বাগান পরিচর্যা
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে প্রায় দুই তিন ঘণ্টা হাজবেন্ডের সাথে বাগান পরিচর্যার কাজে ব্যস্ত ছিলাম।হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমার একটি বাগান রয়েছে যেখানে নানান ধরনের ফলমূল, শাকসবজি ও ফুলের চাষাবাদ করে থাকি।এটি নিশ্চয়ই আমাদের একটি নেশা, অবশ্যই পেশা নয়। খুব এনজয় করি নিজের বাগানে টাটকা শাকসবজি ও ফলমূল খেতে। আর এই বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের কোন বিকল্প নেই। ইতিমধ্যে কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি আমার বাগানের নানান ধরনের ফলমূল, শাকসবজি ও ফুলের আপডেট। তবে আজকে কোন আপডেট নয়। আজকে এসেছি বাগান পরিচর্যা নিয়ে কিছু কথা বলতে। আসলে সুন্দর পরিপাটি ও গোছানো একটি বাগান পেতে হলে তার পেছনে অবশ্যই যথেষ্ট পরিশ্রমের দরকার হয়।অবশ্য এই পরিশ্রম একার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। বেশিরভাগ সময়ই আমার হাজব্যান্ড করে থাকে, আর আমি যখন সময় পাই তাকে সাহায্য করে থাকি।হাজবেন্ডও তেমন অতটা সময় পায়না।সোমবার থাকে তার অফের দিন। ওই দিন বাগানের পিছনে যথেষ্ট সময় দেয়। আমাদের বাগানটি যেহেতু যথেষ্ট বড় তাই দুজন মিলে ভাগ করে নিলাম। আমি পেছনের গার্ডেন আর আমার হাজব্যান্ড সামনের গার্ডেনে ঘাস কাটা শুরু করে দিলাম।
বাগানে যাওয়ার সময় যে রাস্তা তার সাউডের পাতাগুলো কাটছে হাজব্যান্ড।
কাটার পর।
বাগানের গাছ পালার যত্নের সাথে সাথে কিন্তু বাগানের ঘাস গুলো নিয়মিত কাটতে হয়।২-৩ সপ্তাহ পর পরই ঘাসগুলো কাটতে হয় তা না হলে ঘাস গুলো পুরো বাগানের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। এদেশের বেশিরভাগ মানুষের বাড়িতে ছোট বড় গার্ডেন রয়েছে।তাঁরা সকলেই এভাবে গার্ডেন কে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখে। খুব বৃদ্ধ যে সেও লেগে যায় ঘাস কাটার কাজে। এটি কিন্তু একটি বড় এক্সারসাইজও বটে। বৃদ্ধ ও বৃদ্ধা যাদের কোন কাজকর্ম থাকে না তারা এই কাজটি বেশি করে থাকে। সব সময়ই তারা গার্ডেন পরিচর্যার কাজে ব্যস্ত থাকে। আর বেশিরভাগ সময়েই গার্ডেনে সময় কাটায়। আমিও বিকাল বেলায় বাচ্চাদেরকে নিয়ে গার্ডেনে কিছুক্ষণ সময় কাটাই। বাচ্চাদের কয়েক ধরনের রাইড রয়েছে এখানে।ওরা খুব পছন্দ করে বিকেল বেলায় সময় কাটাতে।আর আমার তো প্রতিদিন গাছে পানি দিতে হয় এ কারণে যেতেই হয়।
ঘাস কাটার পরে বাগান।
চেরি ফলের কালার কত সুন্দর লাগছে তাই না? চেরির নিচে দেখুন ঘাস গুলো কত বড় হয়েছে, এগুলো ঘাস কাটার আগের মুহূর্ত। ঘাস না কাটলে ঘাসগুলো এত বড় হয়ে যায় তখন বাগানে যেতেও মন চায় না। তাই নিয়মিত বাগানের পরিচর্যা করতে হয়।যেহেতু সামনে ঈদ আর সময় পাওয়া যাবে না তাই দুজন মিলে আজ সমস্ত গার্ডেন পরিষ্কার করে ফেললাম।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

পরিষ্কার পরিচ্ছন্ন তা ঈমানের অঙ্গ সে জন্য সব ধরনের কাজেই পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যকরী। বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার খুবই প্রয়োজনীয়। যেটা আপনি করেছেন আপু সত্যি এই ধরনের কাজের মধ্যে আলাদা একটি মজা আছে। আপনার প্রিয় বাগানের সুন্দর দেখতে কেনা পছন্দ করবে ভালো লাগলো এই ধরনের কাজকে সাধুবাদ জানাই।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু সবার আগে বলবো আমার কিন্তু ঝুলে থাকা আপেলটি পেরে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আর এত সুন্দর বাগান দেখে তো আমার মনে চাইছে সেখানে যেয়ে দুলনায় বসে দোল খেতে। এতবড় বাগান কখনওই একার পক্ষে পরিস্কার করা সম্ভব নয়। ভ্যাগিস সোমবার ভাইয়ার ছুটি ছিল। আচ্ছা আপু পিছনের সাইট কি ছোট যার জন্য আপনি পিছনের সাইট পরিস্কার করার দায়িত্ব নিলেন। হি হি হি। সব শেষে বলবো আপনার বাগানটি দেখে আমার মনে হচ্ছে যে এটি একটি বেহেস্তী বাগান।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। কিন্তু আপু ওই ফলটি তো আপেল না, চেরি ফল।
