DIY প্রজেক্ট এর প্রভাব এখন আমার বাসায় 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি DIY প্রজেক্ট নিয়ে । তবে এই প্রজেক্টটি আমি করিনি আমার বাচ্চারা করেছে। আসলে এই সপ্তাহ জুড়ে আমাদের কমিউনিটিতে চলছে DIY প্রজেক্ট , অনেক সুন্দর সুন্দর পোস্ট করা হচ্ছে DIY প্রজেক্ট নিয়ে ।যখনই কোনো প্রজেক্ট আমার খুব ভালো লাগে তখন আমার বাচ্চাদের সাথে শেয়ার করি , তখন ওরা অনেক অনুপ্রাণিত হয়ে যায় ।মাঝে মাঝে কেউ আমার জন্য ড্রয়িং করে আনছে, কেউ কিছু বানিয়ে আনছে , এনে আমাকে বলছে এটি পোস্ট করতে পারবা ? আমি ওদের কথা শুনে অবাক হয়ে যাই, বারে বারে আমাকে রিকুয়েস্ট করছে প্লিজ পোস্ট করো। ওদের রিকুয়েস্টে আমার এই আয়োজন, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকে আয়োজন হচ্ছে পুঁথি দিয়ে বিভিন্ন ডিজাইনের ব্রেসলেট।

520736D5-07DD-4963-8036-450D75EF177D.jpeg

প্রথমেই দেখে নেওয়া যাক ব্রেসলেট তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

  • পুঁথি
  • সুতা
  • সিজার

কার্যপদ্ধতি:

প্রথমে ওরা হাতের মাপের সুতা কেটে নিয়েছে, তারপর একটি একটি করে কালার মিলিয়ে মালার মত গেঁথে নিয়েছে। এরপর একটি গিঁট দিয়ে ব্রেসলেট বানিয়ে ফেলেছে।এই একই প্রক্রিয়ার অনেক গুলো ব্রেসলেট বানিয়ে ফেলেছে তারা।

নিম্ন কার্যপদ্ধতি গুলো দেখানো হলো:

AEA88DA4-4D2E-4221-B6C1-8B59FAF78CF8.jpeg

E5D83819-0CE4-4D38-AAF0-BB1CCB0607DD.jpeg

B2BC268C-0BC8-45BF-92A7-C1EA52C5E2B4.jpeg

EAADC94C-C479-4978-A863-316C425DF966.jpeg

09AB9CB1-04CE-45E8-92B0-99C83461F75C.jpeg

354C9FFF-6228-4056-886A-EADC03367326.jpeg

0255EB74-4F7E-49E5-B72C-694FDB844CD3.jpeg

E97C095C-05F7-4DF0-8A18-28EF0B782206.jpeg

351509E7-03E2-4A0B-87D2-5C630E19BF91.jpeg

598371CC-BC90-402C-862E-3AEDF63CBA6D.jpeg

দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন করে কতগুলো ব্রেসলেট বানিয়ে ফেলেছে দুজনে।

DFEBB849-A870-44C6-899B-00262F252BBA.jpeg

97D61EBE-FA3B-4061-AA35-C7B35014FE8D.jpeg

একজন সবগুলো ব্রেসলেট হাতের পড়ে ছবি তুলেছে দেখে অন্যজনও এসে গেছে, তারও ছবি তুলতে হবে, তাই দুজনেরই ছবি তুলে নিলাম।

D2DCFD2C-F7D7-4476-80BC-AB1482BC2B20.jpeg

দুটি আংটিও বানিয়ে ফেলেছে।

Photographer@tangera
DeviceI phone 10 X max

(

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

আপনি প্রতিনিয়ত ইউনিক জিনিস তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়ে চলেছেন। ব্রেসলেট অনেক গুলো তৈরি করেছেন দেখছি। ভিন্ন ভিন্ন কালারের ব্রেসলেট তৈরি করেছেন কিন্তু আমার ফেবারিট কালার কালো সেটা খুজে পেলাম নাহ।তবুও প্রতিটি ব্রেসলেট সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার পুতি দিয়ে ব্রেসলেট বানানো দৃশ্যটি অসাধারণ।আপনার ইউনিক বুদ্ধির জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার নেওয়া পুঁথিগুলো খুব বেশি ভালো লেগেছে আমার কাছে। বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের পুঁথিগুলো। আপনার বানানো খুব ভালো হয়েছে। ব্রেসলেটগুলো খুব সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু কিন্তু ব্রেসলেটগুলো আমার বাচ্চারা বানিয়েছে, আমি বানাইনি।

 3 years ago 

বাহহহ, পিচ্চিরা তো দেখছি অনেক কাজের।

 3 years ago 

বাহ, বাচ্চারা তো দেখছি অনেক কাজের।

 3 years ago 

আমার এটা শুনে খুবই ভালো লাগলো যে আপনার সন্তানেরা আপনার কাজে সাহায্য করে এবং আপনার জন্য মাঝে মাঝে কিছু তৈরি করে দেয় পোষ্ট করার জন্য, সত্যিই অসাধারণ একটি বিষয়।

ব্রেসলেট তৈরির পর্বটা বেশ ভালো লেগেছে। পুতির ব্রেসলেট গুলো বরাবরই আমার কাছে ভালো লাগে

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার বাচ্চাদের সব বিষয়ে আগ্রহ রয়েছে যথেষ্ট, সেই সাথে বাচ্চাদের দ্বারা বেসলেট তৈরি খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপু খুব ভালো লাগল আপনার কথা শুনে খুব ভালো লাগল। আপনার বাচ্চাদের এই উৎসাহ শুনে আমি হতবাক। এবং পুতি দিয়ে তৈরি হাতের ব্রেসলেট টা খুবই সুন্দর হয়েছে। অসাধারণ। আপনি এবং আপনার সন্তানের জন্য শুভকামনা।।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার বানানো বেসলেট গুলো। এটি দেখতে খুবই সুন্দর। আমার দেখে একটি পড়তে ইচ্ছে করছে। আমি এটি বানানোর চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে একটি আমাদেরকে বানিয়ে দেখানোর জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি একটা হাতের জিনিসটি তৈরী করেছেন দেখতে ও অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি প্রতিনিয়তই সুন্দর সুন্দর এবং ইউনিট জিনিস গুলো আমাদের মাঝে শেয়ার করেন। আসলে আপনার মাথার ভিতরে এমন চিন্তা আসে কিভাবে আমি বুঝতে পারিনি। খুবই সুন্দর জিনিস উপহার দিয়েছেন।

সাথে সাথে আপনার ছোট্ট সোনামণিদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর বিষয়বস্তু আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য

আপু, আপনার নেওয়া পুঁথিগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের পুঁথিগুলো। আপনার বানানো খুব ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66779.99
ETH 3503.24
USDT 1.00
SBD 2.70