বাচ্চাদের সাথে শপিং এবং কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটিতে বাচ্চাদের সাথে কেনাকাটায় ব্যস্ত ছিলাম। কেন জানি কেনাকাটা শুনলে আমার খুব বিরক্ত লাগে, মোটেও পছন্দ করিনা শপিং করতে। কিন্তু বাচ্চারা শপিংয়ের কথা শুনলেই খুবই খুশি হয়ে যায়, অনেক এক্সাইটেড থাকে। নরমালি, আমরা যখন শপিং করি তখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর যাই, কিন্তু এখন স্কুল বন্ধ হওয়ার কারণে তাদেরকে নিয়েই যেতে হয়েছে। মূলত তাদের কারণেই শপিং এ যাওয়া, তাদের কিছু খাবার-দাবার, স্কুলের জন্য দরকারি কিছু জিনিসপত্র, আর আমার ঘরের নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি। সেপ্টেম্বর থেকে তাদের নতুন ক্লাস শুরু হয় তাই তাদের জন্য দরকার হয়েছিল স্কুলড্রেস, স্কুল ব্যাগ লাঞ্চ ব্যাগ, পানির বোতল, জুতাসহ আরো নানান ধরনের কেনা কাটা। এর জন্য চলে গিয়েছিলাম টেসকো শপিং সেন্টারে যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ যাবতীয় জিনিসপত্র একসাথে কেনা সম্ভব।

4CABC09C-6248-41C3-BA2C-75FCE3A40F5C.jpeg

শপিং সেন্টার টি আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, মাত্র দুই মাইল হবে। স্কুল হলিডে থাকার জন্য আমরা সপ্তাহের প্রতি বুধবার লন্ডনের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান গুলো ঘুরে দেখছি, এ কারণে যাব যাব করে সময় করতে পারছিলাম না। তাই আজকে হঠাৎ করে ডিসিশন নেই শপিং করতে যাব। বেলা এক টার সময় বের হয়ে যাই এবং চারটার সময় ঘরে ফিরি। চলুন তাহলে উপভোগ করা যাক শপিংমল থেকে আমরা কি কি কেনাকাটা করলাম এবং শপিং মলের কিছু দৃশ্য।

38FB723F-DB9C-4306-A0ED-F42CE69537EF.jpeg

খুবই এক্সাইটেড দেখুন, ট্রলি নিয়ে এগিয়ে যাচ্ছে।

FF7E80A3-C38A-44AD-948B-F9896135E500.jpeg

EAFF6947-4956-4963-9B7D-8C817880E867.jpeg

62C21EF2-982E-4C89-BF08-35F699255949.jpeg

এটি ফ্রুটস এবং ভেজিটেবলস সেকশন।

01DF9AC8-DC90-4355-A6F1-D33C083C1167.jpeg

B657431E-7D8A-4E67-87B4-989BFE2E1D1A.jpeg

ফ্লাওয়ার সেকশন।

97BD193E-8CF9-4958-B001-90ADBB3C2BA7.jpeg

আমার অতি পছন্দের লিচু পেয়ে গেলাম।

796B3250-D43E-4A5F-8A89-A85B5C440E45.jpeg

চেরি ফল যা খেয়ে জাম ফলের স্বাদ মেটাই। অনেক টেস্টি একটি ফল।

0174FB83-F8A7-415C-AF8B-7086A287B8FC.jpeg

এটি কুচকুচ, মনে আছে অনেক আগে একটি রেসিপি দিয়েছিলাম?

52A25086-B901-4640-9F7A-7BC40A5EACA2.jpeg

99EA1C16-49E2-4489-9C35-BC2F46176C4D.jpeg

কেনাকাটা শেষ, ট্রলি ভরে ফেলেছে।

2955F19C-3A5D-4902-94D5-C2BF4204BE19.jpeg

53D4CB17-4F40-480F-9839-14907C9A71C1.jpeg

কেনাকাটা শেষ, বিল হয়েছে 317 পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 42,000 টাকার মতো। বিল একটু বেশি হয়ে গিয়েছে, বাজেট ছিল 250 পাউন্ডের মধ্যে শেষ করব। যাইহোক শপিংয়ে গেলে মাথা ঠিক থাকেনা, এটা ওটা দেখে কিনতে কিনতে বিল অনেক বেশি হয়ে যায়। কখনোই বাজেট মত কেনা হয় না, তারপর আবার আজকে বাচ্চারা ছিল সাথে, তাদের পছন্দমতো করে কিনেছে।

what3words address:

https://w3w.co/likes.talents.drank

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপু বাচ্চাদের জন্য তো বিশাল মার্কেট করেছেন দেখলাম। হ্যাঁ বাচ্চারা যখন কোথাও বাইরের বেড়াতে যাওয়ার কথা শুনে কিংবা মার্কেটের কথা শুনে তারা খুব এক্সাইটেড থাকে। আপনার আনন্দঘন সময় দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু এভাবেই কাটুক আপনার জীবনের প্রতিটি দিন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সুন্দরভাবে কিছু ব্যস্ত সময় কাটিয়েছেন বাচ্চাদের সাথে।দেখে ভালো লাগলো।আসলে এইটা ঠিক যে,একটা নির্দিষ্ট বাজেটে কেনাকাটা কখনো হয়ে ওঠেনা।বাজেট ক্রস হয়েই যায়।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমার সব সময় বাজেট ক্রস হয়ে যায়।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

