লাউ দিয়ে রুই মাছের তরকারি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি লাউ দিয়ে রুই মাছের তরকারির রেসিপি নিয়ে । আমরা সকলেই জানি লাউ অনেক পুষ্টিকর একটি খাবার এবং শরীরের জন্য খুবই উপকারী এবং এই লাউ আমাদের নবীজির প্রিয় একটি খাবার ছিল। এটি আমারও অতি পছন্দের একটি খাবার।

BDE367AF-D73D-4396-88BF-613FEB2D516A.png

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
লাউছোট সাইজের একটি
মাছ১২ /১৩ পিস
পেঁয়াজ কুচি২কাপ
কাঁচা মরিচ৫/৬টি লম্বা করে কাটা
টমেটো কুচিহাফ কাপ
হলুদ গুড়া১ চাঃচাঃ
ধনিয়া গুড়া১ চাঃচাঃ
কারিপাউডার২চাঃচাঃ
লবণস্বাদমতো
তেলতিন টেবিল চামচ

কার্যপ্রণালী : ধাপ ১

প্রথমেই পেঁয়াজ ,টমেটো ,কাঁচা মরিচ এবং ধনেপাতা কেটে নিয়েছি ।এরপর লাউটি কেটে রেখেছি ,তারপর মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ভাজার জন্য।

C21D37D2-BF1E-4D8E-9BEF-17A908DA38B3.jpeg

প্রয়োজনীয় উপকরণ

কার্যপ্রণালী : ধাপ ২

প্রথমেই মাছগুলো তেলে ভেজে নিয়েছি । এরপরএকটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও লবণ দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ গলে যাওয়ার পর সবগুলো মসলা দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি। এরপর লাউগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে 2/3 মিনিট রেখে দিয়েছি ।তারপর পর ভাজা মাছ গুলো দিয়ে, 2 কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। এই সময়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।

কার্যপ্রণালীঃ গুলো নিচে দেখানো হলো:

46EAEFB5-24EF-4219-9907-619D9202A3F2.jpeg

E22D269F-816E-45CA-88B7-4B754D12F2DE.jpeg

9405F327-8832-4CEF-B17C-4E91EA849F52.jpeg

9906DFE8-C895-4C4D-8614-F81E462E7A24.jpeg

005BBAA6-A4B8-4A94-A5E1-E9894DBA7F9C.jpeg

055EB0E1-51A1-44AB-86C3-E7BBA07501CD.jpeg

1FAA394B-9CFC-47B1-97C5-79C99FCC8931.jpeg

6C4917B3-4992-4419-AF61-F8D566242F70.jpeg

শেষ ধাপ:

10 মিনিট পরে চুলার আঁচ কমিয়ে আরো পাঁচ মিনিট রেখে দিয়েছি,পাঁচ মিনিট পরে ধনেপাতা দিয়ে রান্না শেষ করেছি, হয়ে গেল আমার মজার রুই মাছের লাউ তরকারি।

71903AE4-2BB6-44FB-BE7D-9CD7ECE49DF6.jpeg

2AAD5586-4A83-46DA-8930-322022530487.jpeg

A36CF467-B008-447F-8342-440691F61021.jpeg

AF1403DE-8B25-4C2E-AE51-33DF91DE3482.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

রেসিপিটি খুব সুন্দর বানিয়েছেন আপু।লাউ একটি ঠান্ডা জাতীয় সবজি।ধন্যবাদ আপু।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ আপু।

রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে। আপনার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ।

 3 years ago 

আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

 3 years ago 

রেসিপি টি খুবই ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ আপুমনি।

 3 years ago 

আপুর তৈরী রেসিপি সবসময় খুব সুন্দর হয়। দেখেই বোঝা যাচ্ছে খুব স্বাদের হয়েছিলো। খুব সুন্দর । শুভেচ্ছা রইলো আপু।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জেনে খুশি হলাম আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43