপু আপনি খুব উৎফুল্লভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে অংশগ্রহন করাটাই বড় বিষয়।আপনি বেশকিছু উপকরন দিয়ে একটি গাছের ডেকোরেশন করেছেন। দেখতে খুব সুন্দর হয়েছে। আমাদের সবার মনেই আসলে প্রকৃতির স্নিগ্ধতা ভর করে আছে।তাইতো আমরা যা কিছুই করি না কেন প্রকৃতি, ফুল করার ইচ্ছে জাগে।দারুন হয়েছে আপনার প্রজেক্টটি।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,এতো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
একদম ঠিক বলেছেন আপু প্রকৃতি আসলেই সবাইকে টানে। ধন্যবাদ আপু আপনাকে।