আমার ছোট মেয়ের বার্থডে এর ঘরোয়া পার্টি, সাথে কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারাদিন অনেক ব্যস্ততার মাঝে দিনটি কাটিয়েছি, কারণ আমার ছোট মেয়ের জন্মদিন ছিল আজ। যদিও জন্মদিন পালন করা আমি এতটা পছন্দ করি না কিন্তু কি আর করা? এই দেশের পরিবেশ, পরিস্থিতি সবকিছু বাধ্যকরে, তখন না করে আর বসে থাকা যায়না। এদেশের ছেলে-বুড়ো সকলেরই বার্থডে অনেক ধুমধামের সাথে করা হয়।তারা এই দিনটিকে বিশেষভাবে সেলিব্রেশন করে।এদের থেকেই বাচ্চারা শেখে, তখন তারাও খুব এক্সাইটেড থাকে কবে আসবে সেই দিনটি? এক মাস আগে থেকেই কাউন্টডাউন শুরু করে দেয়, তখন বাধ্য হয়ে সামান্য কিছু আয়োজন করি বাচ্চা কে খুশি করার জন্য। সবসময়ই ছোট্ট করে ঘরোয়া একটি পার্টি করি যেখানে থাকে মাত্র দুটি পরিবার, আমরা আর আমার ভাসুরের পরিবার ।যদিও আরেক ভাসুর এখান থেকে অনেক দূরে থাকেন তাই তার আসা সম্ভব হয়না। আজকের ওয়েদার অনেকটা ভালো ছিল, তাই আমাদের পার্টিটা গার্ডেনেই সেরে ফেললাম। আজকের পার্টি তে উপভোগ করার কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে।

5153E9F4-B6D8-49D2-AF5F-B532868A7003.jpeg

সকাল থেকেই ঘরদোর গুছিয়ে দুপুরের খাবারের আয়োজন এ লেগে যাই। যদিও আগের দিন কিছু খাবারের আয়োজন করে রাখি, তা না হলে একদিনে বেশি প্রেসার পড়ে যায়।বাংলাদেশের মতো এখানে তো হেল্প করার মত কেউ থাকে না, সব কাজ নিজেকেই করতে হয়। যথাসময়ে সব কাজ সেরে ফেলি এরপর গার্ডেনে যাই বার্থডে পার্টির ডেকোরেশন করতে। কারণ বার্থডে সেলিব্রেশন আমরা বাগানে করেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে বেলুন দিয়ে সামান্য একটু ডেকোরেশন করি গার্ডেনে। এরপর গেস্ট আসলে দুপুরে লাঞ্চ শেষ করে সবাই চলে যাই গার্ডেনে কেক কাটতে।

68AEFD2D-F4CC-464F-AB81-043B165D97A4.jpeg

99D29EAB-D457-4311-885B-4494CE9C4A0B.jpeg

AFCBD63D-82A1-4B83-980E-EC45EDD1DCEE.jpeg

731BC042-0E20-4ED0-BF76-3214A4840184.jpeg

D6CF7407-9085-4BA1-A87A-5CBA26D8CC9E.jpeg

C03E63CB-4814-497D-9343-D960EE898994.jpeg

EC2CD7D9-EBC1-478B-9360-29CD5AC52678.jpeg

7DF3D33F-D4A4-48BE-A16D-302C10D70838.jpeg

93646634-9EE5-4DB0-9A7B-5608FE17A5FD.jpeg

57E0C435-A90F-4AEB-AD71-68025C228264.jpeg

এরপর কেক কেটে কিছুক্ষণ আনন্দ উল্লাস করে ঘরে এসে বার্থডের সেই কাঙ্খিত গিফটের বক্স গুলো খুলতে থাকে। মোটেও যেন তর সইছিল না কখন বক্সগুলো খুলবে। খুবই এক্সাইটেড ছিল বক্সগুলো খোলার জন্য। এরপর একে একে সবগুলো বক্স খুলে উপভোগ করতে থাকে তাদের আনন্দময় দিনটি।

