সাদা পাথরের অপরূপ সৌন্দর্য || পর্ব: -৩
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আজকে আবার হাজির হয়ে গিয়েছি সিলেটের ভোলাগঞ্জের অপরূপ সৌন্দর্যের সাদা পাথরের ৩য় পর্ব নিয়ে।সকলে দল বেঁধে হেঁটে যাচ্ছিলাম পাথরের দিকে।হাঁটতে বেশ ভালই লাগছিল কারণ এখানে কক্সবাজারের মত শুধু বালু আর বালু।এমন কি পানিতে নামলেও বালু। কিন্তু পানিতে ছোট বড় অনেক পাথর রয়েছে, এ কারণে খালি পায়ে হাঁটা যায় না।আর স্যান্ডেল পড়ে গেলেও প্রবলেম কারণ স্যান্ডেল পড়ে পানিতে হাঁটা যায় না।পা থেকে স্যান্ডেল খুলে গেলেই স্রোতে টেনে নিয়ে যায়।কারণ বেশ ভালই স্রোত রয়েছে সেখানে। কয়েকবার আমাদের পা থেকে স্যান্ডেল ছুটে চলে গিয়েছিল কিন্তু আবার ফিরে পেয়েছি।যাইহোক ছোট বড় আমরা সকলেই পানিতে নেমেছিলাম। কিন্তু পানিতে নামার আগে প্রবলেম হচ্ছিল আমাদের সাথে যে ব্যাগগুলো ছিল সেগুলো নিয়ে তো আর পানিতে নামা যায় না। এ কারণে তাদের এখানে খুবই সুন্দর ব্যবস্থা ছিল লকারে ব্যাগ গুলো রাখার ব্যবস্থা ছিল।এ কারণে আমাদের লকার ভাড়া করতে হয়েছিল। দুইটি লকার আমরা ভাড়া করেছিলাম ব্যাগ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য।
উপড়ে দেখুন ছাতা সহ বেঞ্চগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে।আগে যখন গিয়েছিলাম তখন এই বেঞ্চগুলো দেখিনি। নতুন আনা হয়েছে, ধীরে ধীরে উন্নত করা হচ্ছে জায়গাটি। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে এখানে বসে রেস্ট করা যায়। অবশ্য এজন্য আপনাকে পে করতে হবে।ছাতার নিচে এভাবে বেঞ্চে হেলান দিয়ে বসে অসাধারণ এই প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলুন?
এখানে দেখুন বেশ ভালই পানি রয়েছে, কিন্তু খুব বেশি পানি নেই, ডুবে যাওয়ার ভয় নেই। তবে স্থানভেদে পানি কম বেশি থাকতে পারে। আমরা যেখানে নেমেছিলাম সেখানে পানি খুব বেশি ছিল না।
শুয়ে, বসে যে যেভাবে পারছে খুব উপভোগ করছে সেখানে।
আজ তাহলে এতোটুকুই। আশা করছি আজকের পর্বটি আপনারা বেশ উপভোগ করেছেন।আগামীতে এর শেষ পর্ব নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

সিলেটের সাদা পাহাড়ের রাজ্য দেখে চোখ জুড়িয়ে গেল। খুবই সুন্দর এবং আকর্ষণীয় জায়গা গুলোতে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। আপু আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।
0.00 SBD,
0.52 STEEM,
0.52 SP
সেখানে পানি কম থাকলেও, প্রচুর স্রোত থাকে অনেক সময়। ঈদুল আজহার পরের দিন অর্থাৎ ৪/৫ মাস আগে আমরা সেখানে গিয়েছিলাম এবং আমাদের চোখের সামনে একটি ছেলে ডুবে মারা যায় শুধুমাত্র স্রোতের কারণে। যাইহোক ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।