একটি মেহেদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারএকটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের আর্টটি অনেক সুন্দর তবে সময় একটু বেশি লাগবে। চেষ্টা করলে যে কেউ হাতে পড়ে ফেলতে পারবে। ধাপে ধাপে সম্পন্ন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

7F855A87-E8C8-4E8F-91E0-57E77F715292.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

887FC824-7FF5-4E7B-9766-0B478CB86B5D.jpeg

7B3152A7-1812-461C-9E40-74D3FE052353.jpeg

419552B0-EE4C-49DF-82D2-65F247AB41BC.jpeg

BCDDDFC4-094F-4E50-B09F-F2E3489837DE.jpeg

9A96E49D-77C5-4E77-BD3B-D375FAB6BDDB.jpeg

1AD48E64-5544-4F12-ACAF-C1389A3327AB.jpeg

1E890210-53A8-4F35-AB25-EE948CD333CB.jpeg

1E29A5BB-512A-4507-B026-61B64C6516FC.jpeg

40C534DC-15AC-4FBF-8E69-8B8CC00A9466.jpeg

DA7164C3-B9D8-4455-82AC-FE4494532B48.jpeg

F06EBDB8-F675-4531-9B6E-3385AA5E60A5.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 months ago 

খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু, আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করে থাকেন। আপনার মেহেদি ডিজাইন অংকন দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে যাই। এই অংকনটা যদি কেউ হাতে পড়ে তাহলে অবশ্যই দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে। এত চমৎকার একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

সুন্দর মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করেছেন আপু।
দেখতে খুবই চমৎকার লাগছে।
কিভাবে এমন সুন্দর মেহেদি ডিজাইন আর্ট অংকন করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 months ago 

অনেক চমৎকার একটি ডিজাইন সত্যি দেখার মতো লাগছে ৷ আপনি প্রায় সময়ই এরকম মেহেদি ডিজাইন শেয়ার করেন ৷ বেশ ভালোই লাগছে তবে যদি কালার রং হয় ৷ তবে আরও সুন্দর এবং সৌন্দর্য লাগবে ৷ যদিও এটা আমার কথা ৷
যা হোক অনেক আপু এতো সুন্দর একটি ডিজাইন উপস্থাপনা করার জন্য ৷

 3 months ago 

মেহেদি ডিজাইন এর আর্ট।দেখতে খুব সুন্দর লাগছে। এ ডিজাইনটা হাতে পড়লেও দেখতে খুব সুন্দর লাগবে🥰।আমার এই ডিজাইন গুলো ভীষণ ভালো লাগে। আর আপনি এটি ধাপে ধাপে খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 months ago 

সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা মেহেদী ডিজাইন আর্ট সম্পন্ন করেছেন আপু।এই সিম্পল ডিজাইন গুলো হাতে নিলে বেশ ভালো দেখায়।আর এই প্লাটফর্মে আপনার পোস্ট প্রথম এই মেহেদী ডিজাইন আর্ট দেখিছি।তখন থেকেই অনুপ্রাণিত হয়ে এখন একটু আকটু চেষ্টা করছি মেহেদী ডিজাইন আর্ট করতে। এখন বেশ ভালো লাগে পেন্সিল দিয়ে মেহেদী ডিজাইন আর্ট করতে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 months ago 

অনেক সুন্দর হয়েছে ডিজাইনটি।সুন্দর হলেও খুব জটিল নয় আকা,ফলে খুব সহজেই যে কেউ হাতে আকতে পারবে আপনার ধাপ গুলো অনুসরন করে।ধন্যবাদ আপু সুন্দর মেহেদীর ডিজাইন টি শেয়ার করার জন্য।অন্য আপুরা অনেক খুশি হবে।

 3 months ago 

আপনার মেহেদি ডিজাইনগুলো সব সময় খুব চমৎকার হয়। আমার কাছে দারুন লাগে। আজকের এই ডিজাইনটি সিম্পলের মধ্যে খুবই সুন্দর। মুগ্ধ হয়ে গেলাম আপনার মেহেদি ডিজাইন টি দেখে। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি ডিজাইন শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেকদিন পর আপনার মেহেদির আর্ট দেখলাম। ঠিকই বলেছেন আজকের আর্টটি খুব সুন্দর কিন্তু হাতে এভাবে মেহেদি পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। কারণ ছোট ছোট অনেক ডিজাইন রয়েছে ভিতরে। মেহেদির ডিজাইনটি খুব চমৎকার লাগছে দেখতে। ধাপগুলো সুন্দর দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য।

 3 months ago 

আজকের মেহেদী ডিজাইন টা বেশ দারুণ হয়েছে আপু। আপনার মেহেদী ডিজাইনস গুলো দেখলে মনে হয় একেবারে প্রফেশনাল। প্রথম অবস্থায় দেখে না বুঝলেও পরে ধাপে ধাপে ছবিগুলো শেয়ার করাই ভালো হয়েছে।যে কেউ ইচ্ছা করলেই এটা চেষ্টা করতে পারবে।।

 3 months ago 

দারুন একটা মেহেদি ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে এ ধরনের ডিজাইনগুলো যদি হাতে পরিধান করা যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আমার অর্ধাঙ্গিনী সবসময়ই আপনার মেহেদির ডিজাইনগুলো অনেক পছন্দ করে।

 3 months ago 

মেহেদি ডিজাইন আর্ট করতে আমারও ভাল লাগে কিন্তু সময়ের জন্য করা হয়ে উঠে না। আর তাই আপনাদের সুন্দর ডিজাইন গুলো দেখে মন ভরে নেই। আজও খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ সহজভাবে দেখিয়েছেন। আমার কাছে খুব ভাল লেগেছে ডিজাইন টি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.07
JST 0.027
BTC 27839.14
ETH 1754.88
USDT 1.00
SBD 3.00