কিছু কেনাকাটা ও ফটোগ্রাফি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অসম্ভব গরম পড়েছে, সহ্য করা মুশকিল। জানিনা কবে বৃষ্টির মুখ দেখবো? এর মাঝে আবার আমাদের কেনাকাটাও শেষ হচ্ছে না। সেপ্টেম্বর থেকে বাচ্চাদের নতুন ক্লাস শুরু হয়, একারণে নতুন ড্রেস, নতুন জুতা, নতুন ব্যাগ, স্কুলের যাবতীয় দরকারী জিনিস পত্র সবকিছুই লাগে নতুন। যদিও এক সপ্তাহ আগে কিছু কিছু কিনে ফেলেছিলাম, আরো বাকি ছিল।একারনে আবার শপিং এ যাওয়া। তাদের স্কুলে দুই রকমের ড্রেস লাগে।এক রকমের ড্রেস পড়তে হয় সামারের সময়, আবার উইনটারের সময় পড়তে হয় আরেক রকমের।ঠিক তেমনি জুতাও লাগে দুই রকমের। নরমালি ব্ল্যাক জুতা পরতে হয় স্কুলের জন্য, আর যেদিন শরীরচর্চা থাকে সেদিন পড়তে হয় ট্রেইনার। তাই আজকে আবার বাকী কেনাকাটা নিয়ে হাজির হলাম।

01A677E9-38F8-4B1C-B1D3-12B1FC000E9F.jpeg

কাপড় চোপর এর জন্য দামি ব্রান্ডের শপ নেক্সট। এই শপের প্রত্যেকটা জিনিসপত্রের দাম থাকে চড়া এবং জিনিসপত্রগুলো অনেক উন্নত মানের হওয়ার কারনেই দাম চড়া থাকে। জুতা, সেন্ডেল, প্রসাধনী, জুয়েলারি, কাপড়-চোপড় সহ যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। একটি উদাহরণ দেই, নরমালি যেকোনো শপ থেকে একটি T shirt পাওয়া যাবে 5/ 6 পাউন্ডে কিন্তু এই শপে তার মূল্য হবে 15/20 পাউন্ড করে। শুধু ব্রান্ড দেখেই মানুষ বুঝতে পারবে কাপড়টির মূল্য কত। আরেকটি তথ্য আপনাদেরকে দেই, এই নেক্সট কম্পানির কাপড়-চোপড় কিন্তু এদেশে তৈরি হয় না, বেশিরভাগই তৈরি হয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ইন্ডিয়ায়।এ দেশ থেকে কাপড় সহ পোশাকের যাবতীয় সরঞ্জাম পাঠিয়ে দেয়া হয় ঐসব দেশগুলোতে। পরে ওইসব দেশগুলোর গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি হয় এদেশের নেক্সট কোম্পানির পোশাকগুলো। এ কারণে বেশিরভাগ নেক্সট কোম্পানির কাপড়চোপড়গুলোতে লেখা থাকে মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, মেড ইন শ্রীলঙ্কা। মজার ব্যাপার কি জানেন নেক্সট এর কোন কাপড় চোপড়ে যদি মেড ইন বাংলাদেশ লেখা থাকে আর তা যদি বাংলাদেশের কাউকে দেওয়া হয় তখন অনেকেরই মন খারাপ হয়ে যায়, তারা মনে করে এটি বাংলাদেশের। কিন্তু কাপড়ের কোয়ালিটি তারা জানেনা।

191BF0F7-7F5B-4781-8395-7D395E1C95B2.jpeg

80B9C24B-A573-4327-9919-E41E63CCD168.jpeg

4884603D-2C88-4EF0-9709-E82599C4A22F.jpeg

9204B9A7-C4C4-4A6B-9109-4F320018B5AE.jpeg

798FF3DC-8710-46F4-B1EC-236612A70EA4.jpeg

303407AC-CF21-4472-ABC6-0A472CE88F25.jpeg

এটি ক্লার্ক কোম্পানি, ক্লার্ক ব্যান্ডের জুতাগুলো খুবই টেকসই ও মজবুত হয় সহজেই নষ্ট হয় না, আর এর দামও চড়া থাকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এদেশেও পড়েছে। সবকিছুর দাম হুহু করে বেড়ে যাচ্ছে ।আগে যে জুতা কিনেছি 35 pounds করে, সেই জুতা এখন কিনতে হচ্ছে 45 pounds করে। যাইহোক কি আর করা 45 pounds করেই দুই জোড়া কিনে ফেললাম।

