ছোট্ট পরিসরে আমার বড় মেয়ের বার্থডে উদযাপন

in আমার বাংলা ব্লগ10 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_9603.jpeg

আজ আমার বড় মেয়ের বার্থডে ছিল। যদিও কোন পার্টি ছিল না, জাস্ট ঘরোয়াভাবে একটি কেক কেটে আমরা এবং ভাসুরের ফ্যামিলি মিলে ছোট্ট করে অনুষ্ঠানটি সেরে ফেললাম।আর সাথে ছিল আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। যদিও আমি এই বার্থডে করার পক্ষে নই, কিন্তু কি আর করা বাচ্চাদের সন্তুষ্টির জন্য ছোট্ট পরিসরে একটু আয়োজন করি প্রতি বছর।এদেশে বার্থডে কে সকলে একটু অন্যভাবে দেখে।ছোট বড় সকলেই খুবই এক্সাইটেড থাকে এই দিনটি পালন নিয়ে। আর বাচ্চারদের কথা তো আরও ভিন্ন, তারা প্রায় ৫-৬ মাস আগে থেকে তাদের বার্থডে কাউন্ট করতে থাকে আর কতদিন বাকি রয়েছে। শুধুমাত্র তাদের এক্সাইটেড এর জন্যই এই আয়োজনটি করা।আপনাদের হয়তো অনেকেরই মনে আছে একটি পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওর জন্য একটি iphone ফিফটিন প্লাস কিনেছি গিফট করার জন্য। ফোনটি আজকে তার হাতে তুলে দিলাম। খুবই এক্সাইটেড ছিল সে ফোন টি পেয়ে।

IMG_9597.jpeg

IMG_9600.jpeg

কোন ডেকোরেশনও করা হয়নি। কারণ সকালে উঠেই রান্না বান্না করে দ্রুত চলে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে। আর এদিকে ওর বাবা গিয়েছিল শপে কেক ও তার ফেভারিট বেলুন আনতে।এদিকে কেক আনতে গিয়ে ঘটে যায় বড় একটি প্রবলেম। যেহেতু সে Crawley শপিং সেন্টারে গিয়েছিল তাই কেকের সাথে অন্যান্য টুকিটাকি কিছু জিনিস অর্ডার করেছিলাম। বেশ কিছু জিনিসপত্র হয়ে গিয়েছিল, তাই সবগুলো একত্রে আনতে গিয়ে কেকটি একেবারে নষ্ট হয়ে যায়। তার বাবার মনটা খুবই খারাপ হয়ে যায়। এরপর আমার কাছে ফোন করে কেকের কথা বলে।আমারও খুব কষ্ট লাগে। এরপর পরে যখন আবার ফোন দেই তখন সে বলে “আমি এখন কেকের দোকানে, কেকটি ঠিক করে ফেলেছি।” শুনে অনেক শান্তি পেলাম। কেকটি নিয়ে সে দোকানে গিয়েছিল এবং বলেছিল কেকটা ঠিক করে দেওয়া যায় কিনা? এ জন্য যত টাকা পে করতে হয় সে করবে। এরপর তারা কেকটি ঠিক করে দিল, কিন্তু তারা একটি পয়সাও নেয়নি। কেকটি আবার পূর্বের মতো বানিয়ে দিয়েছিল তারা।

IMG_9602.jpeg

IMG_9620.jpeg

বোঝাই যাচ্ছে না যে কেকটি আগে নষ্ট হয়ে গিয়েছিল।

IMG_9622.jpeg

তার চেহারা দেখেই বুঝতে পেরছেন যে কত খুশি হয়েছে ফোনটি পেয়ে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

প্রথমেই মামণিকে জন্মদিনের শুভেচ্ছা।
এর আগে একটি পোস্টে আইফোন কেনার কথা উল্লেখ করেছিলেন আর জন্মদিনে সেটা হাতে পেয়ে গিয়েছে মামনি। দোকানদারের মধ্যে মানবিকতা আছে কেকটি নষ্ট হয়ে যাওয়ার পরে আবার তারা কোন অর্থ ছাড়াই ঠিক করে দিয়েছে। যাইহোক মামণির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া দোকানদার চাইলে এর জন্য আরও অর্থ দাবী করতে পারত। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 10 months ago 

