রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি রঙিন কাগজ দিয়ে একটি নৌকার ডাই পোস্ট নিয়ে। আসলে মাঝে মাঝে আমি এই ডাই প্রজেক্টগুলো করি আমার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এবং সাথে সাথে আমার পোস্টটিও হয়ে যায়। আর বাচ্চারাও আমার সাথে কোন কিছু তৈরি করতে খুবই ইনজয় করে। ওই দিন আমার ছোট মেয়ের স্কুল ছিল না, বড় মেয়ে স্কুলে গিয়েছিল।আর ও বাসায় একা একা খুবই বোরিং ফিল করছিল, তাই ওকে সময় দেওয়ার জন্য এই ডাই প্রজেক্টটি করা। আর বোট টি ডেকোরেশনের কাজে সে আমাকে সাহায্য করেছে। ডেকোরেশনের জন্য সে তার খেলনা থেকে দুটি পুতুল এবং একটি বাটারফ্লাই এনে দিয়েছে।আশা করি আমাদের বোট টি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
- রঙিন কাগজ (লাল ও সাদা)
- পেন্সিল
- গ্লু
- স্কেল
- সিজার
- ১ টি বাটারফ্লাই (ডেকোরেশনের জন্য)
- ২ টি পুতুল (ডেকোরেশনের জন্য)
কার্যপদ্ধতিঃ
প্রয়োজনীয় উপকরণ
প্রথমেই সাদা ও লাল কাগজ দৈর্ঘ্য ও প্রস্থে ২১ সেন্টিমিটার ও এক সেন্টিমিটার করে মোট ১৪ টি পিস কেটে নিয়েছি।
এরপর লাল কাগজগুলো লম্বালম্বি ভাবে রেখে স্ট্যাপলার দিয়ে ভার দিয়ে রেখেছি।
এরপর লাল কাগজের মধ্যে সাদা কাগজ এভাবে ভরে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি।
এভাবে পর্যায়ক্রমে সবগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
এরপর প্রতি সাইডের বাড়তি কাগজগুলো গ্লু দিয়ে এক সাথে লাগিয়ে নিয়েছি।
এরপর সাদা কাগজের দুটি অংশ গ্লু দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি।
এরপর মাঝ বরাবর একটি বাটারফ্লাই দিয়ে ডিজাইন করে নিয়েছি। বাটারফ্লাইটি আমার ছোট মেয়ে আমাকে যোগাড় করে দিয়েছে।
হয়ে গেল কাগজের তৈরি একটি চমৎকার নৌকা।
নৌকাটির পিছনের পিঠ।
আমার ছোট মেয়ে নৌকা পেয়ে খুবই খুশি।ও তার পুতুল এনে নৌকায় বসিয়ে দিয়েছে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
বাচ্চাদের কে সুস্থ্য রাখতে এবং তাদের মানসিক বিকাশ ঘটাতে তাদের সময় দেওয়া এবং তাদের কে আনন্দ দেওয়া অনেক প্রয়োজন। বাচ্চাদের সামনে এ ধরনের কোন কিছু তৈরি করলে তারা বেশ আনন্দিত হয়। এই যেমন আপনার বড় মেয়ে নৌকাটি বানানো রজন্য তার নিজের পতুল এবং বাটারফ্লাই এনে দিয়েছে। আর এই দুটি জিনিসই নৌকাটির সৌন্দর্য আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আপু আপনি মাঝে মাঝে আমাদের সাথে এরকম অনেক জিনিসই শেয়ার করেন। যা দেখে আমরাও অনেক কিছু শিখতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।
মা মেয়ে খুব সুন্দর টাই প্রজেক্ট তৈরি করেছেন। কাজটির প্রশংসা করতে হয় আপু। পুতুলের প্রজাপতি দিয়ে ডেকোরেশন করে আরো বেশি সুন্দর লেগেছে। যদিও এই কাজগুলো অনেক সময় সাপেক্ষ। অসংখ্য ধন্যবাদ আপু অসাধারণ একটি কাজ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ছোট মেয়েটি নিশ্চয়ই অনেক খুশি হয়েছিল।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ নৌকা তৈরি করেছেন। এই নৌকা তৈরি করার উপস্থাপন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার মাধ্যমে শিখতে পারলাম।
আসলে ছোট বাচ্চারা এরকম জিনিস গুলো একটু বেশি পছন্দ করে। তারা তো অনেক বেশি খুশি হয় এই ধরনের ডাইগুলো নিজেদের কাছে পেলে। খেলাধুলা করতে পারে নিজেরা। আপনার বড় মেয়ে স্কুলে যাওয়ার কারণে, আর ছোট মেয়ে যেহেতু বাসায় ছিল, তাই একা একা বোরিং ফিল করারই কথা। আপনি তাকে একটা নৌকা তৈরি করে দিয়েছেন সেই সাথে আপনার একটা পোস্টও হলো। পুতুলটা এবং বাটারফ্লাই বসানোর কারণে আরও বেশি ভালো লেগেছে এটা দেখতে। সম্পূর্ণটা অসম্ভব সুন্দর ছিল।
রঙিন কাগজ কেটে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। তবে আমি রঙিন কাগজ ব্যবহার করে যে কোন কিছু তৈরি করতে যেমন পছন্দ করি, তেমনি আমার কাছে দেখতেও খুব ভালো লাগে। আপনি কাগজগুলো কেটে অনেক সুন্দর করে নৌকাটা তৈরি করেছেন। বাটারফ্লাইটি উপরের দিকে বসানোর কারণে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম। আপনার মেয়ে এত সুন্দর একটা নৌকা পেয়ে খুশি হওয়ারই কথা।
রঙিন কাগজ দিয়ে তৈরি নৌকাটি অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুবই নিখুঁতভাবে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে নৌকাটি তৈরি করেছেন। নৌকাটি তৈরীর উপস্থাপনা ছিল চমৎকার। অনেক সাজানো-গোছানোভাবে নৌকাটি তৈরি ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি নৌকাটি।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
Thanks a lot. Glad to see you here
আপু অসম্ভব সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে নৌকা তৈরি করেছেন যা দেখে আমার এত ভালো লেগেছে লিখে বোঝাতে পারবো না। এমনিতে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি প্রজাপতি এবং পুতুল ব্যবহার করেছে নৌকার উপরে এতে আরো বেশি গর্জিয়াস লাগছে। নৌকা তৈরি প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি নৌকা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে দারুন একটা নৌকা তৈরি করেছেন। সত্যিই দেখতে এত সুন্দর লাগছে তার উপর প্রজাপতি ওয়াও অসাধারণ ছিল। আসলে এই ধরনের কাজ করার মধ্যে আলাদা একটি মজা আছে যেটা আবার অনেক বড় দক্ষতা ভালো লাগলো।
আপু ছোট মেয়েকে নিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট আজ আমাদের মাঝে শেয়ার করলেন। দারুন হয়েছে দেখতে।মেয়ে তার নিজের পুতুল আর প্রজাপতি দিয়ে সুন্দর ভাবে ডেকোরেশন করেছে। খুব ভালো লাগলো। আপনি সময় ও ধৈর্য্য নিয়ে নৌকা বানানোর কাজটি শেষ করলেন।আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।