আমার কবিতা, “ আজ সকালের ফুল” 10% beneficiary to @shy -fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে সুন্দর মিষ্টি একটি কবিতা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যদিও কবিতা তে আমি এতটা দক্ষ নই, তারপরও মাঝে মাঝে একটু চেষ্টা করি,আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

9002F04A-E561-4ABD-8FCC-74C62AF26DF4.jpeg

Copyright free image

আজ সকালের ফুল

আজ সকালের ফুলগুলি,

আমায় বড় বেশি মুগ্ধ করেছে।

আমি নিতান্তই একজন ফুল পাগলি,
ফুটন্ত ফুল বা কলি দেখলে আর তর সয়না।
মন ব্যাকুল হয়ে পড়ে কাছে যেতে,
ছুঁয়ে দেখতে, ধরতে, ঘ্রাণ নিতে।

মনে হয় আজকের সকালটা একটু ব্যতিক্রম,
শিশির ভেঁজা ঘাস,
আর দূর আকাশের ঝলকানি,
দেখে মনে হয় হাতছানি দিয়ে ডাকে
কাছে এসো,আরো কাছে হে আত্মহারা,
নীরব আহবানে ঘরে নাহি রহিতে চাই।
ছুঁটে চলে যেতে চায় স্বাধীনচেতা মন।

যে কারো কুসুম কোমল হৃদয় কে নাড়া দিতে পারে,
এ যেন এক মিষ্টি আবেশ ছড়িয়ে ছিটিয়ে আছে
প্রতিটি শাখায় প্রশাখায়,
নব উদ্যমে পল্লবে পল্লবে।
যেন মহান স্রষ্টার অপরূপ সৃষ্টি তুলনাবিহীন দান।
শত ব্যস্ততা আর ভিড়ের মাঝে ফুল বিক্রেতা কিশোরীর মত
প্রকৃতিও যেন ডেকে বলছে ফুল নেবেন গো ফুল হরেক রকমের ফুল

ঘুম ভাঙ্গা সকালে দখিনা হাওয়ায় দুলছে গাছের পাতা
এরই মাঝে মোর দুলছে তনুমন, সাথে এলোকেশ।
শীতল নরম হাওয়ায় শিহরিত দেহ।
ঘাসগুলো যেন শিশির জলে করে নিচ্ছে স্নান।
পৃথিবী তার স্বলাজ হাসিতে ছড়িয়ে দিয়েছে স্নিগ্ধতা,
এ যেন প্রকৃতি আর মানবকূলের এক মহা মিলন মেলা।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনি খুবই চমৎকার একটা কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে আজ সকালের ফুল নিয়ে চমৎকার ভাবে কবিতা লিখেছেন। অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার কবিতা পড়ে বুঝতে পারলাম ফুল আপনার খুবই পছন্দের। যেটা আমারও খুবই পছন্দের ফুলের সৌন্দর্য তা উপভোগ করতে সবাই পছন্দ করে। আপনার কবিতার ছন্দময় গল্প অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফুল কার না ভালো লাগে বলুন? আমরা সকলেই তো ফুলের প্রেমিক, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ঘুম ভাঙ্গা সকালে দখিনা হাওয়ায় দুলছে গাছের পাতা
এরই মাঝে মোর দুলছে তনুমন, সাথে এলোকেশ।

আসলেই যেনো তাই,ঘুম ভাঙ্গা সকালে গাছের পাতা দুললে আলাদা এক শান্তি লাগে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমাকে কবিতা টি পড়ার জন্য।

 2 years ago 

যে কারো কুসুম কোমল হৃদয় কে নাড়া দিতে পারে,
এ যেন এক মিষ্টি আবেশ ছড়িয়ে ছিটিয়ে আছে
প্রতিটি শাখায় প্রশাখায়,
নব উদ্যমে পল্লবে পল্লবে।

আপনার কবিতাটি পড়ে বেশ ভাল লেগেছে। তবে বিশেষ করে উপরের লাইন গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কাল্পনিক দৃষ্টির আবেগি মন নিয়ে কবিতাটি আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

মনে হয় আজকের সকালটা একটু ব্যতিক্রম,
শিশির ভেঁজা ঘাস,
আর দূর আকাশের ঝলকানি,
দেখে মনে হয় হাতছানি দিয়ে ডাকে
কাছে এসো,আরো কাছে হে আত্মহারা,
নীরব আহবানে ঘরে নাহি রহিতে চাই।
ছুঁটে চলে যেতে চায় স্বাধীনচেতা মন।

বিশেষ করে কবিতার এই চরণগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

দারুন দারুন করে পঙতি গুলো সাজিয়ে ফুল পাগলির ভুমিকায় অবতীর্ণ করেছেন নিজেকে। অনেক ভাল উপহার ছিল সবার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74