স্কুলে বাচ্চার সাথে কিছুটা সময় কাটানো , 10% beneficiary to @shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ কিছুক্ষণ বড় মেয়ের সাথে স্কুলে সময় কাটালাম। সকালে উঠে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া এবং আবার নিয়ে আসা খুবই কষ্টকর একটি ব্যাপার।এদিক দিয়ে আমি খুবই হ্যাপি কারণ আমার বাচ্চাদেরকে স্কুলে আনা-নেওয়া করতে হয় না,এ জন্য ওদের স্কুল ট্যাক্সি রয়েছে। ওদের স্কুল প্রায় তিন মাইল দূরে বাসা থেকে, এ কারণে ট্যাক্সি দিতে হয়েছে। যদিও বাসার কাছাকাছি অনেকগুলো স্কুল রয়েছে কিন্তু ওই স্কুলগুলোতে না দিয়ে ওদেরকে একটু দূরে দিয়েছি, কারণ ওই স্কুলটি খুবই ভালো। বিশেষ কোন দরকার ছাড়া স্কুলে যাওয়াই হয়না, আজ অনেকদিন পরে স্কুলে গিয়েছিলাম, ছোট্ট একটি অনুষ্ঠান ছিল। মেয়েও অনেক খুশি আমাকে পেয়ে, কারন আজ প্রায় দুই, তিন মাস পরে স্কুলে গিয়েছিলাম। তাই আজকে আমাদের মা ও মেয়ের কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে।

B2E636E5-441C-463D-8919-0D243399A7C3.jpeg

1B62517B-F241-436B-8A04-7556AAB2D7B0.jpeg

AA17EB89-9219-4E27-9355-EDA88140C9F1.jpeg

6E99BD37-D417-4CA5-A318-614907ABE843.jpeg

504D5CFE-0EE0-4DB5-B1D6-C9B38E428618.jpeg

F05DC2F7-88EA-4AA8-AEC9-CDF3A6CA5D23.jpeg

59849EE0-8884-44AC-8B9B-FF84246BBFFF.jpeg

CE482FA3-AAEC-4E50-B97B-A95F678A8A7B.jpeg

উপরের সবগুলো ফটোগ্রাফি স্কুল থেকে নেওয়া। স্কুলে ফটো তোলা নিষেধ, তাই দূর থেকে ফটোগুলো নিয়েছিলাম।

what3words address.

স্কুলের হল রুমের সামনে ওয়েট করছিলাম আমরা সকলে মিলে। নির্ধারিত টাইম এর মাঝেই রুমটি খুলে দেওয়া হলো।আমরা সকলেই যার যার আসনে গিয়ে বসলাম। সেখানে খুব চমৎকার আয়োজন ছিল,চা ও কফির ব্যবস্থা ছিল, সাথে ছিল নানা ধরনের বিস্কুট। অনেকেই চা ও কফি উপভোগ করছিলেন। এরপর বাচ্চারা হল রুমে ঢুকে গিয়ে যার যার গার্জিয়ানের কাছে বসে পড়ল, সাথে ছিল দুটি বুক যেখানে তাদের নানা ধরনের অ্যাক্টিভিটি ছিল। মূলত এই অ্যাক্টিভিটিগুলো গার্জিয়েনদের সাথে শেয়ার করার জন্যই এই পার্টির আয়োজন ছিল। এরপর ছিল কুইজ প্রতিযোগিতা, প্রতিটি টেবিলে একটি করে পেপার ও একটি পেন্সিল দেয়া হয়েছিল ওই কুইজে অংশগ্রহণ করার জন্য। প্রতিটি টেবিলে চার পাঁচজন করে গার্জিয়ান ও তাদের বাচ্চারা ছিল। বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল কুইজ প্রতিযোগিতার জন্য। এছাড়া বাচ্চাদের আর্ট প্রদর্শনী ও ছিল, জল রং দিয়ে আর্ট করা চিত্র গুলো খুবই মনমুগ্ধকর ছিল। এরপর বাচ্চারা যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেছিল, খুব ইনজয় করেছিল। অতঃপর বিদায়ের ঘন্টা বেজে গেল, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম গন্তব্যস্থলে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপু আজ আমি আপনার পোস্টের মাধ্যমে আপনার বাচ্চার স্কুল দেখতে পেলাম। ‌ দেখতে অনেক সুন্দর লাগলো প্রতিটি ফটোগ্রাফি। আপনি আপনার বাচ্চার সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন তা দেখে আরো ভালো লাগলো। এত সুন্দর সময় কাটিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জেনে খুবই ভালো লাগলো আমার ফটোগ্রাফি গুলো আপনার ভাল লেগেছে, অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

