বাংলাদেশে যাওয়া নিয়ে একটি অনিশ্চয়তা, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা অনেকেই জানেন আমরা বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমার হাজব্যান্ড দেড় মাস আগেই চলে গিয়েছে বাংলাদেশে। আর মাত্র এক সপ্তাহ আছে, এই মাসের ১১ তারিখে আমাদের ফ্লাইট। কিন্তু এখনো ১০০ পার্সেন্ট শিউর হতে পারছি না, একটি অনিশ্চয়তা কাজ করছে। প্রবলেম হচ্ছে নতুন ভাইরাস অমিক্রণ। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ইংল্যান্ডে, প্রায় ৭০ জনের মতো শনাক্ত হয়েছে এই নতুন ভাইরাসে আক্রান্ত রোগী। এই এক সপ্তাহের মাঝে নতুন কোন রুলস দাঁড় করিয়ে না দেয় এই দেশের সরকার সেই টেনশনে আছি। তাছাড়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে বাংলাদেশেও কোন পরিবর্তন আসতে পারে ইংল্যান্ডের যাত্রীদেরকে নিয়ে। ইন্ডিয়াতে এখন নতুন সিস্টেম করেছে, ইংল্যান্ড থেকে যেসকল লোকজন যাবে তাদেরকে হোটেলে ১৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা যাচ্ছি মাত্র চার সপ্তাহের জন্য, এখন যদি দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকি তাহলে গিয়ে তো কোনো লাভ হবে না।

তারপর আরেকটি প্রবলেম হচ্ছে পিসিআর টেস্ট। এই টেস্টের রেজাল্ট নেগেটিভ আসতে হবে যা যাওয়ার দুদিন আগে করতে হয়। পরিবারের কোন একজন সদস্যের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। এই দু তিন দিন ধরে শরীরটা একটু ভালো না, সর্দি ও কাশি লেগে রয়েছে আমাদের ফ্যামিলির সকলেরই, এর জন্য অনেকটা ভয়ে রয়েছি। তাছাড়া সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই টেস্টের রেজাল্ট কখনো কখনো ভুলও আসে। এই তো কয়েক মাস আগে আমাদের এলাকার এক বাংলাদেশির দেশে যাওয়ার কথা ছিল, তিনি পি সি আর টেস্ট করে তার রেজাল্ট পজিটিভ পান, পরে তার আর যাওয়া হয়নি। এরপর তিনি আবার টেস্ট করেন, তখন উনার রেজাল্ট নেগেটিভ আসে কিন্তু তখন আর কোন লাভ নেই, সুতরাং এটি অনেক বড় একটি ভয়।

B45E42FF-B217-4D77-A911-438E1EB65465.jpeg

5213C144-7A91-4424-9915-664755F8850F.jpeg

64423C9B-4F7B-4BAC-A1A8-CC78B9E4E273.jpeg

বাংলাদেশে যাওয়ার জন্য গোছগাছ চলছে।

যাইহোক শত অনিশ্চয়তার মাঝেও আমরা আমাদের প্ল্যান মত কাজ করে চলেছি। মোটামুটি সবকিছু রেডি। আমরা সকলেই এক্সাইটেড, বিশেষ করে বাচ্চারা, কারন অনেকদিন পরে বাংলাদেশে যাচ্ছি আর তাদের বাবাও বাংলাদেশে রয়েছে। মোটামুটি সবকিছুই ঠিকঠাক থাকলে, আল্লাহ যদি চান তাহলে আমরা যেতে পারব। আর যদি নাও যেতে পারি তাহলে সবর করে বসে থাকবো, কারণ এটি আল্লাহরই ইচ্ছা, আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। আমাদের সকলেরই উচিত সকল সময় তার উপর সন্তুষ্ট থাকা, কারণ বিপদ-আপদ দিয়েই তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন।

বন্ধুরা এটি ছিল আজকের আয়োজন, আমাদের জন্য সকলেই দোয়া করবেন আমরা যেন সকল বিপদ আপদ কেটে সহিসালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি।

অনেক ধন্যবাদ,
@tangera

Sort:  

