বাগানের জন্য প্রস্তুতি তৃতীয় পর্বঃ 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম বাগানের প্রস্তুতির তৃতীয় পর্ব নিয়ে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম নানা রকমের বিচি বপন করা। হ্যা বন্ধুরা প্রায়ই দুই সপ্তাহ পরে বিচি থেকে চারা গজিয়েছে, তবে কিছু কিছু চারা এখনো উৎপন্ন হয় নি,আশা করি সেগুলো উৎপন্ন হয়ে যাবে। কিছু কিছু চারা উৎপন্ন হতে অনেক সময় লাগে, আর কিছু কিছু চারা উৎপন্ন হয় না কারণ বিচি ভালো থাকেনা। আজকে আপনাদের দেখাব কি কি চারা উৎপন্ন হয়েছে? আর বাজার থেকে কিছু কিছু চারা আনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

7E59B8FD-E0E0-4D3D-A999-3B3D63435642.jpeg

আমার যে চারাগুলো উৎপন্ন হয়েছে তার মধ্যে রয়েছে তিন রকমের লাউ, মিষ্টি কুমড়া,করোলা, কাঁচা মরিচ, তরমুজ, টমেটো, সিম, পুঁইশাক। আমার অনেক পছন্দের শসা এখনও উৎপন্ন হয় নি, তাছাড়া পেঁপে ,বোম্বাই মরিচ এখনো হয়নি। এখনো অপেক্ষায় রয়েছি। আসলে চারাগুলো যখন গজায় সেগুলো দেখে মনে যে প্রশান্তি পাওয়া যায় তা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। অন্যরকম এক ভালো লাগা কাজ করে। চলুন এক নজরে চারাগুলো দেখে নেওয়া যাক।

625EC6A8-D578-4563-B307-0B852537CE24.jpeg

4B9A5C9C-524A-4B64-B1A7-BE9B9B17A452.jpeg

উপরের ফটোগ্রাফি গুলো লাউ এর।

E314703E-9CE0-4E48-AC1B-305AEED7478D.jpeg

এটি পুঁইশাক। যখন বিচি লাগায় তখন সবগুলোর নাম পটে লিখে রেখেছিলাম কারন বুঝতে পারব না কোনটি কোন চারা।

BFE82DC1-EFC3-40E8-BA71-65C42A5AB5C7.jpeg

লাউ আর সিম।

44FA1FEE-E41A-4826-A8ED-81D75ADF8ACC.jpeg

0AA24A79-C9BF-42BF-A790-F824CBF7D0B3.jpeg

মিষ্টি কুমড়া আর লাউ।

DE11B2E1-301A-4889-A8CF-9FEED829338F.jpeg

3D5B01C2-6E15-4357-AEAA-324329BEBF8C.jpeg

করোলা।

C6D1DE06-2C39-488E-A159-92ABD6FF899A.jpeg

কাঁচা মরিচ।

63B6387B-FEA3-44B9-9960-99DA03DA66A8.jpeg

9767BCE3-94D9-4E2F-8494-ED50234B5C5A.jpeg

তরমুজ।

131AF9AD-35C1-4184-9BD5-277882988295.jpeg

B84E8B35-0C74-460B-885A-350298C2DA35.jpeg

7E85ADED-840E-4226-87D4-086A99251152.jpeg

উপরের চারাগুলো আমার রিলেটিভ দিয়েছিলেন।

2E2BEBD0-3823-4C7C-8211-AAA3FA6D4A3A.jpeg

48D28B26-003A-4A3E-BD45-96DE7ADFEC03.jpeg

622BF059-BDB8-4BDB-821D-87F351D734A9.jpeg

84E76024-27E8-48E9-AD3B-BA5DD245EF14.jpeg

B82DC851-04C6-44F9-8FA8-4F142527D1F3.jpeg

উপরের চারাগুলি আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছে।এগুলোর মধ্যে রয়েছে লেটুস, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, ক্যাপসিকাম, এবং অ্যালোভেরা।

