আমার বাগানের কিছু স্মৃতিচারণ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম , সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যেই আপনারা অনেকেই জেনেছেন যে আমি বাগান করতে ভালোবাসি এবং সুন্দর একটি বাগানও আমার রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি এবং ফুলের চাষাবাদ করছি । আজকে তার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ।

ইতিমধ্যে আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি, আজকে কোন ফুলের ফটোগ্রাফি নয়, শুধু ফলমূল এবং কিছু ভেজিটেবলের ফটোগ্রফি আপনাদের সাথে শেয়ার করব । কিছুদিন পূর্বে বর্তমানে আমার বাগানের যেসকল ভেজিটেবলস এবং ফলমূল রয়েছে তার কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব বিগত বছর ধরে যে সকল ফলমূল এবং ভেজিটেবিল পেয়েছি তার কিছু ফটোগ্রাফি। এই বছর ভেজিটেবলস করার জন্য তেমন কোনো প্রস্তুতি ছিল না,কারণ এ বছর আমাদের বাংলাদেশের যাওয়ার জন্য টিকেট বুকিং করা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে টিকিট ক্যানসেল করেছি। যদিও প্রতিবারের মত পর্যাপ্ত পরিমাণে চারা উৎপন্ন করেছিলাম, তার কিছু আমার আত্মীয়-স্বজন ,পাড়া প্রতিবেশীকে এবং বাকিটা একটি মসজিদে দান করে দিয়েছিলাম । পরবর্তীতে আপনাদের সাথে আমার চারা উৎপন্ন করার একটি পোস্ট শেয়ার করবো।

এবার ফটোগ্রাফিগুলো শেয়ার করার পালা!

CC1F20A7-8428-4966-9746-444DFD1D3175.jpeg

F1B2F383-BDE3-47F0-B526-A79E5BAD8CE1.jpeg

24C92FD9-4652-41E0-8DDB-8B21ED97DE2F.jpeg

BC84B644-015D-420D-B1C5-50C9EF6379E2.jpeg

8FC93A91-DE61-4D34-95E1-9797455E9AD6.jpeg

CBB873E8-B367-40E3-8EED-F3938E5E9E80.jpeg

E5178161-E965-4B4B-B02E-8E8817690B5B.jpeg

A732E59A-AFFB-489E-AF70-2E8EE50CB25C.jpeg

6B50A2AC-5C5D-4FB0-ACFA-225932DF11EE.jpeg

B018961A-612A-497B-803F-CB7FCC6485ED.jpeg

EB3CCD99-C06D-427B-A779-D6133EFF58DC.jpeg

60805BF4-9DB1-475C-8138-BC572F07CA5D.jpeg

B66DA296-DA01-4010-87BF-7A12890DB134.jpeg

87E53919-5077-44B7-9A86-E43B64BCE8B0.jpeg

5ABB8A47-BA17-4C0A-8B9F-E4315F181423.jpeg

9261B2DB-90B2-4054-98D5-3D8EE2D7C9C1.jpeg

আমার বাগানে গত বছর আলুও ছিল।

5530ED76-0CBB-4042-BC4A-176B86A583A4.jpeg

B42C38DE-579D-4136-ADF8-194CC2BD23CF.jpeg

প্রথম যখন আপেল গাছে আপেল ধরেছিল

2CEF7C48-0AB9-435C-93F6-DB4FCFC0EA6E.jpeg

(

CCA3CB67-4CB6-41D7-B9A1-7D276CDE4EDA.jpeg

(

তীব্র শীতে গাছটিকে বাঁচানোর জন্য রেখেছিলাম আমার রান্না ঘরে ।

সবগুলো ফটোগ্রাফির what3words address.
https://w3w.co/stump.ally.reply

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে ও আরেকটি কথা আপনাদের না জানালেই নয় , তা হচ্ছে আপনারা ভাবতে পারেন বাগানটি আমি একাই করেছি , না এই বাগানের পিছনে আমার হাজবেন্ডের হাত রয়েছে তিনিই সব আয়োজন করেন আমি শুধু তাকে সাহায্য করি।

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  
 3 years ago 

ফুল আমি ভালোবাসি কিন্তু তার থেকেও ভালোবাসি ফলমূল আর শাক সবজি । পেটুক তো তাই । আপেল আর আঙ্গুর দারুন টাটকা দেখাচ্ছে । ইশ আমি যদি নিজের গাছের এই রকম ফলমূল খেতে পারতাম । ইচ্ছে আছে দার্জিলিঙ এ একটা বাংলো কেনার । ওখানেও আপেল, চেরি, কমলা, আঙ্গুর প্রচুর হয় । তাহলেই নিজের গাছের এই সব ফল খাওয়ার বাসনা পূরণ হবে । আপনি সত্যি ভাগ্যবতী :)

ইউরোপ ট্যুরে গেলে আপনাদের সাথে দেখা করার চেষ্টা করবো ।

 3 years ago (edited)

অনেক ভালো লাগলো দাদা আপনার কমেন্টটি পড়ে , সত্যি নিজের গাছের ফলমূল শাকসবজি খেতে আনন্দই আলাদা । দোয়া করি আপনার বাসনা যেন পূর্ণ হয় ।অবশ্যই দাদা দেখা করবেন , অপেক্ষায় রইলাম ।

 3 years ago 

ভীষণ সতেজ ও তরতাজা। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64513.75
ETH 3146.11
USDT 1.00
SBD 3.95