বিনোদনমূলক পার্কে বাচ্চাদের সাথে কিছু আনন্দঘন সময় কাটানো শেষ পর্ব : (10% beneficiary to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

বন্ধুরা সকলে কেমন আছেন ?আশা করি ভালোই আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তিন দিন আগে আমি টিলগেট পার্কের একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে হাজির হয়েছি এর শেষ পর্ব নিয়ে। এই পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিছু বন্য পশু ও পাখির সাথে আমাদের কিছু সময় কাটানোর মুহূর্ত নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।

সাধারণত এই পার্কে ঢুকতে কাউকে ফি প্রদান করতে হয় না কিন্তু কিছু কিছু সেকশনে আপনাদেরকে অবশ্যই ফি প্রদান করতে হবে। বাচ্চাদের কিছু কিছু রাইড এবং লেকে নৌকা নিয়ে ঘুরতে অবশ্যই ফি প্রদান করতে হবে, আর এনিমেল সেকশনে যেতে হলে অবশ্যই ফি প্রদান করতে হবে এবং সঙ্গে আগাম বুকিং করতে হবে। যাই হোক আমরা আগে থেকেই বুকিং দিয়েছিলাম, দুই ফ্যামিলি একত্রে গিয়েছিলাম পার্কটিতে, অন্য ফ্যামিলি ছিল আমার ভাসুর ও তার পরিবার। পরিবারের সকল সদস্য নিয়ে কোথাও বেড়াতে যেতে মজাই আলাদা। এবার চলুন বন্য পশু পাখির সাথে পরিচিত হওয়া যাক, এর মধ্যে কিছু কিছু ছিল আমাদের চেনা এবং কিছু কিছু ছিল অচেনা।

D29080D6-576A-4927-9EAB-E2C117D862CC.jpeg

2B2C7F89-6549-46C0-844E-E1C7E4C05CB2.jpeg

প্রথমেই শুরু করলাম আমাদের সকলের পরিচিত পশু ঘোড়া দিয়ে। ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে।

880FB5B3-807D-46F0-8A02-7297B8DF8DD2.jpeg

442DC62F-EAEF-49C9-A9A9-5A2B6AEF9988.jpeg

0A8C3DC5-1FDD-49B5-882A-4A60F57E6CB8.jpeg

E4801E1B-3D1F-4D92-91B0-AB0D5715E1F6.jpeg

এই সাদা শুভ্র পাখিগুলো দেখতে বকের মতো, জানিনা এরা বক কিনা? পানি থেকে মাছ ধরে ধরে খাচ্ছে দেখতে খুবই অপূর্ব লাগছে।

E669948C-0309-48AE-BBB0-79D8BADFF4D8.jpeg

34DAB145-6BFF-4648-9F96-5485B5B905CE.jpeg

B95B65CB-D53C-49DA-B578-85F4F2601AA3.jpeg

কালো বর্ণের এই পাখিগুলোর নাম জানিনা, এদের ঠোঁটগুলো বকের মতো, কিন্তু অনেক মোটা।

05895898-37F4-4916-91AE-9E76EACCCCD8.jpeg

9D953DEE-78A9-435C-96B8-7DFAC5E0E2D8.jpeg

0B1A7124-6DBE-49A0-9C1C-72C8E8583E96.jpeg

উপরের ফটোগ্রাফি গুলো রেইন ডিয়ার এর। এগুলো এত দ্রুত হাটে মনে হয় যে দৌড়াচ্ছে,এদের ফটোগ্রাফি তুলতে গিয়ে পড়ে গিয়েছিলাম বিপাকে, ক্যামেরা সেট করতে করতেই দ্রুত চলে যায়।

AD46A6DA-E2AE-477A-BA2B-B37E6803E849.jpeg

5FB922A1-AB82-47BE-B46A-F386D4428321.jpeg

এদের নাম জানিনা, অচেনা লাগছে আমার কাছে।

D36BFE5A-B13D-427A-8515-6FC0602B52F9.jpeg

এটি আলপাকা, দক্ষিণ আমেরিকার গৃহপালিত জন্তু।

AA677C46-4ABA-4FA3-B39F-3EFF1B071FE5.jpeg

F388CE6F-7CF1-421C-AD45-078F96DAABC6.jpeg

এটি কচ্ছপ।

B91B0854-015D-41EB-A299-12EE182F72E9.jpeg

60E556E8-17B3-4345-B8C5-D1CF00D548BD.jpeg

এটি গিনিপিগ।

DE867786-777A-4AD5-ACEE-6E66E71C2DFC.jpeg

এটির নাম জানিনা, দেখতে ভয়ঙ্কর লাগছে।

605B0973-43ED-4877-A510-422922AA36D0.jpeg

188E388C-8AFB-436A-ACD3-17F311D885CE.jpeg

একুরিয়ামের মধ্যে সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে।

91CADA53-7194-41FC-A708-07D57F57B1F9.jpeg

খুব বড় মোটা একটি সাপ দেখা যাচ্ছে, মনে হয় এটি অজগর।

প্রায় ২ ঘন্টা ধরে আমরা এই বিশাল এলাকাটি ঘুরেছি, হয়তো বা আরো কিছু পশু পাখি দেখা আমরা মিস করেছি। আরো ঘুরতে পারতাম কারণ বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে।এবার ঘরে ফেরার পালা। ফেরার পথে কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

