আমার গার্ডেনের আপডেট

in আমার বাংলা ব্লগ26 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1573.jpeg

আজকে আবার অনেকদিন পর আমার বাগানের আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে এবছর ওয়েদারের কথা কি আর বলবো? বৃষ্টি লেগেই আছে, বাংলাদেশে যেখানে বৃষ্টির জন্য হাহাকার, তখন আমাদের এখানে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। এ কারণে ঘরে যে সকল চারা তৈরি করেছিলাম তার কিছু কিছু বাগানে লাগানো হয়েছে, আর বাকিগুলো এখনো পড়ে রয়েছে, কারণ বৃষ্টির জন্য সম্ভব হচ্ছে না। আর হাসবেন্ডও তেমন সময় পাচ্ছে না।তারপরও যেগুলো বাগানে রয়েছে সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_1558.jpeg

IMG_1556.jpeg

IMG_1557.jpeg

IMG_1180.jpeg

প্রথমেই স্ট্রবেরি দিয়ে শুরু করলাম। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বোতলের মধ্যে অনেকগুলো স্ট্রবেরির চারা লাগানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা স্ট্রবেরি এখন পেঁকে লাল হয়ে রয়েছে। সবগুলো বোতলের স্ট্রবেরি পাকা শুরু করে দিয়েছে।দেখতে খুবই চমৎকার লাগছে। আজকে অনেকগুলো পেরে এনেছি গাছ থেকে।

IMG_1561.jpeg

পিয়ারগুলো বড় হচ্ছে।

IMG_1562.jpeg

আপেলগুলোও বেশ ভালোই বেড়ে উঠেছে।

IMG_1564.jpeg

এটি তিন বা ফিগ।

IMG_1107.jpeg

IMG_1108.jpeg

আর এগুলো চেরি ফল। গতবারের তুলনায় এ বছর দুটি গাছে বেশ ভালই চেরি ফল ধরেছে। এছাড়াও রয়েছে আরো দুটি আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে এখন ছোট ছোট ফুল এসেছে।

IMG_1104.jpeg

এগুলো লাউ গাছ।

IMG_1103.jpeg

এগুলো সিম গাছ।

IMG_1102.jpeg

এটি টমেটো।বেশ ভালোই বড় হয়েছে।

IMG_1101.jpeg

আর এগুলো পড়ে রয়েছে এখনো লাগানো হয়নি।

IMG_1221.jpeg

এটি এ বছরে আমার বাগানে ফোঁটা প্রথম গোলাপ।

IMG_1552.jpeg

লাল রঙের পর এই গোলাপি রংয়ের গোলাপ ফুলটি ফুটেছে। মোট চারটি গোলাপ গাছ রয়েছে। প্রতিটিতেই কুড়ি এসেছে।

IMG_1567.jpeg

IMG_1570.jpeg

জেরানিয়াম ফুল। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ফুলগুলো প্রায় বছর জুড়েই থাকে, শুধু যখন বেশি ঠান্ডা পড়ে তখন আর পাওয়া যায়না।

IMG_1566.jpeg

IMG_1565.jpeg

এগুলো প্রাইমুলা। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম।

IMG_1186.jpeg

সবশেষে আমার বাগানের নীল রঙের হাইড্রেনিয়া দিয়ে আমার পোস্টটি শেষ করতে যাচ্ছি। এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমার বাগানের গোলাপি রঙের হাইড্রেনজিয়া।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 26 days ago 

আসলে আপু এখন মনে হয় বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়ে গিয়েছে। যেখানে যা হওয়ার কথা না হয়ে অন্য কোথাও হচ্ছে।যাইহোক আপু বৃষ্টি জন্য কিছু চারা রোপণ করতে পারছেন না। বাকি চারা গুলো তো সব মাশাআল্লাহ। সব থেকে বেশি মিষ্টি লেগেছে স্ট্রবেরির চারা গুলো। মাশাআল্লাহ কি সুন্দর করে লাল লাল হয়ে ধরে আছে। আপু দেখছি অনেক বেশি গাছ প্রেমি।

আপু আপনার গার্ডেনের আপডেট গুলো দেখে আমি আর খুব ভালো লেগেছে সবথেকে বেশি ভালো লাগলো যে স্ট্রবেরি গাছে অনেক স্ট্রবেরি ধরেছে এই প্রথম আমি স্ট্রবেরি গাছ আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে ভালো লেগেছে আমার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহারস্বরূপ শেয়ার করার জন্য।

