বাচ্চাদের নতুন ক্লাসে প্রথম দিন

in আমার বাংলা ব্লগ11 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_7517.jpeg

টানা ছয় সপ্তাহ পর স্কুল খুলে গেল। জুলাইয়ের শেষের দিকে স্কুল বন্ধ হয় আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে স্কুল খুলে।এটি সবচেয়ে বড় স্কুল হলিডে।এছাড়া Christmas এর সময় যখন স্কুল বন্ধ হয় তখন চার সপ্তাহের জন্য বন্ধ থাকে।এছাড়া প্রতি দুই মাস পর পর স্কুল বন্ধ হয় তা কোন কোন সময় এক সপ্তাহ, কোন কোন সময় দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ বন্ধ থাকে।আর সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের সকল স্কুল,কলেজের নতুন ক্লাস শুরু হয়। অর্থাৎ বাংলাদেশে যেমন জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হয় আর এ দেশে সেপ্টেম্বর থেকে নতুন শুরু হয়। বড় মেয়ের স্কুল খুলেছে গতকাল আর ছোট মেয়ের স্কুল তার আগের দিন। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন তারা দুজনেই আগে একই স্কুলে ছিল কিন্তু এখন বড় মেয়ে হাই স্কুলে যাওয়াতে তার স্কুল চেঞ্জ হয়ে গিয়েছে। ছোট মেয়ে একাই যাচ্ছে স্কুলে। কিন্তু প্রবলেম হচ্ছে ছোট মেয়ের স্কুল ট্যাক্সি হঠাৎ করে ক্যান্সেল হয়ে গিয়েছে। এখন তাকে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে, যখন কোন সিট খালি হবে তখন সে পাবে। যদিও ট্যাক্সির জন্য পে করতে হয় তারপরও এই প্রবলেম। যাই হোক কি আর করা? ওয়েটিং করা ছাড়া আর কোন উপায় নেই।এখন বিশাল চাপ এসেছে দু’জনকে দুই স্কুলে আনা নেয়া করতে হচ্ছে। বড় মেয়ের স্কুল খুব বেশি দূরে নয় হেঁটে যাওয়া যায়। কিন্তু ছোট মেয়ের স্কুল তিন মাইলের ও বেশি দূর হবে, হেঁটে যাওয়া কখনোই সম্ভব নয়।তাই খুব কষ্ট হচ্ছে তাকে আনা নেয়া করতে। যদিও এখানে কাছে একটি স্কুল রয়েছে কিন্তু বড় মেয়ে ওই স্কুলে ছিল দেখে তাকেও দিয়েছিলাম সেই স্কুলে। কিন্তু এখন খুব বড় একটি প্রবলেম হয়ে গেল। ছোট মেয়েকে বলেছিলাম তাকে এখানকার এই স্কুলে ভর্তি করে দিব, কিন্তু সে কোন মতে রাজি হচ্ছে না। সে তার ফ্রেন্ডদেরকে হারাতে পারবে না, তাদের মিস করবে। তাই এখন আর কোন উপায় নেই, স্কুল ট্যাক্সির জন্য ওয়েট করছি।

প্রথম দিন দুজনেই খুবই এক্সাইটেড ছিল। ছোট মেয়ের নতুন ক্লাস, আর বড় মেয়ের নতুন স্কুল।

IMG_7449.jpeg

19E98975-2158-4C49-BA15-B928C505F024.jpeg

437413DD-A216-4831-9386-C77BD013F20E.jpeg

B02768CD-2DC6-4EBA-8047-77516F56EC83.jpeg

ফটো দেখেই বুঝতে পারছেন ছোট মেয়ে কত এক্সাইটেড ছিল!

DE17B1B1-5672-478D-830F-962FCA520269.jpeg

IMG_7480.jpeg

IMG_7484.jpeg

IMG_7482.jpeg

IMG_7483.jpeg

স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। একটু নার্ভাস লাগছে, নতুন স্কুল!