9C3066A7-4BB9-458F-9B51-3FFA820535E4.jpeg

1C48B1B1-1800-4F48-BC19-7E8E73ED76C0.jpeg

C5BF4F99-461A-448B-A4C4-ABF87C861734.jpeg

ABB0B7E0-2CB0-4734-85A7-B3D80F922B4F.jpeg

এবার বক্সগুলো খোলার পালা। সবগুলো গিফট তাদের পছন্দ অনুযায়ী কেনা হয়েছিল। সবগুলো অনলাইনে আগে থেকেই অর্ডার করে আনা হয়েছিল, আর কিছু গিফট তাদের চাচা দিয়েছিল।

A7B8BCEE-C427-4BF8-B865-C5980E712F99.jpeg

3D011984-E919-4E9F-A1D5-589D38E9B738.jpeg

0142D529-4820-4B92-9A1A-3004222C841F.jpeg

DD0FC619-3D5D-4A11-B935-5D619D221692.jpeg

9787B97E-858E-44DB-B3B2-AE13D0A1696D.jpeg

D42830C8-C9BE-415C-A6FD-78B9308B6595.jpeg

1F124D90-DCCC-4065-AE3F-7F2C38F02784.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

রিহা মামুনিকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। প্রতিটি মানুষের কাছে তার জন্মদিন অত্যান্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলো আপনার ছোট মেয়ের জন্মদিনের আয়োজন দেখে। বিশেষ করে কেকটা আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ আপু, আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

কেকটি দেখতেও যেমন সুন্দর ছিল খেতেও অনেক মজার ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ! দারুণ ডেকোরেশন করেছেন তো, খুব দারুণ লাগছে দেখতে সত্যি। আপনাদের আইডিয়া এবং দক্ষতা বেশ ভালো, ডেকোরেশন দেখেই বুঝা যাচ্ছে। কেকটা কিন্তু আমার লোভ বাড়িয়ে দিয়েছে, খেতেও মন চাইছে। ওরে বাবা! কত সুন্দর সুন্দর গিফট, কাছে থাকলেও আমিও ভাগ বসাতাম হি হি হি। যাইহোক, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল মা-মনির জন্য।

 2 years ago 

সত্যিই জেনে খুবই ভালো লাগলো আমাদের ডেকোরেশন টা আপনার ভালো লেগেছে, আর কেকটা সত্যিই খুবই মজার ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

রিহা মামুনির জন্য অনেক অনেক শুভ কামনা রইল,অনেক বড় হোক এবং মানুষের সেবায় নিয়োজিত হোক এই দোয়া রইল।
জন্মদিন উপলক্ষে অনেক অনেক গিফট পেয়েছে, আমরা দূর থেকে কিছু দিতে পারলাম না, তাই দোয়া দিয়ে দিলাম ভালো থেকো।

 2 years ago 

গিফট দেয়া থেকে দোয়া অনেক বড় জিনিস, অনেক ভালো লাগলো ভাইয়া আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

প্রথমে আপনার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাই ।শুভ জন্মদিন। আপনার নিজের বাগানের খুব সুন্দর ভাবে জন্মদিনের আয়োজন করেছেন। জন্মদিনে সবাই খুব খুশি থাকে এ দিনটা সবার জন্য খুবই স্পেশাল। আমার খুবই ভালো লাগছে সে এই দিনে অনেক অনেক গিফট পেয়েছে। ওকে দেখতেও অনেক হ্যাপি লাগছে। তাকে দেওয়া গিফট গুলো অনেক সুন্দর দেখে খুবই ভালো লাগছে। তবে যেহেতু জন্মদিন উপলক্ষে আমার দেওয়ার কিছু নেই তবে তার জন্য প্রাণভরে দোয়া রইল সে অবশ্যই আপনার মত ভাল মানুষ হবে এবং তার ভবিষ্যৎ জীবন অনেক উজ্জ্বল হবে সেই কামনা করছি।