 25 days ago 

আপু ঋতুর পরিবর্তনের কারনে মনে হয় এসব হচ্ছে। আমাদের এখানে বৃষ্টির জন্য যখন হাহাকার আপনাদের ওখানে তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আর এজন্যই আপনি চারা গাছগুলো লাগাতে পারেননি। চেরি ফলের গাছ আমি কখনো দেখিনি তবে আপনার পোষ্টের ফটোগ্রাফির মাধ্যমে দেখার সুযোগ পেলাম। স্ট্রবেরিগাছে অনেক স্ট্রবেরি ধরেছে দেখতে বেশ দারুন লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 25 days ago 

আমরা বৃষ্টি চাচ্ছি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি আপনাদের ওখানে পড়েই যাচ্ছে। একটু পাঠিয়ে দিলেই তো হয়। যাই হোক আপু বাগানে কিন্তু সব ফুল ফল খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে। বিশেষ করে স্ট্রবেরি গুলো খুবই চমৎকার হয়েছে। তাছাড়া জেরানিয়াম ফুলটি খুব ভালো লেগেছে আমার কাছে। এখন তো আর বাজার থেকে ফল কিনে খেতে হবে না দেখছি। সব ফলই তো লাগিয়ে ফেলেছেন। ভালো লাগলো দেখে।

 25 days ago 

বাগানের আপডেট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার বাগানের বিভিন্ন ধরনের গাছ রয়েছে এটা আমরা জানি। কিছুদিন আগে দেখলাম স্ট্রবেরি গাছগুলোকে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছিলেন। আজ দেখছি খুব সুন্দর স্ট্রবেরি ধরেছে গাছগুলোতে। টকটকে লাল রঙের স্ট্রবেরি গুলো দেখে সত্যিই অনেক লোভনীয় লাগছে। ফুলের প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু বাগানের আপডেট শেয়ার করার জন্য।

 25 days ago 

বোতলে লাগানো স্ট্রবেরি গুলোর বেশ ভালো ফলন হয়েছে আপু। এছাড়া আপনার শখের বাগান তো দেখছি একেবারে ফুলে ফলে ভরপুর। বিভিন্ন রকমের ফলের গাছ দেখে ভালো লাগলো। তবে আপু বাংলাদেশেও কিন্তু কয়েকদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে।

 25 days ago 

আপু আপনার গার্ডেনের আপডেট দেখে তো রীতিমতো আমি মুগ্ধ হয়ে গিয়েছি। বিভিন্ন ধরনের ফুল এবং ফল তো বেশ ভালোই হয়েছে বা হচ্ছে। স্ট্রবেরি গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। তাছাড়া গোলাপি রঙের গোলাপটি দেখতেও দারুণ লাগছে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম আপু। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

বৃষ্টি বেশি হলে অনেক সময় গাছের গোড়া নষ্ট হয়ে যায়। তাই বৃষ্টি যখন একটু কমে যাবে তখন গাছ লাগালে ভালো হবে। আপু আপনার বাগানের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিভিন্ন রকমের ফল গাছের সাথে পরিচিত হতে পারলাম। চেরি ফল গাছ আগে কখনো দেখিনি। আজকে প্রথম দেখলাম। এছাড়া অন্যান্য ফলগুলো দেখে ভালো লাগলো আপু। আর ফুলের সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছে।

 24 days ago 

অতিরিক্ত বৃষ্টি গাছের জন্য বেশ ক্ষতিকর। স্ট্রবেরি তো প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। আপেল গুলো দেখে বেশ ভালো লাগছে। চেরি ফল মাএ ধরেছে আশাকরি খুব দ্রুতই বড় হয়ে যাবে। পাশাপাশি ফুলগুলোর অবস্থা টা ভালো। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে আপনার বাগানের আপডেট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 24 days ago 

আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না আপু, আর আপনারা বৃষ্টির কারণে ঠিকমতো গাছ লাগাতে পারছেন না! আমাদের দেশি গাছ বলতে তো শুধু আপনি লাউ, টমেটো এবং শিম গাছ লাগিয়েছেন, বাকি সবই তো দেখছি বিদেশি। যাইহোক, গোলাপ ফুল গুলো দেখতে খুব সুন্দর হয়েছে। আর স্ট্রবেরি গাছটাও বেশ দারুন লাগছে দেখতে। আপনি হয়তো গাছের খুব যত্ন করেন, এই জন্য এত সুন্দর হয়েছে সবকিছু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61440.52
ETH 3447.43
USDT 1.00
SBD 2.52