প্রথমে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপু। বার্থডে সেলিব্রেট করা আমারও তেমন একটা পছন্দ না। তবে এটা ঠিক বাচ্চারা এই দিনটির জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। দিনটি ছোট্ট পরিসরে সেলিব্রেট করেছেন আপনারা। তবে কেকের কথাটা শুনে খুব খারাপ লাগলো। অবশ্য পরে বোঝাই যাচ্ছে না যে কেকটি নষ্ট হয়ে গিয়েছিল। iphone ফিফটিন প্লাস উপহার পেয়ে তো অনেক খুশি সে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 10 months ago 

আপু প্রথমে আমি জানাই আমাদের মামনিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে জন্মদিন মানে প্রত্যেকটা ছোট ছেলে মেয়েদের মনের মাঝে এক আনন্দের অনুভূতির ছোঁয়া থেকে যায়। ছোট্ট পরিসরে জন্মদিনের আয়োজন করেছিলেন জেনে বেশ ভালো লাগলো। জন্মদিন উপলক্ষে আজকে আপনি iphone ফিফটিন প্লাস গিফট করেছেন জানতে পেরে বেশ ভালো লাগলো। ঠিক বলেছেন আপু আপনি ফোনটি পেয়ে বেশ খুশি হয়েছে আমাদের মামনি দেখে মনে হচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 10 months ago 

আসলেই চেহারায় দারুণ চঞ্চলতা এবং উচ্ছ্বলতা বুঝা যাচ্ছে, উপহারটা বেশ কাংখিত ছিলো মনে হচ্ছে। যাইহোক, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং তার সাথে সাথে অনেক অনেক দোয়া রইল, ভবিষ্যতের সফলতা এবং উজ্‌জ্বলতার জন্য। শুভ জন্মদিন আরিশা।

 10 months ago 

জ্বী ভাইয়া চেহারার মধ্যেই ফুটে উঠেছে সে কতটা আনন্দিত হয়েছে মোবাইলটি পেয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 10 months ago 

মেয়ে তো দেখছি আই ফোন পেয়ে বেশ খুশি। আমার নিজেরও কিন্তু খুশি খুশি লাগছে। শুভ কামনা রইল আপু আপনার মেয়ের জন্য। তবে ছোট পরিসরে হলেও কিন্তু দারুন ছিল আপনার জন্মদিনের অনুষ্ঠানটি। বিশেষ করে কেক দেখে কিন্তু আমার ও বেশ খেতে মনে চাইছে। সব মিলিয়ে দারুন হয়েছে জন্মদিনের অনুষ্ঠানটি।

 10 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 10 months ago 

প্রথমেই আপনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ আপু আপনার মেয়ের জন্য আইফোন কেনার পোস্টটি পড়েছিলাম। আসলে কেকটি দেখে মনে হচ্ছে না নষ্ট হয়ে গিয়েছিল। কেক নষ্ট হয়ে যাওয়ার পর ঠিক করে দেওয়ার জন্য কোনো টাকা নিলো না, এটা বেশ ভালো লেগেছে। আমাদের দেশে হলে তো অবশ্যই টাকা নিতো। যাইহোক জন্মদিন পালন করার পক্ষপাতিত্ব আমিও করি না। কিন্তু বাধ্য হয়ে বাচ্চাদের খুশির জন্য অনেক সময় অবশ্যই জন্মদিন পালন করতে হয়। যাইহোক ঘরোয়া ভাবে তাহলে জন্মদিন পালন করা হয়ে গেল। পোস্টটি দেখে খুব ভালো লাগলো আপু। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54147.93
ETH 2274.31
USDT 1.00
SBD 2.35