ঈদে কাটানো কিছু মুহূর্ত, সাথে কিছু ফটোগ্রাফি
আসসালামুআলাইকুম ,
ঈদ মোবারক।সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আপনাদের সবার আগেই ঈদ করে ফেললাম, আগামীকাল আবার আপনাদের সাথে উপভোগ করব। গতকাল যখন হ্যাংআউট চলছিল তখন হঠাৎ করে শুনি আগামীকাল শুক্রবার ঈদ উদযাপিত হবে।আমার মনে মনে ইচ্ছে ছিল ঈদ যেন শনিবারে হয় তাহলে একটা দিন বেশি পাবো।কাজকর্ম আরেকটু গুছিয়ে নিতে পারব।কিন্তু হঠাৎ করে শুনি শুক্রবারেই ঈদ হয়ে যাবে।ঠিক সেই মুহূর্তেই শুরু করে দেই আমার রান্নাবান্না, যদিও আগে থেকেই সবকিছু কেটেকুটে রেডি করা ছিল। এরপর দ্রুত কিছু কাজকর্ম গুছিয়ে নেই। এরপর ইফতারির পর আবার বাকি কাজটুকু সেরে ফেলি।রান্নাবান্নার কাজগুলো ঈদের আগের দিনই করে রাখি। শুধু ঈদের দিন একটু পোলাও রান্না করি, তা না হলে সারাবেলা কাজ করতে করতে দিন চলে যায়, আর কোথাও বের হওয়া সম্ভব হয় না । ইংল্যান্ডের সবাই এই কাজটি করে থাকে যত রাতই হোক না কেন তারা রান্নার কাজটি আগেরদিনের সেরে ফেলে। এরপর রান্নার এক ফাঁকে এসে মেয়েদের হাতে মেহেদি দিয়ে দেই, তা না হলে তারা ঘুমিয়ে পরবে।
ঈদের দিন সকাল বেলায় খুব ভোরে উঠে নাস্তা শেষ করি।এরপর হাসব্যান্ড ঈদের নামায পরতে চলে যায়। সকালে প্রথমে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, পরে ওয়েদার অনেক ভালো হয়। এরপর দুপুরের খাবার শেষ করে চলে যাই আমার বড় ভাসুরের বাসায় লন্ডনে।
এরপর সেখান থেকে প্রথমে চলে যাই আমার খালা শাশুড়ির বাসায়। সেখানে অনেক ইনজয় করি আমরা সকলে মিলে।অনেক ছবি তুলি তোলা হয় সেখানে। এরপর সেখান থেকে আবার চলে যাই আমার এক ননদের বাসায়।তার বাসায় গিয়ে আরও অনেক মজা হয় কারন আমাদের অনেক আত্মীয়-স্বজন তার বাসায় ছিল।অবশেষে সেখান খাওয়া দাওয়া করে বাসায় ফিরি রাত দশটায়
চলুন ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাকঃ
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আমার গিন্নিও ঠিক একি কাজই করে আপু, ঈদের আগের রাতেই মোটামুটি রান্নার কাজগুলো সেরে নেয়। আর বাকি হালকা কিছু রান্না করে পরের দিন। মামুনিদের সুন্দর লাগছিল এরং বেশ ভালোই উপভোগ করলাম আপনার ঈদের ব্লগটি পড়ে।
আপনার জন্য শুভেচ্ছা রইল।
একদম ভালো কাজ করে ভাইয়া, তা না হলে রাঁধতে রাঁধতেই ঈদ শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক, এই দিনটি রোজাদার মুমিন মুসলমানের জন্য অনেক আনন্দময় একটি দিন, কারণ দীর্ঘ একমাস সিয়াম সাধনা করার পরে ই এই দিনটি আমাদের মাঝে আসে। এই দিনে সকল মুসলিম একত্রিত হয়ে ঈদগাহে নামাজে যায়, আর আপনি পরিবারের সকলের সাথে এই ঈদের আনন্দ উপভোগ করতেছেন অনেক ভালো লাগলো দেখে।ঈদে কাটানো কিছু মুহূর্ত, সাথে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফিগুলো অসাধারণ ছিল ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। দোয়া কামনা রইল এই দিনটি যেন বারবার আপনার জীবনে এমনই ভাবে অতিবাহিত করতে পারে।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক আপু। আপনি তো দেখছি অনেক মজা করেছেন। ঈদের আগের দিন রাতে রান্না করে রেখে ভালোই করেছেন, সেই জন্যই এত জায়গায় ঘুরতে পেরেছেন। আপনাদের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছে । রাত্রি বেলায় কাজের ফাঁকে মেয়েদের হাতে অনেক সুন্দর করে মেহেন্দি পড়িয়েছেন নিশ্চয়ই । কোনো একটি পোস্টে হয়তো সেটি দেখতে পাবো। আপনার ড্রেসটি অনেক সুন্দর লাগছে আর মেয়েদের ড্রেস অনেক সুন্দর লাগছে।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
