একটি মেহেদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চমৎকার একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। উপরের দিকে জালিকাকারে এভাবে মেহেদির ডিজাইনগুলো হাতে পড়লে অনেক সুন্দর লাগে। ডিজাইনটি করতে একটু সময় লাগবে , তবে ধৈর্যসহকারে একবার পড়তে পারলে আসলেই অনেক সুন্দর লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে অবশ্যই আপনারাও পারবেন এই আর্টটি করতে।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

FC4BF757-364F-4421-A39D-F15E729EB515.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো দেখানো হলোঃ

F5F36C67-4BA8-42B5-B218-A13B18AE0FBC.jpeg

প্রথমেই চারটি সরলরেখা এঁকে নিয়েছি।

AB9B8555-CA6D-4C47-BD41-44FC26247578.jpeg

এরপর উপরের ও নিচের সরলরেখা দুটি গাঢ় করে এঁকে নিয়েছি।

6BE27A99-0BCF-4C0C-897F-5F899D5F1C1C.jpeg

এরপর দুই সরল রেখার মাঝখানে এভাবে পাতা ও ডট ডট করে এঁকে নিয়েছি।

A8C08F42-31F0-4B57-9705-809EA48473AA.jpeg

এরপর নিচের দিকে এভাবে কতগুলো ফুল এঁকে নিয়েছি।

32ED3776-A553-449E-9074-A2C619DFFE8C.jpeg

এরপর ফুলগুলোর নিচের দিকে এভাবে দন্ড সহ কতগুলো পাতা এঁকে নিয়েছি।

83661CC1-03AF-4BFF-A809-5DEA887D8050.jpeg

এরপর ওপরের দিকে এভাবে জালিকাকারে ডিজাইন করে নিয়েছি।

D1C9BA60-D1BD-45A8-8691-4D487539249D.jpeg

64D2C0F8-A0BA-4257-8708-DF81D9AD9151.jpeg

13218131-E99C-46A6-A516-4A2710A73AB9.jpeg

4D32A082-6FA8-4F87-9FBF-E5986CC091BB.jpeg

এরপর উপরের দিকে এভাবে পর্যায়ক্রমে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।

109AB90C-C17E-4950-9D6C-A5080D21C3AC.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন এর অংকন আবারো দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন এর চিত্র অঙ্কন করেন। আজকের চিত্র অংকন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইন এর আর আর্ট অনেক সুন্দর হয়েছে এবং আপনি খুব সুন্দর ভাবে পর্যায়ক্রমে খুব সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু অন্যান্য দিনের তুলনায় আজকের মেহেদির আর্টটি বেশ কঠিন মনে হলো। এরকম ভাবে হাতে মেহেদী হাতে দিতে অনেক সময় লাগবে । কিন্তু ঠিক বলেছেন আপনি একবার দিতে পারলে দেখতে খুবই চমৎকার লাগবে । এরকম ডিজাইনের মেহেদি হাতে দিলে খুব ভালো লাগে দেখতে।

 2 years ago 

আপনার মেহেদীর ডিজাইন আর্টটি খুবই সুন্দর হয়েছে আপু। খুব নিখুত ভাবে আটটি সম্পন্ন করেছেন। এত সুন্দর করে হাতে মেহেদি পড়লে সত্যি দেখতে খুবই ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মেহেদি ডিজাইনের এই আর্ট টি আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে এটি দেখতে কানের অর্নামেন্ট এর মত লাগছে। তবে এটি সত্য বলেছেন এটি যদি হাতে পড়া হয় তাহলে দেখতে বেশ চমৎকার লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সাথে এই আর্টটি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এই মেহেদির ডিজাইন টা হাতে পড়লে কিন্তু বেশ সুন্দর লাগবে। আপনি যেহেতু বলেছেন তাহলে একদিন অবশ্যই চেষ্টা করব হাতে পড়ার জন্য। খুবই নিখুঁত ছিল মেহেদির ডিজাইন। কিন্তু হাতে পড়তে একটু সময় লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনার আজকের মেহেদির ডিজাইন টি আমার কাছে খুব ভালো লেগেছে। মেহেদির ডিজাইন টি দেখতে খুবই আধুনিক এবং আকর্ষণীয় লাগছে। আপনি খুব সুন্দর করে মেহেদির ডিজাইনটি করেছেন। আমি এটি হাতে ট্রাই করবো।

 2 years ago 

এ ধরনের মেহেদি ডিজাইনগুলো আমার কাছে খুবই কঠিন মনে হয়। আঁকার সময় অনেক সময় দিয়ে আঁকতে হয়। আমার ছোট বোনকে বলব তার হাতে ডিজাইনটি করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা মেহেদি ডিজাইন এর আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

আমার না সবার সুদূর লন্ডনের আপু কেমন আছেন ৷খুব সুন্দর মেহেদীর ডিজআর্ট করেছেন ৷ভালো হয়েছে আপু
ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69805.09
ETH 3740.40
USDT 1.00
SBD 3.59