পার্কে বাচ্চাদের সাথে কিছু মুহূর্ত, সাথে রয়েছে কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।গতকাল বাচ্চাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছি, সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখন বাচ্চাদের স্কুল হলিডে চলছে, এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রয়েছে। ঘরে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিল, তাই একটু ঘুরিয়ে নিয়ে আসলাম আমাদের স্থানীয় একটি পার্ক হতে।

প্রায় এক সপ্তাহ ধরে এদেশের আবহাওয়া খুবই খারাপ, থেমে থেমে শুধু বৃষ্টি হচ্ছে, সাথে প্রচন্ড বাতাস বয়ে চলছে। ঘর থেকে বের হওয়া যাচ্ছেনা।গতকাল ওয়েদার একটু ভাল ছিল, কিন্ত বাতাস ছিল, যদিও এতটা ঠান্ডা ছিলনা তাই বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম।এই পার্কটি আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়, প্রায় দেড় থেকে দুই মাইল দূরে হবে। হেঁটে হেঁটেই চলে গেলাম পার্কে আমি আর আমার দুই মেয়ে। পার্কটি খুব বড় নয়, ছোট একটি পরিসর নিয়ে গঠিত, কিন্তু বাচ্চাদের জন্য একেবারেই পার্ফেক্ট। ছোট বেলা থেকেই এই পার্কটির সাথে তারা জড়িত, প্রায়ই যাওয়া হয় সেখানে। খুব উপভোগ করে তারা।

7F49514F-C0EA-4EBC-9BB1-42CB105AA700.jpeg

FEF96438-C039-4C88-9654-4EEAF615F616.jpeg

পার্কে ঢুকার রাস্তা।

E3D31967-C121-4C71-9F53-C402BBEB822D.jpeg

7C10CE37-2E86-4BCE-9EDF-D0E100F1CDC8.jpeg

B571A3D7-E687-4044-82A4-CF8BDD70CE40.jpeg

545B0EA1-B9CA-4ADD-882A-00753CF65AD3.jpeg

AB98AE71-AD93-40B7-8C3A-23C496893FF3.jpeg

6B10ABD8-5371-490F-A88D-01629B88BB90.jpeg

0066AD00-85D7-486A-AF9A-2DE67EBF05B8.jpeg

65E0A4E1-CAA5-458A-A7B4-77800BD56800.jpeg

4A8D66AF-6B59-4FC3-AACE-7115665DD73B.jpeg

D252D140-BE08-4979-890D-6388E19805CD.jpeg

A433A3F5-4111-496C-91B9-CFC7FBFE443E.jpeg

A7892867-402B-4AE9-A2EC-85BCB5EF247E.jpeg

দেখুন সারা রাত বৃষ্টি হয়েছিল, এখনো মাঠে পানি জমে রয়েছে। তখনো মেঘলা মেঘলা ছিল আকাশ, মনে হচ্ছিল এখনি বৃষ্টি নেমে আসবে।

3407CEA4-C3D4-4950-81CE-DCABCDDFD57B.jpeg

46A9918B-FB5A-40D3-9DD6-4EB59A2DFFB8.jpeg

F084FB4F-0D1C-409E-A9F4-F756A3FE6070.jpeg

what3words address.

https://w3w.co/decks.candy.spoke

অবশেষে কিছুটা সময় কাটানোর পর ফিরে এলাম, ফেরার সময় যেটি না হলেই নয়, সেটি হচ্ছে আমার আর বাচ্চাদের অতি পছন্দের চিকেন ফ্রাই আর চিপস।

B2FCC00A-6737-43EF-A7E3-25E7BDCEC8BE.jpeg

599DEA6F-C821-41D8-B487-AE51AD00A85F.jpeg

চিকেন ফ্রাই আর চিপস।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,
@tangera

Sort:  

আপনি সময় টা দারুন উপভোগ করেছেন। অনেক সুন্দর কেটেছে আপনার সময় টি।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

প্রায় এক সপ্তাহ ধরে এদেশের আবহাওয়া খুবই খারাপ, থেমে থেমে শুধু বৃষ্টি হচ্ছে!