4446BD88-47C4-42A8-BD7F-0089F0BDD246.jpeg

3B662665-C418-48F6-8EC4-3771E9679759.jpeg

CE6AC04A-776F-4388-A120-CAF089438B23.jpeg

মার্কেট থেকে ফেরার পথে কিছু ফটোগ্রাফি।

217CA209-3E49-40C0-BC2D-CBCAE2FF3D5E.jpeg

7BEA144C-7666-4371-BFD0-9B09F9937924.jpeg

অবশেষে কিছু খাওয়া-দাওয়া। এগুলো ছাড়া বাচ্চাদের চলেই না।এরপর বাসায় ফিরলাম।

what3words address:
https://w3w.co/hurry.comical.chef

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

মেড ইন বাংলাদেশ লিখা থাকলেই যে সেই জিনিসটি খারাপ হবে এমন কোন কথা নেই। যারা এটা বুঝতে ভুল করে তাদের মত বোকা আর কেউ নেই। কারণ পোশাকশিল্পে বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশ নিজেদের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে। যাইহোক আপু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছেন দেখে ভালো লাগলো। বর্তমানে সব জায়গাতেই প্রচন্ড গরম পড়েছে। আশা করছি আবহাওয়া পরিবর্তন হবে এবং আমরা সকলেই অনেক স্বস্তির নিশ্বাস ফেলতে পারবো। আপনার জন্য এবং আপনার পরিবারের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো আপু।♥️♥️

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেকদিন বৃষ্টি না হলে আসলে খুবই অসহ্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়। তবে খুব বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে। আপনি বিভিন্ন কেনাকাটার পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আর আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপু। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই খুবই সুন্দর ছিল

 2 years ago 

জি ভাইয়া বৃষ্টির জন্য এখনো অপেক্ষা করছি, জানিনা কবে বৃষ্টির মুখ দেখব? অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
আপু আপনার পোস্ট পড়ে অনেক ভাল লাগে। লন্ডনের জীবন যাপন সম্পর্কে জানা যায়। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
 2 years ago 

আমার পোস্ট আপনার ভালো লাগে জেনে আমারও ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেকেই বোঝে না আমারা সাধারণত যে কাপড় ব্যবহার করি তার সাথে যে কাপড়গুলো রপ্তানী করি তার আকাশ পাতাল তফাৎ।সুন্দর ভাবে ব্যাখা করার জন্য ধন্যবাদ।আপনারা ভাল সময় কাটিয়েছেন দেখে ভাল লাগল।

 2 years ago 

আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক কিছু কেনাকাটা করেছেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ভালো লেগেছে, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

যারা জানে না তারা মেড ইন বাংলাদেশ দেখলে তো বাংলাদেশেরই মনে করবে। কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট কোয়ালিটির জিনিসগুলো আসলে অনেক ভালো হয়। অনেক কিছু কেনাকাটা করেছেন এবং সবশেষে মজার খাবার খেয়েছেন । বাচ্চাদের মত আমারও একই অবস্থা শপিংয়ে গেলে কিছু না খেলে ভালোই লাগে না।

 2 years ago 

শপিংয়ে গেলে তাদের আগে খাওয়ার কথা মনে পড়ে, অনেক ধন্যবাদ তোমাকে।

অসাধারণ একটি শপিংমলে কেনাকাটা করতে গিয়েছেন। আমি এমন জায়গায় কখনো শপিং করতে যাইনি কিন্তু যেতে খুব ইচ্ছে করছে। কারণ এমন জায়গা আমি মুভিতে দেখেছি আর সেটাই এখনই ছবির মাধ্যমে আমাদের উপহার দিয়েছেন। ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল আপু। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।

 2 years ago 

কেন ভাইয়া এ ধরনের সুন্দর সুন্দর শপিং মল তো ঢাকাতেও আছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ।বরাবরই আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে যান। পরবর্তীতে আপনার কাছ থেকে এরকম সুন্দর ফটোগ্রাফি আশা করব শুভকামনা রইল।

 2 years ago 

অবশ্যই, আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কিছু কেনাকাটার পাশাপাশি মার্কেটের দারুন ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন। সত্যি অনেক সুন্দর ছিল মার্কেটের পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বাহ এটা তো দারুণ। শীতে এক ড্রেস গরমে আরেক ড্রেস। আবার জুতার দিকেও রয়েছে ভিন্নতা। আপনার ফটোগ্রাফি গুলো সবসময়ই ভালো লাগে। ভালো ছিল আপু আপনার ফটোগ্রাফি গুলো। ওটা কী ডাইনোশর নাকী🙃🙃।।

 2 years ago 

জ্বী ভাইয়া ওটি ডাইনোসরের কঙ্কাল। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63152.84
ETH 3104.83
USDT 1.00
SBD 3.84