একটি মেহেদি ডিজাইন এর আর্ট, 10% beneficiary to @ shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সকলেরই ঈদ ভালোভাবে কেটেছে এবং মেয়েদের কাছে ঈদের প্রধান আকর্ষণ মেহেদি পরা, হয়তো কমবেশি আমরা সকলেই যেভাবে পারি সেভাবেই পড়ে নিয়েছি। আমার কাছে মনে হয় মেহেদী না পড়লে ঈদের সাজগোজ যেন অসম্পূর্ণ হয়ে যায়। আজকেও আরেকটি সহজ ও সুন্দর মেহেদী ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম ।ডিজাইনটি হাতে পড়লে দারুন লাগবে দেখতে। আশাকরি আপনাদের ভালো লাগবে।আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে আপনারাও পারবেন এ ধরনের আর্ট করতে ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

77E43FC6-D926-47F2-8C6A-94724A3CF50F.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে একটির পর একটি দেখানো হলোঃ

83390EC8-3394-4879-9ECB-3DCC2656ADEA.jpeg

F0EF70B2-7562-4CA2-BE15-A244F22B3A64.jpeg

প্রথমেই বাংলা সংখ্যা ১ এর উল্টা করে প্যাঁচিয়ে এঁকে নিয়েছি।

4FA89914-6232-4768-89BA-F7ACDEDD01BA.jpeg

এরপর নিচের দিকে এভাবে ফুলের মত করে এঁকে নিয়েছি।

C4576AD6-E297-4B72-916D-331B35756010.jpeg

এরপর ফুলটির নিচের দিকে ও উপরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

5BA3FF40-156E-417A-BFA1-3B9F8595C5B8.jpeg

এরপর উপরের দিকে ঠিক একইভাবে ওই ১ এর উল্টা করে এঁকে নিয়েছি।

6A1CB04A-5FF9-41E1-BE5B-2B7ABEA9ACE5.jpeg

এরপর উল্টা সংখ্যা ১ এর বাইরের দিকে এভাবে কতগুলো ফুল একে নিয়েছি।

37AA9037-53B7-4907-B19C-89EE0BEF02EF.jpeg

9447354F-956E-4804-BCC8-97D655C7C2E9.jpeg

81A0A649-7A37-412F-91CB-2FF06F426DA6.jpeg

এভাবে ক্রমান্বয়ে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।

9FAFCB8C-1780-41E7-BD48-AA1B6A1BA9D4.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আশা করি আপু, ভালো আছেন? আজকে আপনার মেহেদি ডিজাইন এর আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি ডিজাইন এর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এতো দুর্দান্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন ঈদের সময় যদি হাতে মেহেদি না পরে তাহলে যেন মেয়েদের ঈদ অপূর্ণই থেকে যায়। ছোটবেলায় আমিও আমার হাতে মেহেদী পড়তাম। আপু আপনার শেয়ার করা মেহেদীর ডিজাইনটি খুবই সুন্দর। এভাবে মেহেদি দিলে দেখতে অনেক ভালো লাগবে। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া এ কারণেই মেহেদি দেওয়ার রেওয়াজ বাঙালিরা এখনো ধরে রেখেছে, অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমার কাছে মনে হয় মেহেদী না পড়লে ঈদের সাজগোজ যেন অসম্পূর্ণ হয়ে যায়

আপনি একদম ঠিক কথা বলেছেন আপু মেহেদী যদি ঈদের সময় হাতে না দেয়া হয় তাহলে ঈদের সাজুগুজু যেন অসম্পূর্ণ থেকে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।

আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার একটি মেহেদির ডিজাইন তৈরি করে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি মেহেদী ডিজাইন তৈরি করতে হয়।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ঈদের দিন হাতে মেহেদি না পড়লে ঈদ ই মনে হয় না। ছোট বড় সকলেই ঈদের আগের দিন রাতে ব্যস্ত হয়ে যায় হাতে মেহেদি পড়ার জন্য । আপনার আজকের মেহেদির ডিজাইন টা আসলেই খুব চমৎকার হয়েছে। খুব সহজে ডিজাইনটি করা যাবে হাতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক মেহেদী পড়া ঈদের এক অন্যরকম আনন্দ।

 2 years ago 

মেহেদি ডিজাইন এর আর্টটি বেশ চমৎকার হয়েছে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে মনে হয় মেহেদী না পড়লে ঈদের সাজগোজ যেন অসম্পূর্ণ হয়ে যায়।

এই কথাটা একদম ঠিক বলেছেন আপু মেহেদী না পড়লে ঈদের সাজগোজ যেন একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। ঈদের দিন যতই সাজগোজ করেন না কেন মেহেদী ছাড়া কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তবে দুঃখের বিষয় এবারের ঈদে মেহেদী পড়তে পারিনি। কারণ ঈদের দিন খুবই অসুস্থ ছিলাম। যাইহোক আপু দারুন একটি ডিজাইন শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জেনে খুবই খারাপ লাগলো, আশা করি এখন ভাল আছেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর করে মেহেদী ডিজাইন এর চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপনার চিত্র অংকন দেখতে পেরে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা দেখে আমিও শিখতে পারলাম।

 2 years ago 

আপনি শিখতে পেরেছেন জেনে আমারও অনেক ভালো লাগলো। একবার ট্রাই করে দেখবেন কারো হাতে দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঈদের আগে অনেকের হাতে মেহেদি ডিজাইন আর্টে দেখেছিলাম। মূলত চাঁদ রাত্র ের সব মেয়েরাই হাতে মেহেদি পড়ে। আপনি অনেক সুন্দর মেহেদি ডিজাইন আর্ট অংকন করেছেন হয়তো হাতের উপর বাস্তবে প্রয়োগ করলে আরো বেশি সুন্দর লাগতো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

জ্বী ভাইয়া এই ডিজাইনটি হাতে পড়লে আসলেই অনেক চমৎকার লাগবে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটি মেহেদী ডিজাইন এর অংকন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন মেহেদি ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। চেষ্টা করতে থাকুন এরকম সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন এর অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

মেহেদি ডিজাইনের আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর মেহেদী আর্ট আমাদের মাঝে উপহার দেন। সব সময়ই প্রতিটি মেহেদি আর্ট খুবই অসাধারণ হয়। আজকের মেহেদী আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60950.68
ETH 2607.83
USDT 1.00
SBD 2.65