অনেক বড় স্কুল, এক হাজারের উপরে হবে স্টুডেন্টের সংখ্যা। একটা জিনিস খুবই ভালো লেগেছে, ওই স্কুলে দুই তিনজন বাংলাদেশী টিচার রয়েছে।আমার মেয়ের ক্লাস টিচার ও বাংলাদেশী।তার নাম হচ্ছে মিঃ কালাম। আমার মেয়ের সাথে টিচার কথাও বলেছে এবং জিজ্ঞাসা করেছে সে কোন দেশের? লন্ডনের বিভিন্ন স্কুলগুলোতে বাংলাদেশী অনেক টিচার রয়েছে কিন্তু আমাদের এই এলাকায় ইংলিশদের বসবাস বেশি তাই বাঙালি টিচার এবং স্টুডেন্ট নেই বললেই চলে। অবশ্য আমার মেয়ে তার দুই কাজিনকে পেয়েছে এই স্কুলে। আমার ভাসুরের দুই ছেলে ও এই স্কুলে পড়ে।

অবশেষে দুজনেই খুব আনন্দের সাথে স্কুল শেষ করে বাসায় ফিরে। বড় মেয়েকে দেখলাম স্কুল থেকে অনেক কিছুই পেয়েছে ফ্রীতে। একটি ব্যাগ, পেন্সিল কেস যার মধ্যে দরকারী সব কিছুই আছে,পানির বোতল ও একটি সাইনটিফিক ক্যালকুলেটর পেয়েছে। যদিও আমি এ সকল আইটেম আগে থেকেই কিনে রেখেছিলাম।এখন সবকিছু ডাবল হলো।

IMG_7488.jpeg

IMG_7489.jpeg

স্কুল থেকে এগুলো দেয়া হয়েছে।

IMG_7486.jpeg

আমার এই ছোট্ট মেয়েটি এখন কত বড় হয়ে গিয়েছে। হাই স্কুলে যাচ্ছে। সবাই দোয়া করবেন ওর জন্য।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

স্কুলে ১০০০ এর বেশি স্টুডেন্ট তাহলে তো অনেক তাছাড়া আপনার মেয়ের ক্লাস টিচার একজন বাংলাদেশী সেক্ষেত্রে একটু বাড়তি সুবিধা পাবে। দীর্ঘ ছয় সপ্তাহ পরে নতুন স্কুলে যাওয়া নিয়ে অনেকটাই নার্ভাস ফিল হচ্ছে ওদের। আসলে নতুন জায়গায় হুট করে নিজেকে সেট করে নেয়া যায় না। যাইহোক দুজনের জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

স্কুল হলিডে শেষ হলো।মেয়েরা দুজন দু স্কুলে গেলো।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষন ভালো লাগলো আপু।বড় মেয়ের নতুন স্কুল।সেখানে গিয়ে ২ জন কাজিনকে পেলো।আবার বাংলাদেশী টিচার।আশাকরি নতুন স্কুলের জার্নিটা মেয়ের ভালো ই কাটবে।স্কুল থেকে বেশকিছু গিফট ও পেয়েছে।দোয়া করি মেয়ে দুজন আপনার মুখ উজ্জ্বল করবে।অনেক ভালো থাকবেন আপু পরিবারের সবাই কে নিয়ে।শুভকামনা রইলো আপনার জন্য।

 11 months ago 

বড় মেয়ের নতুন স্কুল, নতুন টিচার আর সেই সাথে ভালো ভালো কিছু গিফট। সবকিছু মিলিয়ে বড় মেয়ের নতুন স্কুল ভালোই হবে মনে হচেছ। আবার দেখি নতুন স্কুলে বাংলাদেশী শিক্ষকও আছে। এছাড়া নতুন স্কুলে দুজন কাজিন পেয়ে তো বড় মেযে মনে হচেছ বেশ খুশিও হয়েছে। সব মিলিয়ে বেশ ভালো অনুভূতি শেয়ার করলেন আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45