ঈদের কেনাকাটা, সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_8372.jpeg

আর মাত্র এক সপ্তাহ পরেই ঈদ।তবে এবারের ঈদে আনন্দ একটু কম কারণ ঈদের পরের দিন সকালে যেতে হবে হসপিটালে অপারেশনের জন্য।টেনশন কাজ করছে, কিন্তু তারপরও তো আর বসে থাকা যায় না ঈদ বলে কথা! বাচ্চাদের স্কুল বন্ধ ছিল এক সপ্তাহের জন্য তাই সুযোগ পেয়ে গেলাম শপিং করার। সকলে মিলে চলে গেলাম London Westfield এ শপিং করতে।নতুন একটি শপিং মল, এর আগে কখনো যাওয়া হয়নি।এই প্রথম আমরা সকলে মিলে গিয়েছিলাম সেই শপিং মলে।যদিও এটি ইংলিশ শপ, তারপরও প্রয়োজনীয় আরো অনেক কিছু কেনাকাটা বাকি ছিল কারণ বাংলাদেশের জন্য শপিং রয়েছে।সেখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা শেষ করে চলে গেলাম গ্রীন স্ট্রিটে আমাদের ঈদের কাপড় চোপড় কিনতে।গ্রীন স্ট্রিট ঈদের কেনাকাটার জন্য পারফেক্ট স্থান কারণ এখানে বাংলাদেশী, পাকিস্তানি ও ইন্ডিয়ান কাপড়-চোপড় বেশি থাকে।তবে ঈদের সময় পাকিস্তান ও ইন্ডিয়ার কাপড়-চোপড়ের বেশি ডিমান্ড থাকে।এখানে এত পরিমাণে কাপড়চোপড় এর শপ রয়েছে যে দেখতে দেখতে চোখ ঝাপসা হয়ে যায়।আর আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে গেলে মনে হয় যেন বাংলাদেশে এসেছি। কারণ রাস্তাঘাট ও শপগুলোতে শুধু বাংলাদেশের লোকজন থাকে।কারণ বাংলাদেশের মত এত কেনাকাটা মনে হয় আর কেউ করে না ঈদের সময়।

এবার তাহলে চলে যাচ্ছি ফটোগ্রাফিতে। তবে ফটোগ্রাফির সকল ফটোই নেওয়া হয়েছে Westfield থেকে। কারণ এই শপটি খুবই চমৎকার। এর আগে কখনো দেখিনি, খুবই ভালো লেগেছে সেখানে শপিং করে। তাই সেখানকার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_8364.jpeg

IMG_8361.jpeg

IMG_8363.jpeg

IMG_8357.jpeg

IMG_8351.jpeg

IMG_8354.jpeg

IMG_8356.jpeg

এক নজরে কিছু সু দেখে কিনে নিলাম মা মেয়ে তিন জনের জন্য।হাজব্যান্ড আগেই কিনে ফেলেছিল তাই তার দরকার হয়নি।তবে প্রাইজ দেখে তো মাথা নষ্ট।কিন্তু তারপরও কিনে ফেলেছি কারণ খুবই পছন্দ হয়েছিল।

IMG_8348.jpeg

IMG_8349.jpeg

খাওয়া দাওয়ারও দারুণ ব্যবস্থা রয়েছে। প্রচুর ভিড় দেখলাম সেখানে।

IMG_8374.jpeg

IMG_8372.jpeg

IMG_8370.jpeg

IMG_8369.jpeg

IMG_8366.jpeg

IMG_8368.jpeg

কেনাকাটা শেষে ফেরার পথে কিছু ফটোগ্রাফি।এখানকার চারিপাশের পরিবেশ এত সুন্দর দেখতে খুবই ভালো লাগে। তাই ফটোগ্রাফিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম।

