অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে এবং আবার পি সি আর টেস্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আমরা সহি সালামতে ইংল্যান্ড এ পৌঁছে গিয়েছি।১১ ঘন্টার দীর্ঘ বোরিং জার্নির পরে অবশেষে পৌঁছালাম ।মাত্র ৪ সপ্তাহ কাটিয়েছি বাংলাদেশ এ , কিছুতেই যেন মন ভরে না।আরো কিছুদিন থাকতে পারতাম কিন্ত বাচ্চাদের স্কুলের কারনে এই অল্প সময়ের মাঝেই ফিরে এলাম। জুলাই মাসে ৬ সপ্তাহের মত স্কুল বন্ধ থাকে , আরো কিছুদিন অতিরিক্ত ছুটি নেয়া যায়, সবসময় জুলাই মাসেই যাওয়া হয়। কিন্ত হাসবেন্ড এর জরুরি কাজের জন্য ডিসেম্বরে গিয়েছিলাম।

BE2A6692-3D92-4A47-BEC7-188E3985EAB5.jpeg

6221C36D-7C6D-4E1A-B2CE-7222ABE733A9.jpeg

1E4D8011-AE63-4EC4-BAF3-745220B19D28.jpeg

বিমান থেকে কিছু ফটোগ্রাফি

এখানে আসার পর মোটামুটি আমরা সকলে ভালই আছি, একটু ভয়ে ভয়ে ছিলাম বাচ্চাদেরকে নিয়ে কারন বড় একটি আবহাওয়া চেঞ্জ হয়েছে। বাংলাদেশে ঠান্ডা একেবারেই কম, লাষ্ট সপ্তাহে ঠান্ডা ছিলই না বলে চলে, ফ্যান ছাড়তে হয়েছিল।কিন্ত এখানকার আবহাওয়া একেবারেই ঠান্ডা, ১ ডিগ্রী হতে -৩ ডিগ্রী এর মধ্যে রয়েছে।টেনশনে ছিলাম স্কুলে দিতে পারব কিনা? যাই হোক ওরা ভালই আছে, আগামীকাল স্কুলে যাচ্ছে।এমনিতেই অনেকগুলো দিন মিস হয়ে গিয়েছে স্কুলের ।

এবার আসছি পি সি আর টেস্টে। যাওয়ার সময় যেমন পি সি আর টেস্ট করতে হয় ঠিক তেমনি আসার পর আবারও পি সি আর টেস্ট করতে হয় করোনার কারনে। অবশ্য যাওয়ার সময় অনেক টেনশনে ছিলাম কারন যাওয়ার একদিন আগে টেস্ট করতে হয়েছিল, যদি পজিটিভ আসত তাহলে যাওয়া ক্যানসেল হয়ে যেত কিন্তু এখন আর তেমন কোন ভয় ছিল না। যদিও এটি বাধ্যতামূলক ছিল কারন ইংল্যান্ডে আসার জন্য বাংলাদেশ এয়ারপোর্টে পি সি আর টেস্টের এপোয়েন্টমেন্ট এর ডেকুমেন্ট দেখাতে হয়েছিল, এটি না হলে হয়তবা আসাই বাতিল হয়ে যেত।

1EF58B50-EBBC-4C79-8F29-E2DFBFD0FE7C.jpeg

পিসি আর টেষ্ট হচ্ছে গাড়ীতে বসেই।

আজকে আমরা সকলেই গিয়েছিলাম টেস্টের জন্য, গাড়ী থেকে নামতেও হয়নি ॥গাড়ীর মাঝে বসে বসেই টেস্ট সম্পূর্ন এবং ১ ঘন্টা পরেই নেগেটিভ রিসাল্ট পেয়ে গেলাম।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ
@tangera.

Sort:  
 3 years ago 

যাক ভালো ভাবে পোছায়েছেন শুনে ভালো লাগলো আপু আর আমাদের সাথে মুহুর্ত টি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ছিল।আকাশে মেঘের ছবি।আপু ওখানে করোনা পরিস্তিতি মনে হয় মোটামোটি ভালো,তাই হয়ত স্কুল খোলা রেখে দিয়েছে।আর ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা থাকে।

 3 years ago 

খুবই ভালো লাগলো দেখে যে আপু আপনি সহিসালামতে ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন। আপনাদের টেস্টের রিপোর্টও ভালো এসেছে জেনে খুবই ভালো লাগলো। আপনি প্লেনে বসে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন তা দেখে মনটা ভরে গেল। শুভকামনা রইল আপনার এবং বাচ্চাদের জন্য।

 3 years ago 

দিদি সুস্থভাবে পরিবারসহ নিজের বাড়িতে পৌঁছে গেছেন এটা দেখে অনেক ভালো লাগছে। আর সব থেকে বড় খবর করোনা টেস্ট সব সময় নেগেটিভ এসেছে। এটা অনেক বড় একটা স্বস্তির মুহূর্ত।

 3 years ago 

সবথেকে বড় কথা হচ্ছে আপনি ভালোই ভালো সেখানে গিয়ে পৌছাইছেন। তাছা বিমান থেকে তোলা ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর হয়েছে আপু। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই আপনি ঠিকঠাকমতো এবং নিরাপদে পৌঁছে গেছেন এজন্য। আর প্লেন থেকে তোলা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে যেন মনে হচ্ছিল আপনি প্লেনের মধ্যে মেঘের রাজ্যে ভাসছেন। ধন্যবাদ আপনাকে কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। 🖤

 3 years ago 

নেগেটিভ রেজাল্ট এসেছে এই শুনে ভালো লাগলো।
সবাই ভালো আছেন এটাই আলহামদুলিল্লাহ।

 3 years ago 

আলহামদুলিল্লাহ ভালো ভাবে পৌঁছাতে পারছেন এই জন্য মহান আল্লাহ তাআলা কাছে শুকরিয়া।
আপনার ফটোশুট গুলো দারুন ছিল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58171.46
ETH 2472.55
USDT 1.00
SBD 2.42