অনেকদিন পর আপনার বাচ্চার স্কুলে গিয়ে আপনার বাচ্চার সাথে খুবই আনন্দময় সময় পার করেছেন। এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। স্কুলের ফটোগ্রাফ গুলি ছিল বেশ দারুন। তবে যা বুঝলাম বাচ্চাদের স্কুল দূরে হলেও আপনাকে তেমন একটা চাপ নিতে হয় না। যেহেতু ই স্কুলের ট্যাক্সি আছে। আমাদের ভাগ্নিটা অনেক কিউট, আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া স্কুলে আনা নেওয়া খুব কষ্টকর একটি ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

স্কুলে বাচ্চাদের সাথে দারুণ সময় কাটিয়েছেন। সত্যিই দেখে খুবই ভালো লাগলো। আসলে বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটাতে অনেক ভালো লাগে। শুভকামনা রইল এবং সুস্থতা কামনা করছি।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বাচ্চাদের সাথে সময় কাটালে অনেক ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে পেড়ে ওঠা খুবই মুশকিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি দৃশ্যগুলো দেখেই বুঝতে পেরেছিলাম যে স্কুলের ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ। অবশ্য দূর হতে ফটোগ্রাফি করলেও দৃশ্যগুলো কিন্তু দেখতে বেশ লাগছে। মনে হচ্ছে এটা স্কুলের সামনের জায়গা, অনেকটা ফাঁকা এবং সবুজ প্রকৃতিতে ঘেরা। হ্যা, স্কুলের অনুষ্ঠানগুলোতে আমি নিয়মিত থাকার চেষ্টা করি, তাতে কিছুটা ভালো সময় উপভোগ করা যায়।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এটি স্কুলের সামনের জায়গা, অনেক সুন্দর, সবুজ প্রকৃতিতে ঘেরা। দেখতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

বাচ্চাদের স্কুলের কোন অনুষ্ঠানের সময় কাটানোর মজাটাই আলাদা। খুব সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে অনেকটাই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি স্কুলে বাচ্চার সাথে কিছুটা সময় কাটানো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার বাসা থেকে আপনার বড় মেয়ের স্কুলের দূরত্ব প্রায় তিন মাইল ।তারপরেও আপনার কষ্ট করে তাকে আনতে যেতে হয় না। এদিক দিয়ে আপনি অনেকটাই হ্যাপি ।আপনার মেয়ের সাথে স্কুলে সময় কাটানোর যে ফটোগ্রাফি গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন তা অত্যন্ত সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

পুরো আয়োজন পড়ে খুব ভালো লাগলো। আসলেই সব গার্জিয়ান কে আপনার মত বাচ্চার সঙ্গ দেওয়া উচিত। মা বাবা আজকাল নিজেদের কাজে এত ব্যস্ত থাকে যে, বাচ্চাদের ছোটো খাটো আনন্দ ভুলে যায়। খুব ভালো লাগলো আপনার পোষ্ট পড়ে ।ভালো থাকুন।

 2 years ago 

একদম ঠিক বলেছো আপু, অনেক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ তোমাকে ।

 2 years ago 

আপনি স্কুলে কাটানো কিছু আনন্দ মুহূর্ত সময় ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যিই তা দেখে আমরা খুব খুশি হয়েছি।যদি ও স্কুলের ভিতরে পুরোপুরিভাবে নিষিদ্ধ আপনি দূর থেকে ফটোগ্রাফি করেছেন কিন্তু তা দেখতে বেশ ক্লিয়ার ছিল আপু।

 2 years ago 

আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু আর আমিও মাঝেমধ্যে ই এমন মজা করতাম স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে।মনে পরে গেলো আজ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57666.58
ETH 3076.03
USDT 1.00
SBD 2.28