ব্রাইটন সমদ্র সৈকতে সকলে মিলে ছোটখাট একটি পিকনিক।।পর্ব : ৫
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি ব্রাইটন সমুদ্র সৈকতে সকলে মিলে পিকনিকের ৫ম পর্ব নিয়ে। যেহেতু আমার আগের মোবাইলটি হারিয়ে ফেলেছি তাই আপাতত কোন ফটো নেই ব্রাইটন সমুদ্র সৈকতের। কিন্তু google phototo তে এই ফটেগুলো পেয়েছি।তা না হলে এই সুন্দর এই castle এর ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। হ্যাঁ বন্ধুরা ব্রাইটন সমুদ্র সৈকতের পাশে চমৎকার এই castle এর ফটোগ্রাফি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা গত পর্বে আপনাদেরকে বলেছিলাম শেয়ার করার কথা।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
যেহেতু সমুদ্র পাড়ে অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলাম তাই সেখানে যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভালোভাবে ফটোগ্রাফিগুলো করতে পারিনি। আসলেই জায়গাটি খুবই চমৎকার। দিনের বেলায় গেলে আরো ভালোভাবে ঘুরে দেখতে পারতাম। এর আগে কখনো এখানে যাওয়া হয়নি, এই ফাস্ট টাইম আমরা সকলে মিলে সেখানে গিয়েছিলাম। খুবই নিরিবিলি ছিল এই জায়গাটি।মানুষজন নেই বললেই চলে, কারণ সন্ধ্যা লেগে গিয়েছিল। এ কারণে মানুষের অতটা ভিড় ছিল না।
এই ক্যাসেল কিন্তু ভাড়া দেওয়া হয়। বার্থডে পার্টি, বিয়ের অনুষ্ঠান সহ নানান ধরনের অনুষ্ঠানগুলো এখানে সম্পন্ন হয়। এক্ষেত্রে অনেক আগে থেকেই বুকিং দিতে হয়। এখানে যে এত চমৎকার একটি ক্যাসেল রয়েছে তা আমাদের জানা ছিল না। আমার হাজবেন্ডের খালাতো বোন তিনি আমাদেরকে এই ক্যাসল এর সন্ধান দিলেন। এর আগেও তিনি এখানে এসেছিলেন। তাই আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছিলেন ক্যাসেলটি দেখানোর জন্য।
আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে ক্যাসেলটি।আগামী পর্বে এর শেষ পর্ব নিয়ে হাজির হবো। আর সেখানে থাকবে ক্যাসেল থেকে আমাদের ফেরার পথের চমৎকার কিছু ফটোগ্রাফি।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
ব্রাইটন সমদ্র সৈকতে আপনাদের ছোটখাট পিকনিকের পঞ্চম পর্বটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে castle এর ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। মনে হচ্ছে একটি স্বপ্নের জায়গা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গত পর্বে পড়েছি আপনার ফোন টা হারিয়ে গিয়েছে ৷ যা হোক আপু আপনার পোষ্ট আমি মিস করি না ৷ কারন আপনার পোষ্ট পরলে অনেক কিছু জানতে পারি ৷ যা হোক পুরো পরিবার নিয়ে ব্রাইটন সমদ্র সৈকতে সকলে মিলে দারুন একটি সময় অতিবাহিত করেছেন ৷ সাথে ফটোগ্রাফ গুলো ছিল দেখার মতো ৷
অসংখ্য ধন্যবাদ আপু এমন দারুন একটি ব্লগ তুলে ধরার জন্য ৷ ভালো থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷
জেনে অনেক ভালো লাগলো যে আপনি আমার পোস্টগুলো মিস করেন না, ধন্যবাদ আপনাকে।
আসলে মোবাইল হারালে বেশ ঝামেলা, অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যায়।যাই হোক গুগল ফটোতে ছবিগুলো ছিলো তা না হলে এত এত সুন্দর ছবি দেখতে পারতাম না।সব মিলিয়ে ভালো ছিলো।ধন্যবাদ
ভাগ্যিস গুগল ফটোসে ফটোগ্রাফি গুলো পেয়েছিলেন,নয়তোবা আমরা এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি মিস করতাম। যাইহোক ক্যাসেলটি তো আসলেই খুব সুন্দর। এমন জায়গায় সময় কাটাতে দারুণ লাগে। ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন আপু। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমারও অনেক ভালো লাগলো পোস্টটি আপনি উপভোগ করেছেন জেনে।
ক্যাসেলটি আসলেই অনেক সুন্দর। ভাইয়ার খালাতো বোন সন্ধান না দিলে তো এত সুন্দর একটি জায়গা আপনাদের মিস হয়ে যেত। তাছাড়া গুগল ফটোগ্রাফিতে ফটোগ্রাফিগুলো ছিল জন্য সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে পারলাম। এত সুন্দর একটি পরিবেশে সবাই মিলে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। খুব ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
google phototo এর মাধ্যমে এই সুন্দর ছবিগুলো পেয়ে গিয়েছিলেন জেনে ভালো লাগলো আপু। তবে জায়গাটি কিন্তু সত্যি অনেক সুন্দর। সবার সাথে প্রথমবার এখানে ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। সন্ধ্যাবেলায় গিয়েছিলেন বলেই এতটা নিরিবিলি ছিল মনে হচ্ছে। জায়গাটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।
তোমাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।