2A39DA71-0DC3-4F36-B423-369D4583D893.jpeg

F418E252-6352-483D-AC47-59F2314A0F96.jpeg

উপরে ফুল দুটি আমার বাগানের।

EE501E77-A84E-4268-A06F-941FE6A05822.jpeg

এটি ড্যাফোডিল, বাজার থেকে কিনে আনা হয়েছে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপু এর আগে আপনার বাগানের একটা পর্ব দেখেছিলাম। মনে হয় আরেকটা পর্ব মিস করে গেলাম। কিন্তু আজকের পর্ব টা দেখে ভাল লাগল। আপনি অনেক ধরনের সুন্দর সুন্দর চারা গাছ দিয়ে আপনার বাগান সাজাচ্ছেন। এরকম বাগান করার ইচ্ছে আমারও আছে। আমি চিন্তা করলাম আমাদের ছাদে এরকম বাগান করব। আমাদের মাঝে এগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ইচ্ছা করলে ছাদে ছোট্ট পরিসরে একটি বাগান করতে পারেন যা অনেকেই করে থাকে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

যে কোন বীজ বপন করলে তা থেকে চারা হয় না কিছু চারা নষ্ট হয়ে যায় কারণ কিছু বিজ নষ্ট থাকে। এ বিষয়গুলো সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোট ছোট কচি চারা গুলো দেখতে কি যে সুন্দর লাগছে । আমারও খুব শখ বাগান করার তবে সেই সুযোগ নেই।

ড্যাফোডিল গুলো দেখতে খুবই সুন্দর।

 2 years ago 

সত্যিই বাগান করে যে প্রশান্তি পাওয়া যায় তা আর বলে বুঝাতে পারব না।ইনশাআল্লাহ আপনারও একদিন সুযোগ হবে এভাবে বাগান করার।

 2 years ago 

আপু বেশ সুন্দর তো চারাগুলো।বেশ ভালোই প্রস্তুতি নিচ্ছেন আপু দেখেছি। আপু আমার কাছে ড্যাফোডিল ফুল গাছটা বেশ ভালো লাগছে।ভালো লাগছে আপু।ধন্যবাদ

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

বাহ নিজ দেশের কিছু পরিচিত গাছ সেখানে দেখতে পেলাম মনে হচ্ছে😍।সত্যিই আপু আপনার প্রশংসা করতে হয়,বেশ সৌখিন মানুষ আপনি।আর কচি কচি চারাগুলো দেখতে সাংঘাতিক ভালো লাগছে🖤

 2 years ago 

ভাইয়া এই চারাগুলোর বিচি কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছিল, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে আবারো দেখতে পেলাম আপুর কর্মশালা ।সত্যিই আপু আমার খুব ভালো লাগে আপনার এই পোস্টগুলো দেখলে ।আর বিশেষত যেটি বলতে চাই ড্যাফোডিল গাছটি দেখে মনে হচ্ছে আমি এইরকম আরও একটি গাছ দেখেছি তবে সেই ফুলগুলো বেগুনি রংয়ের। কিন্তু আপনার গুলো হলুদ রঙের। যাইহোক আমার নামটা জানা নেই কিন্তু খুব সুন্দর এটি।

 2 years ago 

আপু আমার জানা মতে ড্যাফোডিল ফুলের কালার শুধু হলুদ বর্ণের হয়, অন্য কালার হয় কিনা তা জানি না, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাড়িতে এই ধরনের ছোট করে বাগান করার মধ্যে অনেক সার্থকতা রয়েছে। এই ধরনের বাগান থেকে একেতো অক্সিজেন পাওয়া যায় আবার অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় এ ধরনের বাগানের সবজি গুলো আমাদের খাবারের চাহিদা পূরণ করে থাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর সুন্দর চারাগুলো তো। এমন সুন্দর চাড়া দিয়ে বাগান তৈরি করলে বাগান না জানি আরো কত সুন্দর হবে। আপনার বাগানের সুন্দর ও সার্থক হোক এই কামনা করি আপু। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

ভালো লাগলো আপনার বাগানটা দেখে। এর এটা সত্যি কথা গাছের চারা যখন গজাতে শুরু করে তখন আসলেই বুঝা যায় না কোনটা কোন গাছের চারা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56652.41
ETH 2407.11
USDT 1.00
SBD 2.33