আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১৪ -০৫-২৩
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে আজ আবার অনেক দিন পর এ্যাক্টিভ ও সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।শুধু মাত্র দাদার বিবেচনায় ভেরিফাইড ইউজার থেকে @payelb কে এই লিস্টে আনা হয়েছে।যেহেতু তিনি এ সপ্তাহে সুপার এ্যাক্টিভ লিস্ট এ নেই, তাই shy-fox থেকে তিনি ১ টি মাত্র সাপোর্ট পাবেন।।
সময়কাল : ০৮ মে ২০২৩ থেকে ১৪ মে ২০২৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৫ মে ২০২৩ থেকে ২১ মে ২০২৩.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@payelb/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR




আপু আপনি অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। নিঃসন্দেহে আপনার এই কাজটি অত্যন্ত প্রশংসামূলক একটি কাজ। আপনার এই রিপোর্টটি পড়ে সুবিধা বঞ্চিত ইউজারগণ নিশ্চয়ই তাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে অনেক অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পাবে।
সাই-ফক্স সবসময় কোয়ালিটি পোস্টে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তবুও যদি সেই সাপোর্ট থেকে কেউ বঞ্চিত হয়ে যায়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারণ সুবিধাবঞ্চিত ইউজারদের খুঁজে বের করে সাপোর্ট দেওয়া হয়। এর চেয়ে ভালো উদ্যোগ আর কি হতে পারে। আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে সবকিছু সম্ভব হচ্ছে আপু। যাইহোক প্রতিনিয়ত এই চমৎকার কাজটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার জন্য শুভকামনা রইল।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সাই-ফক্স নিয়মিত ভালো ভালো কন্টেন্ট গুলো বেছে বেছে তার কিউরেশন প্রদান করে থাকে। তবে যদি এই কিউরেশন হতে কেউ বঞ্চিত হয় তাহলে আপনার তীক্ষন্ন পর্যবেক্ষন তার সে অধিকার ফিরিয়ে দিতে সহায়তা করে থাকে। আপনার ধৈর্য্য আর পরিশ্রমের ফলেই এত বড় একটি কাজ বেশ সহজে করা সম্ভব হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপু।
প্রতি সপ্তাহে আপনার এই পোষ্টের মাধ্যমে সুবিধা বঞ্চিত ইউজারদের সম্পর্কে জানতে পারি আর সবাই কমবেশি সাপোর্ট পাচ্ছে সেটিও জানতে পারি। আজকে ইইনএক্টিভ লিস্ট থেকে একজনকে সাইফক্স এর আন্ডারে আনা হয়েছে যেটা দেখে আসলেই অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দরভাবে রিপোর্টটা আমাদের সামনে তুলে ধরার জন্য।
আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্টটি দেখলে অনেক ভালো লাগে কাজ করে। এই রিপোর্টের মাধ্যমে অন্তত কেউ সুবিধা বঞ্চিত হলে থাকে সুবিধার আওতায় আনা হয়।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ইউজার সঠিক সাপোর্ট পাচ্ছে এটা আমরা সব সময় দেখে আসতেছি ৷ এরপরও যাদের মিচ করে যাচ্ছে তাদের খুজে বের করে আপনি সাপোর্ট এর ব্যবস্থা করে দিচ্ছেন , এটা সত্যিই অনেক ভালো লাগার বিষয় ৷যাই হোক পরের সপ্তাহে শুধু পায়েল দিদি একটা সাপোর্ট পাবে জেনে ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপু...
এই সপ্তাহে মাত্র একজন কম সাপোর্ট পেয়েছে । আপনার উদ্যোগে যারা সাপোর্ট বিহীন থাকে তারাও সাপোর্ট পাচ্ছে সত্যিই এটা অনেক বড় পাওয়া।
এ সপ্তাহেও কোনো সুবিধা বঞ্চিত ইউজার পাওয়া যায়নি। এর মানেই হচ্ছে আমাদের কমিউনিটিতে সবাই সুন্দর ভাবে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এটা একমাত্র আমাদের দাদার জন্যই সম্ভব হয়েছে। দাদা দারুণ কাজ করেন। আপনাকেও ধন্যবাদ আপু। অনেক কষ্ট করে এই রিপোর্ট তৈরি করেন আপনি।