"আমার বাংলা ব্লগ" খুব বেশি মিস করছে আপনাদের সকলকেই
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
আসলে কোন কিছুই এখন পোস্ট করতে ভালো লাগছে না।পোস্ট করলে কে পড়বে? কারণ কেউ তো এখন ঢুকতে পারছে না আমার বাংলা ব্লগে।ইতিমধ্যেই আমরা সকলেই জেনে গিয়েছি বাংলাদেশে এখন কি অবস্থা চলছে? কোন ইন্টারনেট নেই, সবকিছুই বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি নেটওয়ার্ক করে দিয়েছে সংকীর্ণ।এখান থেকে ডাইরেক্ট কল দিলে কল ঢুকে না। আর কল ঢুকলেও কথা শুনতে পাওয়া যায় না।ভাঙ্গা ভাঙ্গা করে শব্দ আসে যা বোঝা খুবই কষ্টকর।বর্তমান সময়ে ইন্টারনেট যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই বেশ ভালোভাবেই জানি। একটি মুহূর্ত যেখানে কাটেনা ইন্টারনেট ছাড়া সেখানে কিভাবে একটি দিন আজ পার হয়ে গেল সকলের সেটাই চিন্তা করে পারছিনা।🥲
জানি এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে কি চলছে? কতটা কষ্টে আপনারা সকলে রয়েছেন তা খুব ভালোভাবেই বুঝতে পারছি। যেখানে আমাদের একটি মুহূর্ত কাটে না বাংলা ব্লগে একবার না ঢুকলে। শুধু একবার না, আমি যে দিনে কতবার আমার বাংলা ব্লগে ঢুকি তা বলে শেষ করতে পারবো না।সময় পেলেই আমার বাংলা ব্লগ অথবা ডিসকর্ডে ঢুকে যাই।আমরা যারা এখানে কাজ করি তাদের সকলের সাথেই ওতপ্রোতভাবে ভাবে মিশে রয়েছে আমার বাংলা ব্লগ ও ডিসকর্ড।জানি বারবার সকলেই চেক করছেন ইন্টারনেট এসেছে কি না? আর সবচেয়ে বেশি কষ্ট পোস্ট করতে না পারলে। আমার খুবই খারাপ লাগে যদি একদিন পোস্ট মিস হয়ে যায়। তাই চেষ্টা করি আগে থেকে কোন একটি পোস্ট রেডি করে রাখতে। যদি কোন প্রবলেম হয় তাহলে যেন সাথে সাথে পোস্টটি করে দিতে পারি। কোন ভাবেই যেন মিস না হয়।আমার কাছে মনে হয় আমি যদি পোস্ট না করি তাহলে আমি যেন আমার বাংলা ব্লগের কোন সদস্যই না, এটা সব সময় আমার মাইন্ডে কাজ করে।আমার মনে হয় আপনাদের ও ঠিক একই অবস্থা আমার মত।কিন্তু এই মুহূর্তে আপনাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোন উপায় নেই।
আমার বাংলা ব্লগ আজ শূন্য আপনাদেরকে ছাড়া। কোন পোস্ট নেই গুটি কয়েক পোস্ট ছাড়া।যেখানে 24 ঘন্টার মধ্যে একটির পর একটি পোস্ট চলতে থাকে, আজ আমার বাংলা ব্লগে এই অবস্থা দেখে আসলেই খুব খারাপ লাগছে।সবচেয়ে বেশি খারাপ লাগছে ডিসকর্ডের জেনারেল-চ্যাট এ এসে। যেখানে সারাদিন শুধু কথার ঝড় চলে।আজ কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।জেনারেল চ্যাট এর মত মডারেশন প্যানেলেরও একই অবস্থা, নিশ্চুপ হয়ে পড়ে রয়েছে। আমাদের কিছু এডমিন মডারেটর যারা সব সময় জমিয়ে রাখত মডারেশন প্যানেলটি, আজ তাদের ছাড়া একেবারে শূন্য হয়ে পড়ে রয়েছে। সেখানে ঢুকলেই খুব বেশি কষ্ট হয় কাউকে না পেয়ে।
