আমার বাগানের কিছু নতুন সদস্যের আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম , সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আবহাওয়া খুবই ভালো,টাটকা রোদ পড়েছে। তাপমাত্রা ২৬°, যা উপভোগ করার মতো কারণ বছরের অধিকাংশ সময়ই এ দেশের তাপমাত্রা অনেক ঠান্ডা থাকে।জনগণ উপভোগ করছে এই তাপমাত্রা।

যাই হোক আজকে ছুটির দিন , বাচ্চাদের স্কুল নেই , আমরাও উপভোগ করছি আজকের দিনটি। আজকে বেশিরভাগ সময়ই আমরা বাগানে কাটিয়েছি। বাগান থেকে নতুন নতুন কতগুলো ফুলের আলোকচিত্র নিয়েছি যেগুলোর মধ্যে কিছু কিছুর নাম আমার জানা এবংকিছু কিছু অজানা রয়েছে । আশা করি আপনাদের ভালো লাগবে ।

আলোকচিত্র : ১

BCBC2887-D382-4E9A-B6FB-5349090A91A0.jpeg

এটি আমার নাম না জানা ফুল, যদি কেও জেনে থাকেন, নামটি জানিয়ে দিবেন। এটি আমার বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করছে।

আলোকচিত্র : ২

50671469-2238-4B36-B851-2362ACB200E1.jpeg

এই ফুলটির নাম Nasturtium, এটি তিনটি কালারের হয়ে থাকে লাল ,কমলা এবং হলুদ। এর পাতাগুলো বৃহৎ আকারের হয়।

আলোকচিত্র : ৩

A54C4441-62D7-4599-B71F-621984B774FB.jpeg

এ ফুলটি অজানা, গাছটি অনেক ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং ফুলগুলো মাটির দিকে ঝুঁকে থাকে সোজা হতে পারেনা।

আলোকচিত্র : ৪

9B109705-24FE-4DDF-B566-822FF1D02AEE.jpeg

এ ফুলটি অজানা, এই ফুলের তিনটি কালার রয়েছে আমার বাগানে।

আলোকচিত্র : ৫

5E4C034C-9BD3-498E-BE81-3400168099D8.jpeg

এটি জেরানিয়াম , এ ফুলের দুইটি কালার রয়েছে, লাল, গোলাপি ।

আলোকচিত্র : ৬

79253904-D411-4AFE-B7A3-50E921E4898F.jpeg

এই ফুলটি পৃথিবীর সকল মানুষের কাছে চেনা এমন কোন লোক নেই যে এই ফুলটি চেনেনা। এটি আমাদের সকলের পরিচিত গোলাপ ফুল, গতকাল আমার হাজব্যান্ড দোকান থেকে কিনে এনেছে।

আলোকচিত্র : ৭

E85F8EA5-AFD0-4FB5-A213-22E5470913F3.jpeg

এটি কমলা রং এর Nasturtium

আলোকচিত্র : ৮

FC33EA49-51B3-42C9-BB02-9CBDF4375820.jpeg

একটি লাল রঙের জেরানিয়াম কতগুলো গুচ্ছাকারে ফুটেছে, জেরেনিয়াম ফুল আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এগুলো নতুন ফুটেছে।

আলোকচিত্র : ৯

AED66EA2-B6F3-4CE0-B4C8-E713B3A2AACE.jpeg

এটি আর একটি নাম-না-জানা ফুল, ছোট্ট এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুলফুটে এবং মাটির দিকে ঝুঁকে থাকে।

আলোকচিত্র : ১০

B6DD8BD8-7478-410E-9244-D250624550EB.jpeg

এটি গোলাপি জেরানিয়াম ,নতুন ফুটেছে

১০ টি ফুলের what3words address.
https://w3w.co/stump.ally.reply

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স

আশা করি আজকে আমার এই আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

সুন্দর। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার সবগুলা আলোকচিত্র খুব সুন্দর হয়েছে। নতুন নতুন ফুলগুলোর নাম জেনে খুশি হলাম।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

প্রথম যে ফুলের ছবিটি দিয়েছেন তার নাম হলো Tibouchina
দ্বিতীয়টি হলো এক প্রকার গোলাপ ফুল - a variant of red floribunda rose
নবমটি খুব সম্ভবত: white begonia flower
ফুল আমার খুব ভালো লাগে । আপনার ফুলের ফোটোগ্রাফি পোস্টটি পড়ে খুব ভালো লাগলো । আশা করছি আরো শেয়ার করবেন :)

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা,ফুল দুটির নাম জেনে উপকৃত হলাম, আরো খুশি হলাম জেনে আপনার কাছে আমার পোস্টটি ভাল লেগেছে, অনেক ধন্যবাদ আপনাকে।

কি অসাধরণ আপনার বাগান। কত রং আর কি সুন্দর করে সাজিয়েছেন।
খুব ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে, আমারও ভাল লাগলো আপনার মন্তব্যটি চেনে।

 3 years ago 

অনেক সুন্দর আপনার ফুলের ছবি গুলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সবগুলো ফুল এবং ফটোগ্রাফি বেশ চমৎকারভাবে ক্যাপচার করেছেন তানজিরা আপু। দৃশ্যগুলো আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

হাফিজুল্লাহ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63834.78
ETH 2627.38
USDT 1.00
SBD 2.78