মেয়েদের সাথে কিছু এক্টিভিটিসঃ শেষ পর্ব
সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আবার হাজির হয়ে গেলাম মেয়েদের সাথে কিছু এক্টিভিটিস এর শেষ পর্ব নিয়ে। গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বড় মেয়ের কিছু এক্টিভিটিস যা ছিল রঙিন কাগজ দিয়ে তৈরি কিছু ফুল। আজকে হাজির হয়েছি ছোট মেয়ের সাথে করা কিছু অ্যাক্টিভিটিস নিয়ে।ছোট মেয়ে আর আমি দুজনে মিলে প্লে ডো দিয়ে তৈরি করেছিলাম কিছু ফুল।এগুলো বানানোর সময় আমরা দুজনেই খুব উপভোগ করেছি।আসলেই প্লে ডো দিয়ে অনেক কিছুই বানানো যায়।আর বানানো জিনিসগুলো দেখতেও খুব চমৎকার লাগে।আমাদের তৈরি ফুলগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি।আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমাদের এক্টিভিটিসগুলো করতে কি কি লেগেছে?
- প্লে ডো
- সিজার
- কুকি কাটার
- কাটা চামচ
নিম্নে কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
ফুলগুলো তৈরি করতে আমাদের যা যা লেগেছে।
প্রথমে হাতের তালুর সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর মাঝ বরাবর কেটে হাফ করে নিয়েছি।
সবগুলোর সাইড এভাবে ডিজাইন করে নিয়েছি। এরপর একটি এভাবে প্যাঁচিয়ে নিয়েছি।
এরপর প্যাঁচানো অংশটুকুর চারিপাশে এভাবে সবগুলো পার্ট লাগিয়ে একটি গোলাপ ফুল বানিয়ে ফেলেছি।
ঠিক একইভাবে দুজনে মিলে এভাবে নীল রঙের ফুলটি বানিয়ে নিয়েছি।
সূর্যমুখী ফুলটি আমি নিজেই বানিয়েছি, চলুন তাহলে ধাপগুলো দেখে নেওয়া যাক:
প্রথমেই এভাবে গোল করে নিয়েছি। এরপর মাঝখানে কুকি কাটার দিয়ে হালকা গোল করে কেটে নিয়েছি।
ওর ব্রাউন কালারের কিছু প্লে ডো নিয়ে কুকি কাটার দিয়ে কেটে মাঝখানে বসিয়ে দিয়েছি।এরপর কাটা চামচ দিয়ে মাঝখানে একটু খুচিয়ে নিয়েছি।
এরপর সিজার দিয়ে চারিপাশে এভাবে কেটে ডিজাইন করে নিয়েছি।
ব্যাস হয়ে গেল একটি সূর্যমুখী ফুল।যদিও এত বেশি সুন্দর হয়নি, কিন্তু মেয়েরা খুবই পছন্দ করেছে আমার বানানো এই ফুলটি।
এটি ছোট মেয়ে বানিয়েছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আপনার বড় মেয়ের একটিভিটিস গুলো দেখতে যেমন ভালো লেগেছিল। তেমনি আপনার এবং আপনার ছোট মেয়ের এক্টিভিটিস দেখে অনেক ভালো লাগলো। আপনারা দুজনে দেখছি প্লে ডো দিয়ে অনেক রকমের ফুল তৈরি করেছেন। ফুলগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো আপনার মেয়ের তৈরি করা ফুলটা অনেক সুন্দর লেগেছে। এভাবে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে তারা এরকম কাজগুলো করতে আগ্রহী হবে।
প্লে ডো কিনলে আমার ও বাচ্চাদের সাথে বসে খেলতে হয়। বাচ্চারা একা খেলতে চায় না। আপনার বড় মেয়ের ফুলগুলো দেখেছিলাম। ছোট মেয়ের ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। অনেকগুলো ফুল তৈরি করেছে দেখছি। কালারের জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে।
মা মেয়ে মিলে প্লে ডো দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন আপু। ফুলগুলো দেখতে সত্যিই দারুণ লাগছে। আপনার দুই মেয়ে ক্রিয়েটিভ কাজ করতে খুব পছন্দ করে। যাইহোক আপনার তৈরি করা সূর্যমুখী ফুলটা আসলেই খুব সুন্দর হয়েছে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার বড় মেয়ের একটিভিটিস গুলো দেখেছিলাম। খুবই সুন্দর ছিল সেগুলো। আজকের ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আপনার ছোট মেয়ে দেখছি খুব সুন্দর ফুল তৈরি করেছে। আপনিও তো খুব সুন্দর একটা সূর্যমুখী ফুল তৈরি করেছেন। প্রত্যেকটা ফুল দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর কাজগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।