বাংলাদেশেও কিছুদিন আগে এমন পরিবেশ ছিলো। এমন পরিবেশ অনেক সময় বিব্রতকর পপরিস্থিতিতে ফেলে। যাইহোক, স্কুল ছুটি তাই বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে গেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে মাঝে মাঝে পার্কে গেলে ভালোই লাগে। আমি রমনা পার্কে যাই মাঝে মাঝে।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খোলা মেলা জায়গায় সুন্দর মুহূর্ত উপভোগ করতে খুবই ভালো লাগে। হলিডে উপলক্ষে বাচ্চাকে নিয়ে সুন্দর মুহূর্ত পার করলেন পার্কে।আপু বাংলাদেশেও কয়েক দিন আগে থেমে বৃষ্টি হয়ছিল আর ঝড়ো বাতাস বাইরে যেতে খুব কষ্ট হতো।আপনার সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে পার্কের মধ্যে আপনার বাচ্চাদের সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপু। মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে এরকম একাকী নিরিবিলি সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে। আপনার এই কাটানোর সুন্দর মুহূর্ত গুলোর ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 
ছবি দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর। আর ছবিগুলো অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। লন্ডনের এক খন্ড সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। ছুটির দিনে কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এরকম সুন্দর একটা জায়গায় ঘোরাঘুরি করতে আসলে খুবই ভালো লাগে। আপনি তো ঘুরা ঘুরির পাশাপাশি অনেক সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করেন এদের। আপনার যেমন বাচ্চাদের সাথে পুরোপুরি করতে ভাল লেগেছে আমারও আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। সবমিলিয়ে একেবারে অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

ইংল্যান্ডের পরিষ্কার-পরিচ্ছন্ন স্বচ্ছ পরিবেশ দেখেতে খুব ভালো লাগে। পার্কটিতে গিয়ে সোনামনিরা বেশ ইনজয় করছে তা দেখেই বুঝা যাচ্ছে।

 2 years ago 

একদম সত্য কথা ইংল্যান্ড আসলেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একারনেই ইংল্যান্ড অনেক ভাল লাগে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিকেন ফ্রাই আর চিপস আমার ও বেশ পছন্দ কিন্তু।ওয়েদারটি দেখতে কিন্তু দারুণ লাগছে।তবে সবার পোশাক দেখে বুঝাই যাচ্ছে যে আবহাওয়ার অবস্থা বেশি একটা সুবিধার না।

 2 years ago 

ঠিক বলেছো , ওয়েদার মোটামুটি ছিল কিন্ত এর আগে এক সপ্তাহ ধরে আরও বেশি খারাপ ছিল। ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপনার ফটোকপি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শহরটা দেখতে খুবই সুন্দর। আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে দেখতে। গাছগুলোর মধ্যে যদি পাতা থাকতো তাহলে দেখতে খুবই চমৎকার দেখাতো। আপু ঐখানে কি গাছে পাতা হয়না? এতো অসম্ভব সুন্দর ছবি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া গাছে পাতা থাকবেনা কেন? অবশ্যই থাকে এ সময় প্রচন্ড শীত পড়ে তাই সব গাছের পাতা ঝড়ে যায়, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

মাঝে মাঝে বাচ্চাদের পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসলে মনটা ভালো হয়ে যায়। আপনাদের এখানকার পার্কে দেখা যাচ্ছে মা আছে যারা বাচ্চা নিয়ে আসে এখানে। পার্কের পরিবেশটা ভালো লেগেছে। খোলা মাঠের নিচে বাচ্চারা খেলা করছে। তবে আপু পার্কের নামটিই জানা হলোনা বলবেন প্লিজ।

 2 years ago 

পার্কটির নাম হচ্ছে হর্লি পার্ক, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60811.28
ETH 3369.34
USDT 1.00
SBD 2.48