টুনা মাছ ভাজি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুব ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি নিয়ে। নরমালি যে কোন রান্নায় একটু টাইম লাগে, কিন্তু কোন কোন পরিস্থিতিতে আমাদের হাতে সময় থাকেনা ঠিক সেই মুহূর্তে এমন একটি ঝটপট রান্না করা যায় তেমন একটি রেসিপি হলে খুব ভালো হয়। আমার রেসিপিটি হচ্ছে টুনা মাছ ভাজি, এই মাছ পটে থাকে যা আপনাকে সুপার মার্কেট থেকে কিনে আনতে হবে ।এতে আপনার কোন পরিশ্রম করতে হবেনা পট থেকেই বের করেই আপনি রান্না করতে পারবেন, আর খাবারটি অনেক মজাদারও বটে। আমি আর আমার ফ্যামিলির সকলেই এই খাবারটি অনেক পছন্দ করি। মাত্র ৮ থেকে ৯ মিনিটের মধ্যেই আপনি রান্নাটি শেষ করতে পারবেন।

632D8ED6-A5C5-41D5-BC5D-E3EEF4D1635B.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
টুনা মাছএক পট
পেঁয়াজ কুচি১ কাপ
কাঁচা মরিচ২টি লম্বা করে কাটা
টমেটো কুচিকাপের এক চতুর্থাংশ
হলুদ গুড়াহাফ চাঃচাঃ
ধনিয়া গুড়াহাফ চাঃচাঃ
মরিচ গুড়াহাফ চাঃচাঃ
কারিপাউডার১ চাঃচাঃ
লবণস্বাদমতো
তেল১ টেবিল চামচ
ধনে পাতা কুচিকাপের এক চতুর্থাংশ

কার্যপ্রণালী :

প্রথমেই একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ ,টমেটো ও লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প আঁচে ২ মিনিট রেখে দিয়েছি। এরপর হলুদ, কারি পাউডার, ধনে গুঁড়া ও মরিচের গুঁড়ো দিয়ে আরো ২ মিনিট কষিয়ে নিয়েছি। এরপর পট থেকে মাছগুলো নিয়ে প্যানে ঢেলে দিয়ে ভালোভাবে মাখিয়ে চুলার আঁচ একটু বাড়িয়ে ৫ মিনিট রেখে দিয়েছি। পাঁচ মিনিট পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, হয়ে গেল আমার মজাদার টুনা মাছ ভাজি।

নিম্নে প্রক্রিয়াগুলো দেখানো হলো:

9B88C8E1-ED2E-4C5D-A950-48E8F306F61E.jpeg

E0B54A9D-712B-49BC-BCE5-5C6D7C952797.jpeg

D059A8EE-A2E9-43E6-AA3B-3A2130B3704C.jpeg

E32947D2-8350-43D7-97C0-8BD08DA79D82.jpeg

6073642D-D68B-4AA3-99F7-18C66419B227.jpeg

1932CCE8-E047-4A1D-BCD1-7BD6FA0DA857.jpeg

C9E61090-81B8-4447-A0B5-D8FCA5BC620D.jpeg

F8F9E1AC-BBD9-4FB7-B9C5-6065DC52C173.jpeg

B4A76E6A-79FA-44AF-939E-DF09A78910D7.jpeg

8DFAECBF-B4E4-427F-A2A0-128B3DD30D55.jpeg

684A6254-6403-4200-877D-B2D4B9B61D85.jpeg

A18C0C0A-C447-40D3-BB58-172EF7667676.jpeg

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

এই প্রথম শুনলাম টুনা মাছের কথা।নামটি আমার দারুণ লেগেছে।অনেক সুন্দর রেসিপি বানিয়েছেন আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু তোমাকে।

 3 years ago 

দেখে মনে হচ্ছে খুবই মজাদার একটি মাছ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

দেখেই খেতে ইচ্ছে করছে আর রান্নাটাও অনেক সহজ। আপনি দেশে আসলে আমাদের জন্য নিয়ে আসবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যা রান্নাটি অনেক সহজ, অবশ্যই আনবো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95511.18
ETH 3313.19
USDT 1.00
SBD 3.30