বাগানের ঘাস গুলো বড় বড় হলে আসলেই বাগানের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়। তাছাড়া অনেকের কাছেই শুনেছি যে এই ঘাস কাটা অনেক পরিশ্রমের বিষয়। তারপরও নিজের একটা বাগান থাকলে পরিষ্কার করতে কষ্ট হলেও বেশ ভালো লাগারই কথা। চেরি ফলের কালার অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এরকম সুন্দর বাগান থাকলে এখানে তো সময় কাটাতে ইচ্ছা করবেই বেশ ভালো লাগলো দেখে।
কষ্ট তো একটু আছেই, অনেক সময় নিয়ে কাটতে হয়।ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য।
আপনার কথার সাথে আমি খুবই একমত আপু। সুন্দর পরিপাটি ভাবে থাকতে হলে অবশ্যই আপনাকে সেই ভাবে পরিশ্রম করতে হবে। বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে হলে নিয়মিত আপনাকে অবশ্যই ঘাস গুলো কাটতে হবে। নিয়মিত ঘাস কাটার মধ্যে দিয়ে বাগানে সৌন্দর্যটা রক্ষা করা যাবে। আপু তবে আপনার বাগানটি কিন্তু দেখতে দারুন। বসার জায়গাগুলো খুব সুন্দর। সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বাগানটিতে যত্ন নেওয়ার কারণেই বাগানটি দেখতে দারুন। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
আপু আপনি এবং ভাইয়া দুজনেই অনেক পরিশ্রমী মানুষ। তাই তো অবসর সময় পেলেই বাগানের পরিচর্যা করার চেষ্টা করেন। আসলে বাগান করা একটি শখের কাজ। নিজের বাগানের টাটকা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। এছাড়া বাগানের ফুল দেখতেও ভালো লাগে। চেরি ফল দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। ঘাস কেটে ফেলার পর বাগানের সৌন্দর্য আরো বেড়ে গেছে আপু। অনেক অনেক সুন্দর লাগছে দেখতে।
তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আসলে যথার্থভাবে বাগানের যত্ন নিলে, বাগানের পরিচর্যা করলে বাগান আরো বেশি সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। আপনার হাজব্যান্ড খুবই সুন্দর ভাবে রাস্তার পাশের বাড়তি পাতাগুলো কেটে দিয়েছে। যার কারণে রাস্তার পাশ দিয়ে আপনার বাগানটি দেখতে অসাধারণ সুন্দর লাগবে। বাগান তৈরিতে খুবই উৎসাহ ও অনুপ্রেরণা যোগান একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
সত্যি আপু আপনার বাগান দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।আর চেরি ফলের কালারটা খুব সুন্দর লাগছে।ঘাসগুলো বড় হলে সত্যি বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঘাস কাটার পর কতো সুন্দর লাগলো।আর আপনার বাগানের উপর আকাশটার ফটোগ্রাফি ও খুব সুন্দর এসেছে।এতো সুন্দর আকাশ দেখলে মনটা এমনিতেই ভরে যায়।অসংখ্য ধন্যবাদ আপু আপনার বাগান পরিচর্যার অনুভূতি গুলো শেয়ার করার জন্য। আসলেই এতো বড় বাগান একার পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়।দুজন মিলে করলে কাজটা হালকা হয়।
আসলে আপু সময় পাওয়া খুবই কষ্টকর, তবে যখন সময় পাই তখন একটু চেষ্টা করি।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
অও আপু,কি সুন্দর বাগান।বাগান করার মাঝে আলাদা একটা আনন্দ পাওয়া যায়।তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন বাগান দেখতে খুবই ভালো ও লাগে।আপনি আপনার হাজবেন্ডের কাজে সাহায্য করেছেন জেনে ভালো লাগলো।আর গার্ডেনে রাইডগুলি থাকায় ছোট খাটো পার্কের মতোই মনে হচ্ছে।বৃদ্ধা বাগানের যত্ন নিচ্ছেন দেখা যাচ্ছে।চেরি ফলগুলি দেখেই আমার এখুনি খেতে মন চাইছে।ধন্যবাদ আপু,ছবিগুলো সুন্দর ছিল।
একদম ঠিক বলেছ আপু আমার বাগান কিন্তু ছোটখাটো একটি পার্কের মতোই। অনেক ধন্যবাদ তোমাকে।
ওয়াও কখন আর এত সুন্দর বাগান আছে আগে কখনো জানতাম না। আপনার বাগানে বেড়াতে যেতে খুব ইচ্ছে করছে আমার। আপনার বাগান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর বাগান সচরাচর আমি দেখি নাই। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।