ইনশাল্লাহ আপনারা সহিসালামতে বাংলাদেশে এসে পৌছাতে পারবেন,যতই হোক যেহেতু নতুন ভাইরাসের প্রাদুর্ভাব যেহেতু একটু বাড়ছে আপনার সবাই একটু সাবধানে থাকবেন। দোয়া ও শুভকামনা রইলো আপনাদের প্রতি।

 3 years ago 

দোয়া রইল আপু ভালোভাবে যেন বাংলাদেশে পৌছাতে পারেনা। নতুন ভাইরাস ওমিক্রন বাংলাদেশ দেখা গেছে। এটা আর ইংল্যান্ডে 70 জন আক্রান্ত তো অনেক হয়ে গেছে। অনেক সমস্যায় পড়ে গেলেন তাহলে। সকলকে হেফাজত করুক

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অনেক চিন্তায় আছি, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু বেশ জটিল একটি সমস্যায় পড়েছেন। অনেক দিন আগে থেকেই আপনার বাংলাদেশে আসার কথা শুনছি। স্বাভাবিকভাবেই আপনারা অনেক এক্সাইটেড ছিলেন। কিন্তু আবার সেই করোনার নতুন ভ‍্যারিয়েন্ট ওমিক্রন। কী আর করার আপু এসবে তো আর মানুষের কোনো হাত নেই। তবে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন। তিনি অবশ‍্যই ভালো কিছু করবেন যা আপনাদের জন্য কল‍্যাণকর।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
আপনাদের দেশে আসার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে বসে আছি। আশা করি আল্লাহ চাইলে কোনো সমস্যা হবে না। আপনি খুব ভালোমতো দেশে এসে ঘুরে যেতে পারবেন। আপনাদের প্লান সব ঠিকঠাক রাখুন, বাকিটা আল্লাহর ইচ্ছা। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই নতুন ভাইরাস অমিক্রণ কারণে অনেক ফ্লাইটই বাতিল হওয়ার সম্ভাবনা আছে। আমার অনেক আত্মীয় আছে যারা বাংলাদেশে আসা নিয়ে অনেক অনিশ্চিয়তা আছেন। সরকার কখন কোন সিদ্ধান্ত গ্রহণ করেন তা বুঝে ওঠা দায়।
যাই হোক, দোয়া করি যাতে ঠিকঠাকমতো বাংলাদেশে আসতে পারেন। আর আপনার বাংলাদেশে আসা নিয়েও আমরা ও আপনার মত অনেক এক্সাইটেড।

 3 years ago (edited)

কি বলব ভাইয়া আপনাকে, জুলাই মাসে আমাদের বাংলাদেশে যাওয়ার কথা ছিল, ওই সময়ের ছয় সপ্তাহের জন্য স্কুল ছুটি থাকে। করোনার ভয়াবহতার কারণে তা ক্যান্সেল হয়ে যায়। তারপর আবার প্ল্যান করি ডিসেম্বরে,জানিনা শেষ পর্যন্ত কি হবে? ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

নিজের দেশে আসতে পারার মতো আনন্দ আর কি হতে পারে। দোয়া রইলো আপনাদের প্রতি। আপনারা যেন সহি সালামতে বাংলাদেশে পৌঁছাতে পারেন। সেইসঙ্গে সাবধানে থাকবেন, আশা করি পিসিআর টেস্টে উতরে যেতে পারবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার পোস্টটি পড়ে বাংলাদেশে আসার তীব্র আকাঙ্ক্ষা জানতে পারলাম। আমি আশা করি আপনি নিজ ভূমিতে আসতে পারবেন। আর যেহেতু করোনাভাইরাস এর নতুন রূপ অমিক্রণ দ্রুত ছড়াচ্ছে। তাই অবশ্যই সাবধানতার সাথে থাকবেন। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো।

 3 years ago 

অমিক্রন এর কারণে সবাই এখন হতেই খুব ভীত হয়ে আছে৷ আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সুস্থভাবে যেন দেশে ফিরতে পারেন।

 3 years ago 

ইন শা আল্লাহ সুস্থ শরীরে দেশে আসতে পারবেন। আল্লাহ ভরসা। না আসতে পারলেও ধৈর্য হারা হওয়া যাবে না। শুভকামনা রইল ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59705.02
ETH 2619.44
USDT 1.00
SBD 2.39