শেখ রাসেল পার্কে ঘোরাঘুরি, শেষ পর্ব , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে শেখ রাসেল পার্কের একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম, আজকে এসেছি তার শেষ পর্ব নিয়ে। বাচ্চাদের নিয়ে খুব ইনজয় করেছিলাম, সাথে ছিল আমার ভাই বোন। এই পার্কটি দুটি ভাগে বিভক্ত, একটি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডস, অন্যটি হচ্ছে এনিমেল সেকশন যা মূলত বাচ্চাদের জন্য তৈরি। গত পর্বে আপনাদেরকে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস দেখিয়েছিলাম আর আজকে দেখাব অ্যানিমেল সেকশনটি, আশা করি আপনাদের ভালো লাগবে।

এখানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে ।এরপর প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা ভাবে পেমেন্ট করতে হবে, অবশ্য এনিমেল সেকশনের জন্য কোন পেমেন্ট করতে হবে না। এনিমেল সেকশনটি খুব একটি বড় এলাকা জুড়ে নিয়ে তৈরী গঠিত নয়, অল্প একটু পরিসরে মোটামুটি ভালই আয়োজন রয়েছে। এখানে রয়েছে হরিণ, বানর, খরগোশ, ময়ূর, উট পাখি এবং আরও নানান জাতের পশুপাখি। আসলে পার্কটি অনেক সুন্দর, আপনারা যারা ফরিদপুর ও এর কাছাকাছি রয়েছেন তারা একবার ঘুরে দেখবেন আশা করি ভালো লাগবে।

652EF537-0AAB-449D-961F-E210AA099F7E.jpeg

2B5A9624-36A0-4904-8BED-AA4C8E39DFC1.jpeg

2FBFC7AE-96F2-44BB-8317-ED629A5587E6.jpeg

286519CC-07F3-453F-975A-11A489F85514.jpeg

4661D485-4A36-4DDF-AB6B-FBCE04612327.jpeg

9D8C5E35-4E46-4403-92BF-4C486543A4E7.jpeg

07E84729-DC89-4F4E-8D8E-653616972347.jpeg

6BA43F0C-448A-4C42-8F74-AD3760D38978.jpeg

2713F69D-57D5-4F64-98F9-C9582FA3E710.jpeg

D237BBDA-1B9D-4C9D-B8B2-5908FF27260B.jpeg

DE0FF50A-924D-4755-9A60-FFACF7B57F63.jpeg

A9CD400E-29CC-43AF-B0CE-FC351012D4BE.jpeg

4F550F9A-85A2-4EF3-95F9-D00CA3EAB3B0.jpeg

D54F1CE9-7681-47CB-8DB8-811802733047.jpeg

F74F2A38-ACBA-4C3C-9A5E-02D2C2E548BF.jpeg

what3words address.

https://w3w.co/breezes.auctioned.curls

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার ফরিদপুরের ঘোরাঘুরি করা শেষ স্থান, সময় স্বল্পতার কারণে আর কোথাও বের হওয়া সম্ভব হয়নি। বর্তমানে এখন সিলেটে অবস্থান করছি।১৪ তারিখে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন মেন্টালি প্রিপারেশন নিচ্ছি ইংল্যান্ডে যাওয়ার জন্য।

এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ
@tangera

Sort:  
 3 years ago 

আপনার পোষ্টটি পড়ে মনে হচ্ছে শেখ রাসেল পার্কে খুবই আনন্দের সাথে সময়টুকু কাটিয়েছেন এবং উপভোগ করেছেন। আপনার পোস্টে শেখ রাসেল পার্ক এর বিভিন্ন ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। হরিণ এবং বানরের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 3 years ago 

আপু,ফরিদপুরের এই পার্কটি দেখেই খুব ভালো লাগতেছে,কারণ বাচ্চাদের জন্য এখানেএত আয়োজন করা হয়েছে। তার সাথে জায়গাটা খুব সুন্দরও দেখাচ্ছে। বাচ্চাদের মনের প্রশান্তির জন্য এটি একটি অসাধারণ জায়গা।ভালো লাগলো আপু আপনার এই পোস্ট পড়ে।

 3 years ago 

আপু শেখ রাসেল পার্কে অনেক সুন্দর সময় কাটিয়েছেন সব গুলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

শেখ রাসেল পার্কে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। আপনি বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এটা জেনে অনেক ভালো লাগলো। এবার আপনার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে এটা জেনে মনটা খারাপ হয়ে গেল। তবে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এই কামনা করছি আপু।

খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

পার্কের যে দৃশ্য সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে চারপাশে বেশ সবুজে ঘেরা। ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটানোর উপযুক্ত জায়গা। বেশ ভালো লাগলো আর আপনার সময়টা ভালোই কেটেছে দেখছি। যাইহোক কয়দিন পরেই অনেক দূরের পথ পাড়ি দিতে হবে । অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58194.53
ETH 2364.50
USDT 1.00
SBD 2.37