ব্রাইটন সমদ্র সৈকতে সকলে মিলে ছোটখাট একটি পিকনিক।।পর্ব : ৩

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_8631.jpeg

গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্রাইটন সমুদ্র সৈকতে সকলে মিলে পিকনিকের ২য় পর্ব ।আজকে তার ৩য় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আসলে আত্মীয়-স্বজন সকলে মিলে কোথাও ঘুরতে গেলে খুবই মজা হয়। সাধারণত আমাদের এভাবে তেমন কোথাও যাওয়া হয় না। গেলে শুধু আমরা আর আমার ছোট ভাসুরের পরিবারের সকলে মিলে কোথাও যাই।এভাবে একসাথে এত মানুষ কখনো একত্রিত হয়ে কোথাও যাওয়া সম্ভব হয়না। শুধুমাত্র খালা শাশুড়ি আমেরিকা থেকে এসেছিলেন এই কারণেই তাকে নিয়ে আমাদের এই আয়োজনটি ছিল। প্রথমে তিনি একা আসেন আমেরিকা থেকে। এরপর ৪ সপ্তাহ থাকার পর তার ছেলে আসে তাকে নিতে।তার ছেলে সহ আমরা মোট চারটি পরিবার মিলে গিয়েছিলাম ব্রাইটন সমুদ্র সৈকতে।আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ব্রাইটন সমুদ্র সৈকতের উপর গড়ে তোলা ব্রাইটন প্যালেস পিয়ার। মূলত এই সমুদ্রের চারপাশের প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে।আজকের পর্বে থাকছে চারিপাশের প্রাকৃতিক পরিবেশসহ প্যালেস পিয়ারের কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

IMG_8629.jpeg

IMG_8620.jpeg

IMG_8619.jpeg

IMG_8621.jpeg

ব্রাইটন প্যালেস পেয়ার যা সমুদ্রের উপর তৈরি হয়েছে।

IMG_8630.jpeg

প্যালেস পেয়ারের পাশে এই ঘরটি কত চমৎকার লাগছে তাই না?

IMG_8634.jpeg

বাচ্চাদের আনন্দের জন্য দুটি হর্স রেখে দিয়েছে সেখানে।

IMG_8640.jpeg

IMG_8641.jpeg

IMG_8643.jpeg

প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল। উপর থেকে সূর্য অস্ত যাওয়ার সময় এই ফটোগুলো তুলেছিলাম।

IMG_8645.jpeg

IMG_8646.jpeg

প্যালেস পেয়ারের পাশাপাশি অনেক কিছুই আছে এখানে।খাবারের জন্য রেস্টুরেন্ট রয়েছে, ফুড শপ রয়েছে,এছাড়া ছোট বড় নানান ধরনের শপ দেখতে পেলাম সেখানে।

IMG_8649.jpeg

IMG_8650.jpeg

IMG_8651.jpeg

এরপর প্যালেস পেয়ারে ঢুকলাম। ব্রাইটনে আসলে এখানে না ঢুকে উপায় নেই। কারণ বাচ্চারা অস্থির থাকে সেখানে ঢোকার জন্য।কারণ এটা শুধু বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। নানান ধরনের গেমস রয়েছে সেখানে।এ কারনে অনেকগুলো পাউন্ড দিতে হয় তাঁদের কয়েন গুলো কিনতে। আর এই কয়েন গুলো দিয়েই গেমসগুলো খেলতে হয়। এরপর খেলাধুলা শেষে সবাই বেরিয়ে পড়লাম।

আজ তাহলে এতটুকুই, আগামী পর্বে আমাদের এনজয় করা আরও কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

এমন সুন্দর দৃশ্য দেখে কিছুটা সময় থমকে ছিলাম। দারুন লাগছিল সমুদ্রের বুকে সূর্য ডোবার দৃশ্য। মাঝে মাঝে পরিবার নিয়ে এমন জায়গায় ঘুরে আসলে কিন্তু খারাপ হয় না। আপনি কিন্তু আপু পরিবার নিয়ে বেশ দারুন কিছু সময় উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর কিছু দৃশ্য শেয়ার করার জন্য।

 5 months ago 

পরিবারের সবাই মিলে ব্রাইটন সমুদ্র সৈকতে বেশ চমৎকার সময় কাটিয়েছেন আপু। ব্রাইটন প্যালেস পেয়ার সমুদ্রের উপর তৈরি। ব‍্যাপার টা বেশ ইন্টারেস্টিং। এবং আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে জায়গা টা আসলে খুবই সুন্দর এককথায় চমৎকার। আর ভেতরে বাচ্চাদের জন্য একেবারে আদর্শ একটা জায়গা।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলেই আপু একসাথে সবাই ঘুরতে গেলে খুব মজা হয়। আপনার খালা শ্বাশুড়ি আমেরিকা থেকে ইংল্যান্ড গিয়েছে বলে,আপনারা সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন। ব্রাইটন প্যালেস পেয়ার তো খুবই সুন্দর। এমন জায়গায় সময় কাটাতে সবারই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চারা বিভিন্ন ধরনের গেমস খেলে দুর্দান্ত সময় কাটাতে পারবে। ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন আপু। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সবাই মিলে একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। পরিবারের সঙ্গে একত্রে থেকে
এবং ঘুরতে গেলে আনন্দটা বেশি কাজ করে।
ব্রাইটন সমুদ্র সৈকতে বেশ দারুন সময় কাটিয়েছেন আপু। এত দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যে ফটোগ্রাফি গুলো আমি বারবার দেখছিলাম।
প্রকৃতির সৌন্দর্যে আমরা মুগ্ধ হই। সেই মনমুগ্ধ কর ছবিগুলো দেখে বেশ ভালো লাগলো। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38