সিলেটের ঐতিহ্যবাহী সাত কালারের চা এবং চা বাগানের কিছু ফটোগ্রাফি 10% beneficiary to @shy-fox
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সিলেটের ঐতিহ্যবাহী সাত কালারের চা এবং চা বাগানের কিছু ফটোগ্রাফি নিয়ে।আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সিলেটের ঐতিহ্যবাহী সাত লেয়ারের চা এর সাথে। অনেক আগে এই চা সম্পর্কে জেনেছিলাম কিন্তু কখনো এই চায়ের স্বাদ নেওয়া হয়নি, তাই যখন সুযোগ পেলাম সকলে মিলে চলে গেলাম এই স্বাদটি গ্রহণ করতে। সাথে আমার বোনেরাও ছিল ।এই চায়ে সাতটি কালার থাকে। প্রথমেই যখন চা সামনে এলো তখন ভেবেছিলাম এর টেষ্ট মনে হয় একই রকমের হয় কিন্তু না জেনে অবাক হবেন একেকটি লেয়ারের টেস্ট একেক রকমের।একেকটি লেয়ার যখন সামনে এসেছিল তখন দারুন এক ফিলিং অণুভব করছিলাম, তবে প্রথম লেয়ার আমার কাছে একটুও ভাল লাগেনি পরের লেয়ারগুলো অনেক ভাল লেগেছিল, বিশেষ করে শেষের লেয়ার।শেষের লেয়ার অরেঞ্জের মত স্বাদ ছিল, অনেক ভাল লেগেছিল।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 pro Max |
তারিখ : 19/12/21
স্থান: সিলেট
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera
এটা সত্যি ঐতিহ্যবাহী একটি আইটেম। যারাই সিলেটে বেড়াতে যান তারা সবাই এই চা টা চেক করে আসেন। কিন্তু আমার কাছে শুধু ঐতিহ্যবাহীই মনে হয়েছে কিন্তু স্বাদ তেমন একটা পাই নাই। ধন্যবাদ
আমার কাছে কিন্তু প্রথমে একটুও ভালো লাগেনি, কিন্তু ধীরে ধীরে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অবশেষে আপনি চায়ের স্বাদ গ্রহণ করতে পারলেন খুবই ভালো লাগলো। সত্যিই ঐতিহ্যবাহী চা ইচ্ছা আছে সিলেটে যাওয়ার এবং ওখানকার দৃশ্য গুলো খুবই ভালো লাগে। আপনি অত্যন্ত সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
সত্যি আপু সাত রঙ্গের চা টা দেখতে অসাধারণ লাগছে। আমি অবশ্য সিলেট গিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি। পরেরবার গেলে অবশ্যই চেক করে আসবো। চা বাগানের অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতে খুবই ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
বাংলাদেশের এই সিলেটের গল্প অনেক শুনেছি আমি। সাত রংয়ের চা এর আগেও দেখেছি। কিন্তু কখনো খেয়ে দেখা হয়নি। বাংলাদেশ গেলে অবশ্যই যাবো একবার। সাত রঙের চাও খাবো। চা বাগান দেখতে খুব ভালো লাগছিল।
বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
হ্যাঁ আপু টেষ্ট করে দেখবে, আসলে অনেক মজা, ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।
আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে সিলেটের সুন্দর চা বাগানের দৃশ্য আমি দেখতে পেলাম। সাত রঙের চা আমিও খেয়েছিলাম। আপনি খুবই সুন্দরভাবে চায়ের ফটোগ্রাফি করেছেন। সত্যি সিলেটের বিখ্যাত সাত রঙের চা খুবি টেষ্টি। আপনার জন্য রইল শুভকামনা।
অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমি এটা খেয়েছি তবে দেখতে সুন্দর যতটা খেতে তেমন ভালো নয়
ভাইয়া আমার কাছে প্রথম লেয়ার ভাল লাগেনি কিন্তু পরের লেয়ারগুলো মোটামুটি ভালোই লেগেছে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু এই ধরনের চা আমি কখনো পান করি নাই। তবে আমি এর আগে শুনেছিলাম সিলেটে এ ধরনের চা পাওয়া যায়। আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে এ ধরনের চা পান করতে অনেক ভালো লাগে। আর আপনার পোস্টের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য।