আমাদের মা ও মেয়েদের ঈদের দিনের মেহেদী ডিজাইন , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের মা ও মেয়েদের ঈদের মেহেদি ডিজাইন নিয়ে। ঈদের দিন মেহেদী না পড়লে কি হয় বলুন? ঈদের আগের দিন খুবই ব্যস্ত থাকি, এসময় সকল রান্না-বান্না শেষ করে ফেলি ঈদটাকে ভালোভাবে উপভোগ করার জন্য।ঈদের দিন কোন কাজ রাখিনা। এরপর কাজকর্ম শেষে বসে যাই মেহেদী পড়তে এবং পড়াতে।আপনারা অনেকেই জানেন আমার দুটি মেয়ে রয়েছে, ওদের দুজনের হাতে মেহেদি পরিয়ে এরপর আমার নিজের হাতে মেহেদি পড়ে ফেলি। ব্যস্ততার কারণে ওদের হাতে যে মেহেদী দিয়েছিলাম তা ধাপে ধাপে পিকচার তুলতে পারিনি, শুধু লাস্ট ফিনিশিং এর একটি ফটো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । আর আমি আমার হাতে যে মেহেদি পরেছিলাম তা ধাপে ধাপে এঁকে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে ।অংকনটি ধাপে ধাপে সহজভাবে উপস্থাপন করেছি, চেষ্টা করলে যে কেউ করতে পারবেন।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে ।

50F5E991-05EC-4D36-9581-FB27034D84E8.jpeg

প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার মেয়ে দুজনের হাতের মেহেদি ডিজাইন ।

7F422267-0D7C-419A-B6FC-21AFDCDCE8FB.jpeg

বড় মেয়ের হাতের মেহেদী ডিজাইন।

178FE41A-2F3A-4F7B-92F9-1844BFEBE67D.jpeg

ছোট মেয়ের হাতের মেহেদী ডিজাইন ।

এবার আমার পালাঃ

চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমার অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

873DFAEA-697F-4495-8075-2A33EDF803CD.jpeg

4FD5837D-8C16-42EE-9295-9FA7414BF4AB.jpeg

D85C23A1-BB78-4422-A954-15F50B084C43.jpeg

342E1840-3B11-493A-BF57-C3A537B7BE6D.jpeg

50C55788-3273-4694-93E8-2C5215B93697.jpeg

DCF139D5-5388-4550-870A-218D0576E2EF.jpeg

BE4835CD-DEEE-4EC2-AC65-348BF10C54CB.jpeg

0B83BCCC-EF07-4CC2-965F-E23352797CEF.jpeg

82BC434A-EA2D-43A0-A39D-380B35706FE0.jpeg

458029A3-60F8-4B9D-BB3A-9A7FDA0AC71D.jpeg

9DDFADAC-F078-4800-AB54-4CEE8FC96F32.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন অঙ্কন করে থাকেন আপনাদের মেহেদি ডিজাইন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের মা ও মেয়ের ঈদের দিনের মেহেদি ডিজাইন টি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু মনি আপনি যেমন মেহেদীর ডিজাইন আর্ট করতে পারেন তার থেকে বেসি আপনি হাতে মধ্যে মেহেদী দিয়ে ডিজাইন করে দিতে পারেন, আপনার মা মেয়ের হাতের ডিজাইন আমার খুবই ভালো লেগেছে, উপস্থাপনা বেশ চমৎকার ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনাকে অনুসরন করে আমিও নিজেও মেহেদি ডিজাইন করি এখন ।আমার মেহেদি ডিজাইন করতে ভীষণ ভালো লাগে। আপনার থেকে অনুপ্রাণিত হয়েছি। আজ আপনি যে মেহেদি ডিজাইন করলেন তা আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর ভাবে মেহেদি ডিজাইন করেছেন এবং তা আপনার হাতে লাগিয়েছেন আমাকে মুগ্ধ করেছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার আর্ট গুলো দেখেছি, আপনিও খুব সুন্দর আর্ট করতে পারেন, আমার ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু খুব সুন্দর হয়েছে আপনাদের মা মেয়ের হাতের ডিজাইনের মেহেদী। খুব সুন্দর করে বড় এবং ছোট মেয়ের হাতের ডিজাইন করে দিয়েছেন। বেশ ভালো ছিল আপু। এবং আপনি যে মেহেদির ডিজাইন সমকোণ করেছেন সেটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করবো এভাবে করে হাতে মেহেদি ডিজাইন করার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু মেয়েদের ডিজাইন গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি সবসময়ই সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন অঙ্কন করেন। আজকে তো একদম মেহেদি হাতে পরা অবস্থায় দেখিয়ে দিলেন। খুব ভালো লাগছে বাচ্চাদের হাতের মেহেদির ডিজাইন। আপনার হাতের ডিজাইন পেন্সিল দিয়ে এঁকেছেন। সেই ডিজাইনটিও খুবই চমৎকার হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু ঈদের সময় হাতে মেহেদি না পড়লে কি চলে বলুন আমিও মেহেদী পড়েছিলাম। ছোট বাচ্চাদের হাতের মেহেদির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আপনার ডিজাইনটাও অনেক সুন্দর করে এঁকেছেন। আপনি তো অনেক ভালো ডিজাইন করা শিখে ফেলেছেন দেখতে খুবই ভালো লাগছে।

 2 years ago 

চেষ্টা করতে করতে এখন মোটামুটি শিখে ফেলেছি, ধন্যবাদ তোমাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

 2 years ago 

Thanks a lot!

 2 years ago 

মা-মেয়ে ঈদের দিন খুবই সুন্দর ভাবে মেহেদি ডিজাইন করে হাতে লাগিয়েছিলেন। দেখে খুবই ভালো লাগলো। আপনাদের হাতে মেহেদি ডিজাইন সত্যি অনেক সুন্দর লাগছে। দেখে ভালো লাগলো, শুভকামনা রইল আপনাদের জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

খুব ভালো লাগলো মা এবং মেয়ের হাতের মেহেদি দেখে। এবং খাতা কলমের মধ্যে আপনি বেশ চমৎকার ভাবে মেহেদি ডিজাইন উল্লেখ করেছেন খুব ভালো লাগলো আপনার ডিজাইন দেখে, আপনার ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাদের মা এবং মেয়ের হাতে মেহেদি ডিজাইন টি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনি খাতার মধ্যে ও খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন অঙ্কন করেছেন। হাতের মধ্যে তো আরো বেশি সুন্দর করে অঙ্কন করেছেন মেহেদি দিয়ে। খুবই ভালো লাগলো আপনার এই মেহেদি ডিজাইন গুলো দেখে। অনেক অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74