🥰🥰🥰🥰
প্রথমেই আপনাকে জানাই ঈদ মোবারক আপু। আসলে ঠিক বলেছেন , আপু আগে থেকে যদি রান্নাবান্নার কাজগুলো করে নেওয়া যায়, তাহলে ঈদের দিন খুব সুন্দর সময় কাটানো যায়। না হলে দেখা যায় যে ঈদের দিন কাজ করতে করতেই দিন যাবে। তবে হ্যাংআউটের মাধ্যমে ঈদের কথা শুনে সবকিছু সেরে ফেলেছেন এটাই ভালো হলো। দেখছি বেশ সুন্দর সময় কাটিয়েছেন নিজের পরিবার নিয়ে। আত্মীয়স্বজনদের বাড়িতেও গিয়েছেন। আপনার মেয়েদেরকে এবং আপনাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। আমাদের মাঝে এই খুশিটা শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
ঈদের দিনের বেশ অসাধারণ কিছু মুহূর্ত আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখি আমি খুশি হয়েছি। বাচ্চাদের সাথে এত সুন্দর আনন্দঘন মুহূর্ত যেন বারবার ফিরে আসে। আমি চাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যরা যেন আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে চলতে পারে সকলের সাথে। ঈদের আনন্দে পরিবার-পরিজনের সাথে এভাবেই ঈদ উদযাপন করুক এটাই আমার আশা। খুবই ভালো লেগেছে আপনার পোস্ট দেখে ও পড়ে। পারিবারিক কাজ গুছিয়ে নিয়ে বাচ্চাদের সাথে ঘুরতে গিয়েছিলেন এবং অনেক সময় ধরে ঘোরাঘুরি শেষ রাতে ফিরেছেন। এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত আমাদের মাঝে আলোচনা করার জন্য ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। এই দিনটা প্রত্যেকটি মানুষের অত্যন্ত খুশির একটা দিন। আর সেই দিনটা যদি পরিবারের মানুষের সাথে উপভোগ করা যায় তাহলে খুশির পরিমাণটা আরো বৃদ্ধি পেয়ে যায়।
একদম ঠিক বলেছেন ভাইয়া সকলের সাথে উপভোগ করলে খুশির পরিমাণটা আরো বৃদ্ধি পায়। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনাকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক। ঈদে কাটানো মুহূর্তটুকু আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। একই সাথে সাদা পোশাকে আপনার দুই মেয়ের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ঈদ আপনার পরিবারের সকলের মনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ ও আনন্দ। আপু আপনার এবং আপনার দুই মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
আপনার জন্যও অনেক দোয়া রইল, ধন্যবাদ আপনাকে।
ঈদ মোবারক আপনাদের ওই দিকে তাহলে গতকাল ঈদ উদযাপন হয়েই গেল ৷ যা হোক ছোট্ট কিউট বেবি গুলো দেখতে সত্যি অনেক কিউট ৷ ঈদের দিন বেশ আনন্দ করেছেন ৷ অসম্ভব সুন্দর লাগছে আপনাদের কে ৷ অসংখ্য ধন্যবাদ ম্যাম ভালো থাকবেন ৷
আপনাকেও অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক আপু। আপনার মত আমিও এভাবেই কাজ গুছিয়ে রেখে করেছি।তবে মেহেদী পরতে এখনো পারিনি।একা হাতে কাজ তো তাই।সাহায্য করার খালাকে ৩ দিনের ছুটি দিয়েছি।আপু আপনার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ফুটফুটে মেয়ে দুটোকে কিউট লাগছে। আপনাকে দেখিনি কখনও,কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। 🥰অনেক ঘুরাঘুরি করে রাত ১০ টায় বাসায় এলেন।খুব ভাল লাগলো ঈদে কাটানো আপনার অনুভূতি গুলো পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপু আমারও সব কাজ একাই করতে হয়, আমাদের এখানে সাহায্য করার মত কেউ নেই। অনেক ধন্যবাদ আপনাকে।