কাগজ দিয়ে তৈরি একটি স্নোফ্লেক

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি একটি diy পোস্ট নিয়ে।পোস্টটি হচ্ছে কাগজ দিয়ে স্নোফ্লেক তৈরি। আসলে বাচ্চারা অনেকদিন ধরে চাচ্ছিল আমার সাথে একটি স্নোফ্লেক তৈরি করবে। ওরা খুবই পছন্দ করে যদি আমি ওদের সাথে কোন কিছু তৈরি করি, যেমন আর্ট করা, কাগজ কেটে বিভিন্ন ধরনের ফুল ও নানান ধরনের জিনিসপত্র ওরা খুবই পছন্দ করে।সময়ের অভাবে পেরে উঠতে পারছিলাম না। আজকে ওদের স্কুল বন্ধ ছিল,শনি ও রবি দুই দিন স্কুল বন্ধ থাকে।তাই আজকে একটু সুযোগ হলো ওদেরকে নিয়ে বানিয়ে ফেললাম খুবই সুন্দর একটি স্নোফ্লেক ।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

B9544C59-DF8C-4CC1-AE04-25890107F6F1.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক স্নোফ্লেক তৈরি করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • গ্লু
  • সিজার
  • স্কেল

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

506B4BCF-99A2-4527-B052-151325F468EB.jpeg

146F7B20-D8B6-474F-A1B3-14FBFFDF7B54.jpeg12976281-300B-419E-A659-0D70CFDF6493.jpeg

প্রথমেই কাগজটি দৈর্ঘ্য ও প্রস্থে ৬ সেন্টিমিটার করে ৬ পিস করে কেটে নিয়েছি।

1E519B32-B1FA-405C-A2BB-C4A507E8CBC0.jpegCA9A420D-14DA-418E-898A-22879D6C5FD9.jpeg

এরপর আড়াআড়িভাবে সবগুলো ভাঁজ করে নিয়েছি। এরপর সিজার দিয়ে এভাবে কয়েক ভাগে কেটে নিয়েছি।

5292F9CA-588F-4D5B-8FE1-2401E3AFB6C5.jpeg46EBAFB1-356A-4A25-84B6-46C95B2F34E0.jpeg

সবগুলো এভাবে কেটে নিয়েছি।

4084AA6E-176B-45BB-8BC2-E7D69E799FB4.jpeg319B3F5D-DFC3-424B-9F79-479D1E111686.jpeg

এরপর এক সাইডে গ্লু লাগিয়ে এভাবে জোড়া লাগিয়ে নিয়েছি। ঠিক একই ভাবে এর বিপরীত পাশে এভাবে গ্লু লাগিয়ে জোড়া দিয়ে নিয়েছি।

F46BDC6F-C87E-4159-8C7E-9A7CF6104A95.jpegBA7C6F76-3CB8-4A4B-9D0F-D93E0F1FD54C.jpeg

এভাবে পর্যায়ক্রমে একবার সামনের দিকে একবার পিছনের দিকে এভাবে গ্লু লাগিয়ে সবগুলো জোড়া দিয়ে নিয়েছি।

