কিছু কেনাকাটা এবং সাথে কিছু ফটোগ্রাফি , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমি আপনাদের ভাঝে হাজির হয়েছি কতগুলো ফটোগ্রাফি এবং আমার কিছু কেনাকাটা নিয়ে। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন যে আমাদের বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি চলছে, আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছে, আর আমরা ডিসেম্বরে যাচ্ছি। ইতিমধ্যেই কেনাকাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা।

61FB13FA-FF42-4323-8614-3A1C71C9F57A.jpeg

আসলে বাংলাদেশের যাওয়ার আগে কেনাকাটার অনেক ধুম পড়ে যায়, নিজেদের জন্য এবং আত্মীয়-স্বজনের জন্য কিছু টুকটাক করে কিনতে হয়। আমাদের দরকারি সব কেনাকাটা আমাদের লোকাল শপিং মল থেকেই কিনে ফেলেছিলাম। আসলে আমরা যে এলাকায় থাকি এই এলাকাটি পুরাই ইংলিশ এলাকা এখানে বাংলাদেশি কাপড়-চোপড় পাওয়া যায় না ।বাংলাদেশে যাওয়ার জন্য আমার কিছু দরকারী কাপড়-চোপড়ের দরকার হয়েছিল এ কারণে লন্ডনে গিয়েছিলাম শপিং করতে, সাথে আমার হাজবেন্ডও ছিল ।আমার এই এলাকা থেকে লন্ডন অনেক দূরে, প্রায় 50 মাইল দূর হবে। গাড়িতে গেলে 45 মিনিট লাগে, আর ট্রেনে গেলে প্রায় দেড় ঘণ্টার মতো সময় লাগে। আমরা ট্রেনে গিয়েছিলাম।

D36F565E-A21F-4705-84A8-C4CC2E9D762A.jpeg

ট্রেনের জন্য অপেক্ষা।

E5EFB244-A06B-4DBC-9E80-BBA8A105417E.jpeg

অবশেষে ট্রেন এসে গেল।

5ED221C6-5CEA-4371-A959-2C138DA88E2F.jpeg

ট্রেনের ভিতরের দৃশ্য।

1BE625A4-2CF9-41D3-A96D-336CCBC96841.jpeg

যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল।

E8BBEAF6-4472-4AD2-8AA8-408C06480513.jpeg

এটি আন্ডারগ্রাউন্ডে।

7EBA5CB4-6784-49B3-A6DA-F6234135C87F.jpeg

এটি আন্ডারগ্রাউন্ডে লন্ডন ব্রিজের নিচে।

50885385-DC16-4F67-BA6E-A744FA7DC9E0.jpeg

1ADB89E7-C006-43AE-ADF7-DE152121299F.jpeg

আন্ডারগ্রাউন্ড এ ট্রেন।

1967C862-72E7-4DED-B4AA-89D793F21799.jpeg

এটি ডিএলআর, ড্রাইভার ছাড়া ট্রেন।

7851F949-A7A5-49AE-A7D3-6C9556E27FC2.jpeg

ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্য।

এবার চলে গেলাম আমার পছন্দের বাঙালির শপিং এর জায়গা গ্রীন- স্ট্রীট। এই এলাকাটি মূলত বাঙালি এলাকা, এখানে বাংলাদেশের যাবতীয় কাপড়-চোপড়, ফলমূল, নানা রকমের মিষ্টি জাতীয় খাবার দ্রব্য পাওয়া যায়। আমার এখানে যাওয়ার উদ্দেশ্য ছিল কিছু ড্রেস কেনা, এখানে বাংলাদেশি অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তবে এখানে কোন বাংলাদেশী বড় শপিং মল নেই। ছোট ছোট অনেকগুলো দোকান রয়েছে। এখানে শুধু বাংলাদেশী লোকজন কেনাকাটা করে থাকে , ইংলিশ লোকজন খুব কমই দেখা যায় ।যখন রাস্তায় বের হবেন তখন মনে হবে আপনি যেন বাংলাদেশেই রয়েছেন।