 2 years ago 

আপু এই মাত্র জানতে পেরেছি আপনার আজকে শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা রইল।আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

হ্যাপি বার্থডে রিহামনি খুব সুন্দর করে জন্মদিনের পার্টি সেলিব্রেশন করেছেন দেখে অনেক ভালো লাগলো ।বিশেষ করে বাগানে করার কারণে অন্য রকম লেগেছে আমার কাছে। প্রত্যেকটা খেলনাই অনেক বেশি সুন্দর ছিল ।আসলেই বাচ্চাদের এই আনন্দটা দেখার মত হয় খুব ভালো লাগে তখন করতে না চাইলে শুধুমাত্র বাচ্চাদের খুশির জন্য করা হয় অনেক ভালো লাগলো প্রত্যেকটা ছবি ।

 2 years ago 

অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু প্রথমে আপনার ছোট মেয়ে রিহা মনির জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ওর আগামী দিনগুলো খুব ভালো কাটবে এবং তার ভবিষ্যৎ জীবনে সফল হবে। খুব সুন্দর করে ঘরোয়া ভাবে আপনি একটি পার্টির আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো। ছোট্ট একটা পার্টিতে আপনার মেয়ের গিফট পুরো ঘর ভরে গেল। অনেক কিছু পেয়েছে দেখে খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু আপনার মেয়ের জন্মদিনের সেলিব্রেশন এর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার এবং আপনার মেয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ছোট মেয়ে রিয়া মনির জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমাদের ধর্মীয় বিবেচনায় কেক কেটে জন্মদিনের উৎসব পালন করা ঠিক নয়। কিন্তু বাচ্চারা সেই বিধি-নিষেধের তোয়াক্কা করে না। তাই তাদের ইচ্ছার মূল্যায়ন করতে গিয়ে স্বল্প পরিসরে হলেও কিছু আয়োজন করতে হয়। যাইহোক রিহা মনি পরিবারের সকলকে কাছে পেয়ে তার বার্থডে উদযাপন করতে পেরেছে বিধায় তাকে অনেক আনন্দিত মনে হচ্ছে। আর জন্মদিনে এতসব উপহার পেয়ে কার না ভালো লাগে। রিহা মনির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

কাল ই দেখেছিলাম পোস্টটি।তবে আইফোন হাতে থাকার কারণে কমেন্ট করতে পারিনি।অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইলো বার্থডে গার্ল এর জন্যে

 2 years ago 

এই আইফোনের যন্ত্রণা আমারও আছে, খুবই কষ্টদায়ক ব্যাপার। অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথম আপু ছোট সোনামনিকে জন্মদিনের শুভেচ্ছা। সব সময়ই ভালো থাকুক এই প্রত্যাশা করি।আসলে আমার ও জন্মদিন পালন করতে ভালো লাগে না।আসলেই পরিবেশ পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে।যাই হোক ভালো ছিলো।ধন্যবাদ আপু

 2 years ago 

ঠিক বলেছেন আপু পরিবেশ-পরিস্থিতি আসলেই অনেক কিছু করতে বাধ্য করে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

প্রথমেই ছোট বাবুকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় হোক এবং একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠুক এই আশীর্বাদ করছি। খুব সুন্দর একটা ঘড়োয়া আয়োজন ছিল আপু। অনেক ভালো লাগলো। কেক টাও মিষ্টি ছিল বেশ। আর বার্থডে গিফট গুলো এক কথায় অসাধারণ। বাবুর মনটা নিশ্চয় আনন্দে ভরে গেছে 🥰🥰😊

 2 years ago 

জি ভাইয়া খুশি তো হবেই, এই গিফটের জন্যই তো বার্থডে করার জন্য অস্থির হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32