EFA7E433-CE1C-4FD8-BD6E-3E8E411DF95A.jpeg

BF675EF2-219F-4CB3-A04B-549F46F78F6B.jpeg

F418441F-664E-47EC-8E42-0DCCBF88037B.jpeg

8448CF15-CE06-4BB9-9CAE-E1A606C35C9C.jpeg

8F4EEF25-7D69-4205-8E03-89DFF6C67D2E.jpeg

15CCF5CA-DC2D-4D11-A4FE-83F51512FF66.jpeg

AFE1AB8A-942E-42A1-9A39-929319536558.jpeg

এটি ছিল আমার আজকের আয়োজন, ফেরার পথে ম্যাকডোনাল্ডস থেকে বাচ্চাদের জন্য আইসক্রিম কিনে বাসায় ফিরলাম, ম্যাকডোনাল্ডসের খাবারগুলো খুবই সস্তা এবং অনেক মজার কিন্তু এখানে হালাল খাবার খুব কম পাওয়া যায় তাই শুধু আইসক্রিম কিনলাম।

AEA8B039-3EF6-4B5E-88B1-6A1945E9B8EB.jpeg

FE227ACC-E571-453A-811E-B6B4BE6F08D9.jpeg

সবগুলো ফটোগ্রাফির what3words address:
https://w3w.co/massaged.gallons.butterfly

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

বাহ আপনার এলাকায় পার্কের পরিবেশ সত্যিই চমৎকার।
ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক জন্তু জানোয়ার আছে দেখা যাচ্ছে পার্কে।

মাঝে মধ্যে এই ধরণের ঘোরাঘুরি দরকার রিফ্রেসমেন্টের জন্যে।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন , মাঝে মধ্যে এই ধরণের ঘোরাঘুরি দরকার রিফ্রেসমেন্টের জন্যে, ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

বাহ খুব সুন্দর। আমি এর পূর্বে সাদা ঘোড়া দেখি নাই। এবং বর্তমানে বাংলাদেশে গিনিপিগ খুব পরিচিতি লাভ করেছে। প্রাণীগুলো ইদুরের মতো দেখত।

image.png

কিন্তু আপু এটা কী জানেন। দেখে তো জলহস্তি মনে হচ্ছে না। বাংলাদেশে এগুলোকে ভোদর বলে। যদিও এগুলো মানুষের চোখে খুব কম পড়ে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, এই প্রাণীটির নাম আমিও জানিনা।

 3 years ago 

ও🙂🙂

 3 years ago 

অনেকগুলি জীব-জন্তু ও পাখির ছবিগুলি দেখে মন ভরে গেল।তবে বড়ো জাতের পাখিটি হলো -উটপাখি।অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন আপু।পার্কটি বিনোদনের জন্য একেবারেই সঠিক স্থান।ধন্যবাদ আপু।

 3 years ago 

তোমাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ! বেশ সুন্দর পার্কতো মেলা কিছুর উপস্থিতি রয়েছে সেখানে দেখা যাচ্ছে এবং সবগুলোই বেশ ভালো দেখাচ্ছে। অবশ্য আপনি ফটোগ্রাফিও ভালো করেন এবং সাথে থাকে সুন্দর উপস্থাপনা। ধন্যবাদ

 3 years ago (edited)

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কমেন্ট পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে।আশা করি সবসময় এভাবেই পাশে থাকবেন ।

 3 years ago 

পার্কটির একটা বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুকে প্রাকৃতিক পরিবেশের মত করে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা অনেক ভালো একটা দিক। আপনি বাচ্চাদের সাথে অনেক মজা করেছেন এবং পরবর্তী শেষ হয়ে গেল। আশা করি পরবর্তীতে এরকম কোন সুন্দর জিনিস আমাদেরকে দেখাবেন

 3 years ago 

আপনি ঠিকই ধরেছেন ভাইয়া, এর প্রাকৃতিক পরিবেশেই সবাইকে আকৃষ্ট করে, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক পশু পাখি দেখে মন ভরে গেলো। আপনার মাধ্যমে নতুন নতুন কিছু পশু পাখির নাম জানতে পারলাম। দেখে মনে হচ্ছে খুব আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ বৌদি আপনার মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64071.08
ETH 2763.75
USDT 1.00
SBD 2.66