দশটি ফুলের আলোকচিত্র মেলা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম , সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার কতগুলো ফুলের আলোকচিত্র শেয়ার করার জন্য। এই তো আর মাত্র একটা মাস ,এক মাস পরে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে , তখন আর ফুলের দেখা মিলবে না কারণ প্রচন্ড ঠান্ডায় গাছগুলো বেঁচে থাকতে পারেনা । তখন সকলের বাগানগুলো শূন্য হয়ে পড়ে থাকবে ,কোন ফুলের আর দেখা মিলবেনা। তাই এই সময়ে আমরা সকলেই ফুলের সৌন্দর্য উপভোগ করি ।

আজকে আমি আপনাদের সাথে নতুন কতগুলো ফুলের আলোকচিত্র শেয়ার করতে যাচ্ছি। এর মধ্যে কিছু কিছু ফুল রয়েছে আমার বাগানের এবং কিছু কিছু রাস্তার পাশ থেকে তুলেছি ।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন উপভোগ করা যাক আমার আজকের আয়োজন

আলোকচিত্র : ১

A53875BE-EB81-4A30-9987-8B75D9504E10.jpeg

what3words address.
https://w3w.co/stump.ally.reply

এটি ক্লেমেটিস নামে পরিচিত, প্রতিবেশীর বাগান থেকে নেয়া হয়েছে। এই গাছটি লতার মত বেয়ে বেয়ে অনেক উপরে উঠতে পারে। এই ফুলটির রং আমার খুব ভালো লাগে , এর ভিতরে অংশটুকু সূর্যমুখী ফুলের মত।

আলোকচিত্র : ২

7DA788F2-AF1D-4331-B00D-4E528D66AD43.jpeg

what3words address.
https://w3w.co/stump.ally.reply

এটি আমার বাগানের অতি পছন্দের হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার, আস্তে আস্তে ফুল গুলো নষ্ট হয়ে যাচ্ছে ,যদিও এর আগে অনেকগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি।

আলোকচিত্র : ৩

2BF12FC9-222A-474B-A723-905D8EDF2C11.jpeg

what3words address.
https://w3w.co/stump.ally.reply

এটি একটি বন্যফুল ,নাম jacobae , রাস্তার পাশ থেকে এর ছবিটি নিয়েছিলাম।

আলোকচিত্র : ৪

E019A098-A020-43B9-9915-B44358D243FB.jpeg

এটিও একটি বন্যফুল এর নামটি অজানা, রাস্তার পাশ থেকে নিয়েছি।

আলোকচিত্র : ৫

B0141B41-6A2F-46DD-A9A0-C2BA4D322614.jpeg

এই ফুলটির নাম পেওনিয়া, এটিও একটি বন্যফুল , রাস্তার পাশ থেকে নিয়েছি।

আলোকচিত্র : ৬

DAA9FF9F-4363-4D46-9DEF-D3AC21AEA901.jpeg

এই ফুলটির নাম coccinea, এটি একটি বন্যফুল।

আলোকচিত্র : ৭

B6D833F4-C67E-4483-BADA-798B6A999FB6.jpeg

এই ফুলটির একটি ইন্টারেস্টিং নাম রয়েছে, wash- house lily , রাস্তার পাশ থেকে নিয়েছি।

উপরের চারটি ফটোগ্রাফির what3words address.
https://w3w.co/logo.overnight.monday

আলোকচিত্র : ৮

22A2CAD5-08C9-425A-8F12-21AFC109A1E1.jpeg

what3words address.
https://w3w.co/stump.ally.reply

একে আর পরিচয় করিয়ে দিতে হবে না এটি আমার বাগানের মিষ্টি গোলাপ।

আলোকচিত্র : ৯

BD616D99-206F-46C6-82F6-8C71C8800343.jpeg

এটি পিটুনিয়া আমার প্রতিবেশীর বাগান থেকে নেওয়া হয়েছে।

আলোকচিত্র : ১০

FDE94685-767A-48A4-9C40-D582A3FEDB1D.jpeg

উপরের দুটি ফটোগ্রাফির what3words address.
https://w3w.co/fuzzy.crops.spins

এটি পিটুনিয়া ,আমাদের টাউন সেন্টার থেকে নেওয়া হয়েছে , এ ফুলটি নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ডেকোরেশনটি দেখানোর জন্য , দেখুন কত সুন্দর ভাবে পিটুনিয়া দিয়ে ডেকোরেশন করেছে!

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স

আশা করি আজকে আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

সবগুলো ফুলই সুন্দর। এবং আপনার উপস্থাপনা সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফুলের ছবিগুলি দেখে মন ভরে গেল ।ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমাকে ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43