বিমান থেকে বাংলাদেশের যাত্রাপথে কিছু ফটোগ্রাফি এবং কিছু মুহূর্ত , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই সহিসালামতে বাংলাদেশে পৌঁছে গিয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি এবং বিমান থেকে সিলেট পর্যন্ত পৌঁছানোর কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

বাংলাদেশ বিমানে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আমাদের জার্নি ছিল 10 ঘণ্টার। আসলেই বাচ্চাদেরকে নিয়ে 10 ঘণ্টা জার্নি করা খুবই কষ্টের একটি কাজ। তারা একেবারেই বোরিং ফিল করছিল, আসলে বোরিং হবেনা কেন? বড়দেরই তো খারাপ লেগে যায়। আর বিমানের সিটগুলো দেখে মনে হয় পানিশমেন্টের জন্য বানিয়েছে, ঠিকমত নড়াচড়া করতে যেন কষ্টদায়ক! বাচ্চাদের প্রশ্নের জবাব দিতে দিতে আমি যেন শেষ, বারবার জিজ্ঞেস করছিল আর কতদূর ? আর কয় ঘন্টা লাগবে ?

বিমানের খাবার-দাবারের মান ততটা ভাল ছিলনা।তারা দুইবার খাবার দিয়েছিলো, রাতে একবার ডিনার দিয়েছিল আবার ভোরের দিকে ব্রেকফাস্ট দিয়েছিল। বাচ্চারা কোন খাবার খাইনি, আমি বাসা থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম, তারা সেগুলোই খেয়েছিল। বিমানে যেকোনো ধরনের খাবারই অ্যালাউড ছিল, শুধু পানি জাতীয় কোন খাবার তারা নিতে দেয়নি।

4D2439CE-AA14-4F48-B33C-48505888F1D0.jpeg

084B573E-99AF-4D48-91CC-CCB0838E7045.jpeg

বিমানের জানালা দিয়ে উপরের এই ফটোগ্রাফি দুটি নিয়েছিলাম।

1230DF1C-ED02-4312-889B-A6D288941A4A.jpeg

467515D5-AD32-4294-A9D2-55FB72C22FEB.jpeg

বিমানের ভিতরের দৃশ্য।

1579E477-71E0-4DE1-A716-47E1C227666C.jpeg

বাচ্চারা বোরিং সময় অতিবাহিত করছে।

D829043B-398C-4139-8EFF-050AA8F042BC.jpeg

17857EF8-76C7-49BA-94B6-FA961EBAE68F.jpeg

আমিও বারবার স্ক্রিনে সময় দেখছিলাম আর কয় ঘন্টা লাগবে?

DEC9E233-B49E-4EA3-B7C7-7B43BC87F6F1.jpeg

4D4F3DEF-ADED-4F31-B9E5-16EFC8B0B072.jpeg

FE703BB4-0052-4C06-930B-5C81179F6AF5.jpeg

বিমান নিচে নামার সময় এই ফটোগ্রাফি গুলো নিয়েছিলাম।

29D4C96D-5130-4525-A71C-E8932FE76E15.jpeg

আরেক যন্ত্রণার নাম ইমিগ্রেশন, লংটাইম ধরে অপেক্ষা করা।

8460CC1F-3652-49F8-BC8E-AF600138582D.jpeg

অবশেষে বাচ্চারা তাদের বাবার দেখা পেল। এটি ছিল অনেক আনন্দঘন একটি সময়।

F32CF7E4-FBBF-42C3-887A-56F221DB268A.jpeg

356F8A81-15FA-4371-BF40-F53F9A0E09D2.jpeg

0B1EBE76-8511-4F3C-8E5D-635147DEBCEF.jpeg

DEB57738-3654-4085-9E90-BE2F3CEC4EE6.jpeg

1D51950C-675D-4DC2-917B-3374DDF02354.jpeg

60ECF330-B878-488C-8746-5F9D208FEE37.jpeg

5BD932D1-4033-4EC7-957E-28806534229C.jpeg

উপরের সবগুলো ফটোগ্রাফি এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথের চিত্রগুলো খুবই চমৎকার। রাস্তার দু'পাশেই চা বাগান, দেখতে অনেক সুন্দর লাগে।

what3words location:
https://w3w.co/narrators.terribly.proofed

Photographer@tangera
DeviceI phone 13 pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

