সাতকরা দিয়ে ভেড়ির মাংসের চাপ কারি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার একটি পছন্দের খাবারের রেসিপি নিয়ে । খাবারটি সাতকরা দিয়ে lamb চাপ কারী। সাতকরা সিলেটবাসীদের একটি ঐতিহ্যবাহী খাবার , সিলেটে আসার পরে এই খাবারটি সম্পর্কে জানতে পেরেছি ।খাবারটি আমার পরিবারের সকলেইরই পছন্দের। আশা করি আপনাদেরও ভাল লাগবে।

C1D9DD6C-5C28-4DE8-BEE4-CCEF8809D180.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
ভেড়ির মাংস২কেজি
পেঁয়াজ কুচি৩কাপ
আদা বাটা৩টেঃচাঃ
রসুন বাটা৩টেঃচাঃ
হলুদ গুড়া২ চাঃচাঃ
ধনিয়া গুড়া২ চাঃচাঃ
লাল মরিচ গুঁড়া২চাঃচাঃ
জিরাগুঁড়া২চাঃচাঃ
গরম মসলা১চাঃচাঃ
লবণস্বাদমতো
এলাচ৫টি
লবঙ্গ৫টি
দারচিনি৩পিস
কাঁচা মরিচ৩টি
সাতকরা৫পিচ
টমেটো১ টি

কার্যপ্রণালী :

প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে আদা রসুন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ,কাঁচামরিচ ,টমেটো লবন দিয়ে ভালভাবে মাখিয়ে নিয়েছি, এরপর মাংসগুলো দিয়ে এলাচ, দারচিনি ,লবঙ্গ ও তেজপাতা দিয়ে মাখিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি ১৫ মিনিট । সিদ্ধ হয়ে যাওয়ার পরে সাতকরা সহ বাকি মসলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কোষিয়ে নিতে হবে। এরপর ৪/৫ কাপ গরম পানি যোগ করে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।

ধাপ গুলো দেখানো হলো:

018F8B91-DEF9-43D6-8957-181794F7EBE7.jpeg

30CB4116-01DF-419C-B3D4-49684114091C.jpeg

FB895CFD-7946-4809-A6B4-96172558F988.jpeg

85B29F7B-1A34-4A69-832F-833D54980E12.jpeg

9F8CD2CB-61B6-4BF6-89E2-EA24AEE1E8E0.jpeg

9BE4808C-BC24-4AB3-8FEE-8C62D05A10C3.jpeg

919040A7-E50D-4416-A354-A4521D9AA9B7.jpeg

662C76BE-5BB7-4A22-A218-AA5815E30227.jpeg

15 মিনিট পরে সাতকরা সহ বাকি মসলাগুলো দিয়ে কষিয়ে গরম পানি এড করে নিয়েছি।

9736DA9F-FCAC-4576-B362-32BDFB1369E6.jpeg

024D19ED-3DFC-49E4-9E0B-6568917983AD.jpeg

254C8B40-F5ED-4CEB-981F-FA0EAC5F1A9C.jpeg

10 মিনিট পরে তৈরি হয়ে গেল আমার মজাদার সাতকরার Lamb curry.

72A6359E-EA7C-45C5-9FA1-FBB585DAD750.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

60C84C55-78CA-4DEA-8F3D-075841E88AB0.jpeg

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Cc: @rme

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

একেবারে ইউনিক একটি রেসিপি , জীবনেও "সাতকরা"'র নাম শুনিনি আগে কখনো । আচ্ছা ভেড়ি মানে কি ভেড়া ? মানে sheep ? আর এই "সাতকরা" নিয়ে একটা পরিচিতিমূলক পোস্ট চাই আমাদের ব্লগে :)

 3 years ago (edited)

Yes it’s sheep, of course I will do it. Thank you very much for support it.

I had problem commenting , that says “ posting keys missing” for this made English comments.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59439.79
ETH 2290.08
USDT 1.00
SBD 2.48