একটি সহজ ফুলের ডিজাইনের অংকন, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সহজ ফুলের ডিজাইনের অংকন নিয়ে। ইতিমধ্যে আপনাদের সাথে অনেকগুলো ফুলের অংকনের চিত্র শেয়ার করেছি যা সত্যিই খুব উপভোগ করছি, আমার কাছে ভালই লাগছে।তাই আজকে আরেকটি ফুলের চিত্র অঙ্কনের দৃশ্য আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

CAE90E3F-1B3F-4068-9EDE-E33487F40987.jpeg

চলুন দেখে নেওয়া যাক ফুলটি অংকন করতে আমার কি কি জিনিসপত্র লাগবে।

  • একটি সাদা পেপার
  • দুটি পেন্সিল
  • একটি রাবার
  • একটি কম্পাস

নিম্নে অংকন করার পদ্ধতি গুলো আপনাদের ধাপে ধাপে দেখানো হলো:

7C3421A3-A0EB-4974-9E15-D820C3C8E864.jpeg

প্রথমেইএকটি বৃত্ত এঁকে নিয়েছি।

4BF15F63-EBC0-4394-B502-F34DD5C36C59.jpeg

এরপর বৃত্তের মাঝে হালকা করে আরো দুটি বৃত্ত এঁকে নিয়েছি।

57D3A5D4-8885-4C6B-A747-98ABA1A24F46.jpeg

এরপর বৃত্তের এক পাশে ছোট্ট করে দুটি ফুলে এঁকে নিয়েছি।

FE26ACD3-5D90-4BB2-941D-495F9C099395.jpeg

211D915D-6E21-403C-BF10-E8325E204B20.jpeg

এরপর দুটি ফুলের মাঝখানে আর একটি ফুলের ডিজাইন করে নিয়েছি।

D726D0E2-3931-4C07-9A1E-B9E779ECFB5B.jpeg

এরপর নিচের দিকে আরো ফুলের ডিজাইন করে নিয়েছি।

986D8C56-235B-484F-AEFD-6014F6EDFF8D.jpeg

এবার নিচের দিকে ঠিক উপরের মত করে ফুলের ডিজাইন করে ধীরে ধীরে বৃত্তটি ভরাট করে নিয়েছি।

0D0F1BEF-4CC5-4250-9CF0-159B23B83B00.jpeg

B97236D7-CBDC-4C80-A1A9-0EBD5F0B72A3.jpeg

হয়ে গেলো আমার সুন্দর একটি ফুলের ডিজাইনের অংকন।

C8474C1B-3F6E-4817-B01C-303072639E8F.jpeg

Photographer@tangera
DeviceI phone 10 X max

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago 

মাশাআল্লাহ, আপনার চিত্রাঙ্কনের হাত অনেক অনেক ভালো। আপনি যেটাকে সহজ ফুল বললেন আপনি পারেন বলেই আপনি বলেছেন কিন্তু আমরা যারা পারিনা তাদের কাছে ঠিকই কঠিন। অসাধারণ অঙ্কন করেছেন আপু। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছেও প্রথমে চিত্র অঙ্কন করা কঠিন লাগত , কিন্তু করতে করতে এখন ভালই লাগে, আপনিও চেষ্টা করে দেখবেন পেরে যাবেন।

অনেক সুন্দর একটি ফুলের আর্ট করেছেন।ডিজাইন টা আমার কাছে খুব ভালো লাগছে।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আর্টের বর্ণনা দিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য,আপনার জন্যও শুভকামনা।

ওয়াও আপু!!! এতো সুন্দর কেউ আর্ট করতে পারে। সত‍্যি মনোমুগ্ধকর। শুভকামনা আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সবই প্রতিভার বিকাশ এবং দক্ষতার পরিচয়। অসাধারণ লাগছে আপনার অংকন। সুন্দর বর্ণনা করেছেন সাথে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলটি এক কথায় অসাধারণ হয়েছে, সামান্য কিছু সরঞ্জাম নিয়ে এতো সুন্দর একটি ফুল তৈরি করা আসলে এটি একটি প্রশংসার যোগ্য। অনেক সুন্দর তৈরি করেছেন আপু শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য,আপনার জন্যও শুভকামনা।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দোয়া করি আরও এগিয়ে যান

 3 years ago 

আপু আপনার ফুলটি অনেক সুন্দর হয়েছে। সটেপ বাই সটেপ সাজানোয় অনেকেই এটা দেখে বাসায় আট করতে পারবে আপু। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

অপু, আপনার ফুলের ডিজাইন টা অসাধারন হয়েছে। আমরা যাতে সহজে বুঝতে পারি তার জন্য ধাপে ধাপে অংকন করেছেন এবং উপস্থাপনা করেছেন। ধন্যবাদ ❤️।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু প্রথম আকতে গেলে এটাই আমার কাছে অনেক কঠিন।কিন্তু আপনার ধাপ গুলো দেখে খুব সহজেই আকতে পারবো।অনেক সুন্দর হইছে আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি ফুলের চিত্র অংকন করছেন। খুবই ভালো লাগলো ফুলটি দেখে। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য,আপনার জন্যও শুভকামনা।

 3 years ago 

আপনার ফুল অংকন অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে আপনার আকা ফুলটি দেখতে ভলোই লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য,আপনার জন্যও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63122.36
ETH 3072.69
USDT 1.00
SBD 3.86