চেরী ফল খেয়ে জাম ফলের স্বাদ মেটাই কথাটা বেশ দারুণ লাগল। আপনাদের ওখানে কী জাম পাওয়ায় যায় না। বাচ্চাদের নিয়ে দারুণ সময় কাটিয়েছেন শপিংমলে। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

যে শপিং সেন্টারে গিয়েছিলাম সেটি একটি ইংলিশ শপিং সেন্টার,এ কারণে জাম ওখানে পাওয়া যায় না। তবে বাঙালি, ইন্ডিয়ান অথবা পাকিস্তানি শপগুলোতে হয়তো পাওয়া যেতে পারে। যদিও আমি এদেশে কখনো জাম খেয়ে দেখিনি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মেয়েদেরকে ট্রলিহাতে বেশ ভালো লাগছে। দেখছি খুব সুন্দর লিচু, চেরি ফল পেয়ে গেলেন। সবকিছু কেনাকাটা করতে করতে দেখছি অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আসলেই ঠিক বলেছেন কিনতে গেলে টাকার কথা মাথায় থাকে না। শপিং করার মুহূর্তগুলো বেশ ভালই লাগলো।

 2 years ago 

ওগুলো লিচু ছিল না, শুধু চেরি ফল ছিল। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

স্কুল হলিডে থাকার কারণে বেশ কয়েক জায়গায় ঘুরতে পারছেন। আসলেই পড়ালেখার কারণে বেশি একটা কোথাও বের হওয়া যায় না বাচ্চাদের নিয়ে। তবে এখন কেনাকাটা করতে গিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। বাচ্চাদের জন্য দেখছি অনেক কিছুই কিনেছেন বাচ্চারাও অনেক খুশি দেখেই বুঝতে পারছি।

 2 years ago 

জি আপু বাচ্চারা শপিং করতে খুবই ভালোবাসে, নাম শুনলেই অস্থির হয়ে যায় কখন যাবে? অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

বাচ্চাদের সাথে নিয়ে শপিং করার মুহূর্তটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে। আপনার ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলে সত্যিই শপিং করার মুহূর্তে অনেক আনন্দের হয়।

 2 years ago 

আমার কাছে কিন্তু শপিং করা মোটেও আনন্দের নয়, খুবই বিরক্তিকর। কিন্তু বাচ্চারা খুব ইনজয় করে।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

এটি কুচকুচ, মনে আছে অনেক আগে একটি রেসিপি দিয়েছিলাম?

কুচকুচ এই নামটি এর আগে কখনো শুনিনি আপু। আপনার শেয়ার করার রেসিপি হয়তো আমি দেখিনি। জানিনা এই রেসিপি খেতে কেমন। তবে যাই হোক আপনি আপনার বাচ্চাদের নিয়ে শপিং করেছেন এবং তাদের পছন্দের জিনিস গুলো কিনেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সময় নির্দিষ্ট বাজেটের মধ্যে শপিং করা সম্ভব হয় না। কারণ পছন্দের জিনিস কিনতে কিনতে কখন যে বাজেট পার হয়ে যায় সেটা বোঝা যায় না। যাইহোক আপু আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।😍😍

 2 years ago 

ঠিক আছে আপু আপনার জন্য আবার রেসিপিটা তৈরি করে দেখাবো। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু কেনাকাটার ফটোগ্রাফি ও শপিং করার ব্যস্ত সময় পার করার দৃশ্য পট দেখে ।আপনার বাচ্চাদের স্কুলে যাওয়ার প্রস্তুতি স্বর ূপ অনেক কিছুই কিনেছেন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো আপনার ভালো লেগেছে জেনে, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি যে বলেন আপু শপিং করতে ভালো লাগে না আপনার? আর আমি তো খুঁজে খুঁজে বের করি কিছু কেনার আছে নাকি। শপিংয়ে যেতে আমার কাছে ভালই লাগে। অনেক কিছু শপিং করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর ঠিকই বলেছেন বাজারে গেলে কোন কিছু বাজেট এর মধ্যে হয় না। সব সময় বাজেটের থেকে বেশি হয়।

 2 years ago 

আমার শপিং করা মোটেও পছন্দের নয়, তারপর বাধ্য হয়ে যাই, অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

বাচ্চাদের সাথে শপিং করার মুহূর্তে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর এই ফটোগ্রাফ দেখেই বোঝা যাচ্ছে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। চমৎকারভাবে আমাদের মত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68859.42
ETH 2732.07
USDT 1.00
SBD 2.73