AA7C5AB9-F690-4328-BF5C-516B3B5F047B.jpeg

30DDBA6A-6958-4E03-8BD0-00C503461D2D.jpeg

এবার সব গুলো একত্রে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি।

10028305-E1E4-486C-890E-06B8CF7005C5.jpeg

হয়ে গেল কাগজের তৈরি একটি স্নোফ্লেক।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে তৈরি স্নোফ্লেক খুবই সুন্দর হয়েছে, সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়।ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে বাবা মা যদি বাচ্চাদেরকে একটু সময় দেয় তাহলে এমনিতে ওঁরা সব সময় হাসি খুশি থাকে। আপনি খুব সুন্দর করে কাগজ কেটে স্নোফ্লেক বানিয়েছেন। যা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু আপনাকে আমাদের মাঝে কাগজ কেটে এই সুন্দর স্নোফ্লেক বানানোর প্রক্রিয়াটা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটা স্নোফ্লেক তৈরি করেছেন। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনার কাগজের তৈরি সবগুলো জিনিসই আমার কাছে খুব ভালো লাগে। আজকের কাগজের তৈরি স্নোফ্লেকটিও আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার কাগজের তৈরি জিনিসগুলো আপনার ভালো লাগে জেনে আমারও অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ বাচ্চাদের কে খুশি করতে একটি আনকমন ডাই পোস্ট। আমি স্নোফ্লেক এর নাম আজ অবদি শুনিনী। তবে আপু আজকে আপনার পোস্টের মাধ্যমে খুব ভাল করে স্নোফ্লেক এর বিষয়টি বুঝতে পারলাম। খুব সুন্দর হয়েছে। আপনার আজকের বানানো স্নোফ্লেক।

 2 years ago 

এদেশের বাচ্চারা স্নোফ্লেক এর সাথে খুবই পরিচিত, তারা অনেক পছন্দ করে। অনেক ধন্যবাদ আপু আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

বাচ্চাদের শখ পূরন করতে গিয়ে দারুন একটি স্নোফ্লেক করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু,দারুন হয়েছে। কাগজ দিয়ে কিছু বানিয়ে ফেললে বেশ ভালোই লাগে দেখতে। উপস্থাপনা খুব চমৎকার লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিস বানালে খুব সুন্দর লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে বাচ্চারা এমন কাজ গুলো করতে একটু বেশিই পছন্দ করে ৷ আপনি আপনার বাচ্চাদের সাথে কাগজ দিয়ে সুন্দর একটি স্নোফ্লেক তৈরি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে সাদা কাগজের স্নোফ্লেক টি দেখতে ৷ ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর স্নোফ্লেক বানানোর প্রক্রিয়াটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন বাচ্চারা এ ধরনের কাজ খুবই পছন্দ করে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু বাচ্চারা এসব কিছু বানাতে খুব পছন্দ করে। আমার বাচ্চাটাও আমি কিছু বানালে ও খুব আনন্দ নিয়ে সেটা বানাতে চলে আসে। আপনি ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে বসে ভালোই করেছেন। খুব সুন্দর করে সবাই মিলে একটি স্নোফ্লেক বানিয়ে ফেলেছেন যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর দারুন ভাবে পদ্ধতি গুলো দেখিয়েছেন আমিও বানাতে পারবো মনে হচ্ছে।

 2 years ago 

তোমার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ।

 2 years ago 

কাগজ দিয়ে স্নোফ্লেক তৈরি দারুন হয়েছে আপু। আসলে বাচ্চারা কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পছন্দ করে। আর নতুন নতুন জিনিস তৈরি করা শিখতেও তারা পছন্দ করে। বাচ্চাদের স্কুল ছুটির দিনে আপনি অনেক সুন্দর ভাবে কাগজ দিয়ে স্নোফ্লেক তৈরি করেছেন। কাগজ দিয়ে স্নোফ্লেক তৈরির পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি একটি স্নোফ্লেক। স্নোফ্লেক টি দেখতে অসাধারণ হয়েছে। হাতের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। যে কোন ডাই প্রজেক্ট গুলো দেখলে মন ভালো হয়ে যায়। ইউনিক আইডিয়া শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি এই জাতীয় নকশার নাম আমার পূর্বে জানা ছিল না। তবে আমাদের এখানে এ জাতীয় নকশাগুলোকে সাধারণত ফুল বলেই গণ্য করা হয়। যাইহোক প্রথম থেকে কাগজ কাটা এবং কাগজের সাইজগুলো নির্দিষ্ট পর্যায়ে আঠা লাগিয়ে এটি তৈরি করার দৃশ্যটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58400.82
ETH 2567.08
USDT 1.00
SBD 2.38