খুব লম্বা সময় যাত্রা ছিলো এজন্য বাচ্চাদের বোরিং লেগেছে ।আমার কাছে চমৎকার বিষয় এটি কারন কখন উঠিনি প্লেনে এবং দেখাও হয়নি প্লেনের ভিতর ।আপনার মাধ্যমে দেখার সখ পূরন হলো ।প্রতিটি ফটোগ্রাফি অসাধারন হয়েছে ।ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্ত এবং সুন্দর ফটো শেয়ার করে আমাদের দেখার সুযোগ করেছেন ।

 3 years ago 

অনেক লম্বা একটা জার্নি ছিল সত্যি। কিন্তু সব কিছুর পরও যে সুস্থ ভাবে দেশে পৌঁছেছেন এটাই বড় কথা। আশা করি সবাইকে নিয়ে অনেক আনন্দঘন সময় কাটবে। সবার সুস্থতা কামনা করছি দিদি।

 3 years ago 

আপনার বিমানের যাত্রাপথের ফটোগ্রাফি দেখার মতো ছিল। অকল্পনীয় অনেক সুন্দর ফটোগ্রাফি করেছে। এবং সেই সাথে বিস্তারিত লিখেছেন। সবচেয়ে বড় কথা হল সুস্থতার সাথে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছেছেন। এবং আনন্দঘন মুহূর্ত গুলো কাটান এবং আমাদের সাথে শেয়ার করেন। সে আশাই করি ভাল থাকেন সুস্থ থাকেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু পোস্ট টি পড়ে আমার অনেক ভালো লেগেছে। বিমান থেকে তোলা ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর লাগছে দেখতে। প্রতিটি ফটোগ্রাফি অতি চমৎকার হয়েছে। আমরা তো সবাই ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

10 ঘন্টা আসলেই একটা দীর্ঘ সময় বিশেষ করে যখন বাচ্চাদের নিয়ে কোথাও ভ্রমন করা হয়। আপনারা ঠিক ভাবে পৌঁছাতে পেরেছেন এটি অনেক আনন্দের একটি বিষয় এবং আসার পথে চা বাগানের দৃশ্য গুলো খুব চমৎকার ছিল।

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago (edited)

বিমানের ভিতরে এবং বিমান থেকে বাইরের প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফিগুলো করেছেন এবং আপনি সুস্থভাবে বাংলাদেশে পৌঁছেছেন এর জন্য সৃষ্টিরর্কতার প্রতি শুকরিয়া জানাই, প্রতি রইল অনেক ভালোবাসা এবং দোয়া। আশা করছি পরিবারের সকালের সাথে অনেক আনন্দময় সময় কাটবে আপনার।

 3 years ago 

বিমানে যাত্রাপথে করা ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল আপু। এই ধরনের মুহূর্ত কখনো উপভোগ করতে পারব কিনা জানি না ।আমার কাছে খুবই ভালো লেগেছে ।আপনার এই মুহূর্তে উপভোগ করার সময় বিশেষ করে 10 ঘন্টার জার্নি একজন স্বাভাবিক মানুষের জন্যই কষ্টদায়ক হয়ে যায়। আপনার সাথে থাকা ছোট বাচ্চাদের জন্য তো আরো বেশি কষ্ট দেবে। যাইহোক এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক লম্বা সময় বসে থাকাটা আসলেই খুব বিরক্তির। সেই সাথে বাচ্চারা একেবারেই সহ্য করতে পারেনা।
তবে শেষ পর্যন্ত সহিসালামত এ আসতে পেরেছেন এটাই আলহামদুলিল্লাহ।

 3 years ago 

বাহ্ খুব সুন্দর করে আপনি বিমান থেকে বাংলাদেশের যাত্রাপথে কিছু ফটোগ্রাফি এবং কিছু মুহূর্ত , আমাদের সাথে শেয়ার করেছেন।10 ঘণ্টা জার্নি করে বাচ্চারা যেমন বোরিং ফিল করছিল বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা কি রকম হয়েছে।তবে ফটোগ্রাফি গুলো কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে যা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে♥♥

 3 years ago 

এটা সত্যি বাংলাদেশ বিমানগুলো অনেকটা ছোট, আমি দেখিনি অবশ্য তবে অনেকেই মুখে শুনেছি যারা ভ্রমন করেছে। খুব বেশী আরামদায়ক না, কিন্তু কি আর করা তবুও দেশের বিমান, ভালোবেসে চড়তে হয়।

আপনাদের ভ্রমন শুভ হোক এবং দেশের মাটি ও বাতাসের ঘ্রাণ হৃদয় জুড়িয়ে দিক, এই প্রত্যাশা করছি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33