শেখ রাসেল পার্কে ঘোরাঘুরি পর্ব ১, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের কে নিয়ে যাবো আমাদের ফরিদপুরের একটি জনপ্রিয় শিশুপার্কে। পার্কটির নাম হচ্ছে শেখ রাসেল পার্ক। পার্কটি খুব বেশি পুরাতন নয়, আনুমানিক ৮/ ৯ বছর হবে। আমরা সব ভাইবোন ও তাদের বাচ্চাকাচ্চা নিয়ে দারুনভাবে উপভোগ করেছি দিনটি, এছাড়াও সাথে ছিল আমার এক মামাত ভাই ও বোন। পার্কটি মোটামুটি ভালই বড় ও অনেকগুলো রাইড আছে বাচ্চাদের আনন্দের জন্য, এছাড়া এনিম্যাল সেকশনও আছে সেখানে। তাই আমাদের এই বিনোদনকে দুটি পর্বে বিভক্ত করেছি। অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছি, এক দিনে আপলোড না করে দুটি পর্বে ভাগ করলাম। আশা করি আমার এই পর্বগুলো আপনাদের ভাল লাগবে।

প্রতিবার যখন ফরিদপুরে আসি তখন এই পার্কটি ভিজিট করতে মিস করিনা। বাচ্চাদের জন্য পার্ফেক্ট একটি জায়গা, ওরা খুব পছন্দ করে । বাচ্চাদের সাথে সাথে বড়রাও উপভোগ করে থাকে। কারন সবগুলো রাইডে বাচ্চাদের সাথে তাদের অভিভাবকও উপভোগ করতে পারে ।আমরাও অনেকগুলো রাইডে ওদের সাথে উপভোগ করলাম।ভাইবোন সকলে মিলে ছোটবেলার মতো উপভোগ করলাম।

29E1ACF7-3616-44EB-9D96-F522B8577494.jpeg

575645C6-8205-4BF5-B988-9F7ADDBA333D.jpeg

4ABBDC01-38B6-444B-A319-F2024C91E810.jpeg

CD570AD3-BD8B-40E5-BCC2-F76BF93CF17C.jpeg

4CBC75CB-66E4-439C-B06F-91B2015E5CFB.jpeg

BCAF6A64-7B61-4242-A8D5-03404200A907.jpeg

দেখুন গাছ গুলো কত সুন্দর ভাবে তুলা দিয়ে সাজানো হয়েছে মনে হচ্ছে যেন পড়ছে। অনেক সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে দেখে মন ভরে যায়।

A968A4EC-2FF4-40C1-BDFD-004C198631BB.jpeg

E184741C-FD5C-4451-A36D-F162FDA71D58.jpeg

C1DABEB0-EABD-47C7-AF36-60345CBE7B6E.jpeg

E7E8B9DC-B93D-4E7F-A2FF-12259A6202C3.jpeg

75E61DFE-AB3E-4F6B-BDA1-7D63A95517BF.jpeg

494E6927-1E2C-4116-8A7D-E740D07A4FEC.jpeg

8DD5CA24-407E-4F7B-A989-C4F83782EB96.jpeg

B74D813D-07F5-447B-A3BA-FE8E83D5DDC1.jpeg

4E070F1D-AF06-4426-AC44-2F206EF54940.jpeg

খুব ভাল লাগছিল যখন অনেক উপরে উঠেছিলাম, বাচ্চারাও উপভোগ করছিল , তাদের মাঝে কোন ভয় কাজ করছিল না।

BA9507EA-5DFE-4880-A6D6-25E2AB71B153.jpeg

5DF2E612-06BA-43B1-94D9-0E4A906CC875.jpeg

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

what3words address.

https://w3w.co/breezes.auctioned.curls

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আগামী পর্বে আপনাদের কে নিয়ে যাব শেখ রাসেল পার্কের এনিমেল সেকশনে এবং সাথে থাকবে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি। আশা করি আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে ।
ধন্যবাদ
@tangera

Sort:  
 3 years ago 

আপু আপনার পোস্টটি পড়ে মন্তব্য না করে পারলাম না। শেখ রাসেল পার্কে আমিও বেশ কয়েকবার গিয়েছি কিন্তু সুযোগ সুবিধার তুলনায় এখানে ফি এর পরিমাণ অনেক বেশি বলেই আমার মনে হয়েছে। কর্তৃপক্ষের উচিত এর সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবেশ ফি সহ অন্যান্য খরচ কমানো। আপনার জন্ম শুভকামনা রইল।

 3 years ago 

সোশ্যাল মিডিয়াতে এই পার্কের অনেক রিভিউ দেখেছি। আর আজকে আপনার পোষ্টের মাধ্যমে পার্কের কিছু দৃশ্য দেখে নিলাম খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50