এরপর সেখান থেকে কেনাকাটা করে চলে গেলাম গ্রীন স্ট্রিটে আমাদের ঈদের কাপড় চোপড় কিনতে।সেখানে গিয়ে একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে কেনাকাটা শুরু করে দিলাম। বড় মেয়ের জন্য একটি ড্রেস কিনে নিলাম। ছোট মেয়ের ড্রেস আগে থেকেই কেনা ছিল। যদিও আমার জন্য ড্রেস আগের ঈদে কিনে রেখেছিলেন কিন্তু তারপরও একটি ড্রেস খুবই ভালো লাগলো। আমি আর আমার বড় মেয়ে ম্যাচিং করে কিনে ফেললাম।এরপর মেহেদি সহ আরও দরকারি কিছু কেনাকাটা শেষে ঘরে ফিরলাম।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

ঈদের কেনাকাটা ও বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো ফটোগ্রাফি গুলো। জায়গাটা সত্যি ই খুব সুন্দর। ঈদ কেনাকাটা তো করতেই হবে।তবে ঈদের পরের দিন হাসপাতালে অপারেশন হবে।অপারেশন এর নাম নিলেই টেনশন হয়।টেনশন তো কাজ করবেই।তবে আল্লাহর রহমতে ভয়ের কিছু নেই।আপনি রিলাক্স থাকবেন,ইনশাআল্লাহ কিছু হবে না।দোয়া করি আপু।

 3 months ago 

আপু, আপনার লেখায় যেন ঈদের রঙ লেগে আছে।
ছবিগুলো এক কথায় দুর্দান্ত , এত গোছানো আর প্রাণবন্ত।শপিংয়ের খুঁটিনাটি, পরিবেশের বর্ণনা, আর পরিবার নিয়ে মুহূর্তগুলো মন ছুঁয়ে গেল।আপনার মনোবল সত্যিই প্রশংসনীয়, অপারেশনের আগেও এত আনন্দ ভাগ করে নেওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আল্লাহ আপনাকে সুস্থতা দিন, আগাম ঈদের শুভেচ্ছা রইল । ধন্যবাদ আপু।🌸

 3 months ago 

এক সাপ্তাহ বাচ্চাদের স্কুল কিসের জন্য বন্ধ দিয়েছে। ঈদের জন্য নাকি অন্য কোন কারন আছে। বিশাল বড় শপিংমল, দেখে ভালোই লাগলো।

 3 months ago 

না ভাই ঈদে বন্ধ হয়না এখানকার স্কুলগুলো, কারণ এখানে ৯৯% স্টুডেন্ট ইংলিশ।কিন্তু লন্ডনের স্কুলগুলোতে বন্ধ থাকে কারণ সেখানে মুসলিম স্টুডেন্ট একটু বেশি আছে।যাইহোক এ দেশে প্রতি দুইমাস পরপর স্কুল বন্ধ দেয়।

Wow, @tangera, what a vibrant and engaging post! Your trip to London Westfield and Green Street looks absolutely amazing, especially with ঈদ just around the corner. The photos are fantastic – they really capture the atmosphere of the shopping mall and the excitement of preparing for the festivities.

I especially loved hearing about your experience in Green Street, it sounds like a little slice of Bangladesh in London! And those shoes you bought for you and your daughters are gorgeous! The personal touch, mentioning your upcoming operation and the joy of shopping with your family, makes this post so relatable and heartwarming.

Thank you for sharing your adventure and the beautiful photos. Wishing you all the best with your operation and a wonderful ঈদ! I encourage everyone to check out @tangera's post and share their thoughts in the comments. What are your ঈদ shopping traditions? Let's discuss!

 3 months ago 

Thank you very much for reading my post and leaving a nice comment.

 3 months ago 

অপারেশন যেনো সাকসেসফুল হয়,সেই কামনা করছি। আল্লাহ তায়ালার নাম বেশি বেশি স্মরণ করেন আপু। যাইহোক কেনাকাটা করার পাশাপাশি চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111041.98
ETH 4311.86
SBD 0.84