1CB68B00-E8EE-4D71-89F3-2869675FA13D.jpeg

25D277B6-5E81-4535-928A-BF9668D05F3F.jpeg

39662C34-2291-4734-AC66-5DEAFEBDED0F.jpeg

4A5DAC06-7902-41A5-B6AE-B4F94E20110F.jpeg

D770A064-7E31-47E6-9D07-4D104850F7D6.jpeg

4A492176-C74F-4BAA-9929-EF08C8F16BEC.jpeg

গ্রীনস্ট্রীট এলাকার কিছু ফটোগ্রাফি।

আমার পছন্দের চারটি ড্রেস কিনে নিলাম, সাথে আরও কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা শেষে কিছু মিষ্টি কিনে নিলাম। এখানে নানা ধনের মিষ্টি রয়েছে ।আমার হাজবেন্ড ও বাচ্চার পছন্দের কিছু মিষ্টি কিনে নিলাম , রসগোল্লা ও রসমালাই ।তবে মিষ্টি আমার অতটা পছন্দ নয়, আমাদের এলাকায় এ ধরনের মিষ্টি পাওয়া যায় না, কারণ ইংলিশ লোকজন মিষ্টি খায় না, তারা অতটা চিনেওনা ।

অবশেষে কেনাকাটা শেষে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে।

Photographer@tangera
DeviceI phone 10 X max

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

সবমিলিয়ে জাস্ট অসাধারণ ছিল বিশেষ করে প্রতিটি ছবি ছিল দেখার মতো। সব বাঙ্গালীদের জন্য এত সুন্দর একটি আলাদা প্ল্যাটফর্ম রাখার জন্য সত্যিই তাদেরকে ধন্যবাদ ।কারন বাঙ্গালীদের পছন্দ সত্যিই একটু আলাদা হয়।

 3 years ago 

জি ভাইয়া শুধু বাঙ্গালীদের জন্যই নয়, সকল ethnicity লোকজনের জন্য এরকম প্ল্যাটফর্ম রয়েছে, অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মনে হল যে আমি যেন পুরো লন্ডন শহর টা একেবারে ঘুরে আসলাম।প্রত্যেকটা ফটোগ্রাফি খুব বেশি সুন্দর ছিল।আর আপনার বাংলাদেশে আসার খুশিতে আমরা সবাই অনেক খুশি।আশাকরি সেই আনন্দের দিনটি যেন খুব তাড়াতাড়ি চলে আসে।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। ভ্রমনের বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু করে বাস্তব চিত্র সবই আমাদের সাথে শেয়ার করেছেন।তবে খাবারের ছবি গুলো লোভনীয় ছিল 😋 অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ ভাইয়া আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং তার সাথে উপস্থাপনা গুলো। আর যাইহোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে যা বুঝতে পারলাম আপনি অনেক কেনাকাটা করেছেন। এবং খুব উপভোগ করেছেন আপনার কেনাকাটা করাটাকে। আপনার পোস্টটি পড়ে বোঝা যাচ্ছে আপনি বাংলাদেশের যাওয়ার জন্য কতটা এক্সাইটেড ছিলেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

তোমাকে অনেক ধন্যবাদ আপু আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য।

 3 years ago 

কিছু কেনাকাটা এবং সাথে কিছু ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু আর সাথে উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে আপু অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ অসাধারণ হয়েছে আপু। প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যে একটা জীবন্ত ছবি ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আমরা ইতিমধ্যে জেনে গেছি আপনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। দেশে ফিরে আসার পূর্বে আপনি লন্ডনের বাংলাদেশি মার্কেটে কিছু জিনিস কেনাকাটা করতে গিয়েছিলেন। মার্কেটে যাওয়ার সময় ট্রেনের ফটোগ্রাফিগুলো, আন্ডার গ্রাউন্ডের ফটোগ্রাফিগুলো আমার অনেক ভালো লেগেছে। আমার সবচেয়ে বেশি লেগেছে ড্রাইভার ছাড়া ট্রেনটি দেখে। লন্ডনে শেয়ার করা আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

খুব এক্সাইটেড একটা সময়, দেশে ফিরবো সাথে কেনাকাটার ধুম, সত্যিই অসাধারণ সেই মুহুর্ত টা। ফটোগ্রাফিগুলো দারুন ছিলো। ভালো লেগেছে ডি এল আর ড্রাইভার ছাড়া ট্রেন টি, ভাবলাম অনেক্ষন। কিভাবে চলে এটি,থামে কিভাবে এসব। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, আসলে ডি এল আর কম্পিউটারের সাহায্যে চালানো হয়, আমিও জানিনা কিভাবে করে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 60830.20
ETH 2393.05
USDT 1.00
SBD 2.63