আজ অনেক চেষ্টা করে আমার বোন ওয়াহিদার সাথে একটুখানি কথা বলতে পেরেছিলাম। কিন্তু তার কথাগুলো ভালোভাবে বুঝতে পারছিলাম না, কথাগুলো ভেঙ্গে ভেঙ্গে আসছিল।পরিস্থিতি জানার চেষ্টা করলাম কোন সল্যুশন পেলাম না।শুধু বলল, বলা হয়েছে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।এটাই বলছে শুধু টেলিভিশনে, আর কোন আপডেট নেই।তাহলে এটাই বোঝা যাচ্ছে কবে ইন্টারনেট দেয়া হবে এটা অনিশ্চিত।একদিন বন্ধ হলেও তা কষ্ট করে মেনে নেওয়া যায়। কিন্তু এভাবে দিনের পর দিন যদি বন্ধ থাকে তাহলে সকলের মন মানসিকতা তাহলে কেমন হবে তা বুঝতেই পারছি। আসলেই খুবই কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে সকলেই এখন দিনগুলো অতিবাহিত করছেন তা বুঝতেই পারছি।
যাই হোক অবশেষে একটি কথাই বলতে চাই আমার বাংলা ব্লগ আমাদের প্রতিটি সদস্যকেই খুব বেশি মিস করছে। বাংলাদেশের বাইরে দাদা সহ আমরা যারা এখানে রয়েছি তারা সকলেই আপনাদেরকে খুব বেশি মিস করছি। আশা করছি সবকিছু কাটিয়ে খুব শীঘ্রই আপনারাও আমাদের সাথে জয়েন হবেন ইনশাআল্লাহ এটাই এখন আমাদের একমাত্র চাওয়া।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
খুব সত্যি কথা বললেন। আমার বাংলা ব্লগ সকলের অনুপস্থিতিতে যেন এক মহাশূন্যতায় ঢাকা পড়ে গেছে। সম্পূর্ণ বাংলাদেশ যেন আজ অন্ধকারে। সব প্রিয় মুখের এমন দীর্ঘ সময় অনুপস্থিতি আর একেবারেই ভালো লাগছে না। খুব তাড়াতাড়ি সবকিছু স্বাভাবিক হোক।। আমরা আবার আনন্দে মেতে উঠি একসঙ্গে।
আপু , আমিও যখন বাংলাদেশে কল করে আমার এক পরিচিত আত্মীয়র কাছে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম, এরকম অবস্থা দেখতে পেয়েছিলাম। পরিপূর্ণভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে কারো সাথে যোগাযোগ করার কোন অপশন নেই এখন। যাইহোক, আমাদের এই কমিউনিটিতে এরকম অবস্থা দেখে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে আপু। সবাইকেই অনেক বেশি মিস করছি। কারো সাথে কোন কথা বলার অপশন নেই, নতুন কোন পোস্টও দেখা যাচ্ছে না আমাদের এই কমিউনিটিতে। ওভারঅল অনেকটা একা একা অনুভব হচ্ছে। কবে যে সব পরিস্থিতি আগের মত হবে, সেই অপেক্ষায় রয়েছি আপু।
সত্যি বলতে আমার বাংলা ব্লগ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, প্রতিদিন রাতে স্বপ্ন দেখতাম এই বুঝি নেট চলে আসলো। সত্যি খুব বেশী মিস করেছি, আমার বাংলা ব্লগ এবং এর প্রতিটি সদস্যকে।
আসলেই আমার বাংলা ব্লগ থেকে দূরে থাকা যে কত কষ্টের ব্যাপার তা খুব ভালোভাবেই বুঝি। খুব বেশি কষ্ট হয়েছে আপনাদের সকলেরই তা বুঝতে পারছি ভাইয়া।এখন বেশ ভালো লাগছে আপনাদের সকলকেই দেখে।
আপনাদেরকে অনেক মিস করেছিলাম আপু। এই অবস্থাতে কিভাবে যে সময় অতিবাহিত করেছে সেটাও বলে বোঝানো সম্ভব নয়। এমনিতেই ইন্টারনেট সংযোগ বন্ধ তার উপরে আবার ঘরের বাইরে যাবার মত অবস্থা ছিল না।
বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল, এখনো পুরোপুরি ঠিক হয়নি।কিন্তু তারপরও একটু স্বস্তি যে আপনারা সকলেই আবার কমিউনিটিতে ফিরে এসেছেন।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড হওয়ার পর থেকে এমন কোনো দিন নেই যে পোস্ট কিংবা কমেন্ট করিনি। তাছাড়া একটু পরপর ডিসকর্ডে না ঢুকলে আমার মনে হয় পেটের ভাত হজম হয় না। আর ইন্টারনেট ছাড়া বিগত ৫/৬ দিন যে কিভাবে কাটালাম, সেটা ভাবলে এখনও খারাপ লাগে। সত্যি বলতে সবাইকে ভীষণ মিস করেছি আপু। সবকিছু যাতে দ্রুত স্বাভাবিক হয়ে যায়, সেই কামনা করছি।