আমার আজকের কবিতা, “স্মৃতির বর্ষাযাপন”, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়ে গেলাম। বৃষ্টি দেখে ছোটবেলার সেই সোনালী দিনগুলোর কথা মনে পড়ে গেল। কতই না সুখের ছিল ছোট বেলার সেই দিনগুলো।কোন বাঁধা মানি নি, নেমে পড়েছি পানিতে।খুব মজা করতাম, চাচাত বোনদের সাথে বৃষ্টিতে ভিজেছি।সবচেয়ে মজার ছিল বৃষ্টিতে পুকুরে নেমে সকলে একত্রে খেলা করা। সাঁতার জানতাম না সেদিকে কোন খেয়াল ছিল না, একবার তো চাচাতো, ফুফাতো বোনেরা মিলে আমরা মোট চারজন পানিতে ডুবে যাই।পরে আমাদের থেকে বয়সে বড়, দুজন কাজিন দেখে আমরা সবাই পানিতে হাবুডুবু খাচ্ছি। তারা দ্রুত আমাদেরকে পানি থেকে তুলে আনে।যাই হোক আরো অনেক মজার মজার স্মৃতি মনে পড়ে। মূলত ছোটবেলার সেই মজার মজার স্মৃতিগুলো মনে করেই আমার কবিতাটি লেখা। আশা করি আপনাদের ভালো লাগবে ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

B766FA7B-E097-4DA7-A620-37FBB28056BE.jpeg

Copyright free image, pixabay

❤ স্মৃতির বর্ষাযাপন ❤

বৃষ্টির ফোঁটা দেখে আজ আনমনে ভাবছি,
কতই না মধুর ছিল ছেলেবেলার সে ক্ষণটি ।
বৃষ্টিভেজা মধুর সেই দিনগুলো ,
বর্ষণমুখর সেই ভেজা সন্ধ্যেগুলো ।

ঝড়ো হাওয়া, আর মেঘের গুরুগুরু ডাককে ,
বাঁধতে পারেনি আমার ছোটবেলার মন কে ।
পড়েছি ঝাঁপিয়ে তাই জল থই থই পুকুরে।

ঘন্টার পর ঘন্টা খেলেছি কত পানিতে,
খেয়েছি কত বকুনি মায়ের কাছ হতে।
তবুও কোন বাধা বেঁধে রাখতে পারেনি আমাকে,
ঝাঁপিয়ে পড়তে জল থৈ থৈ পুকুরে ।

ঝড়ের দিনে আম কুড়াতে খুশির মাদকতায়,
দুরন্ত এ মনকে থামাতে পারেনি কোনো রকম বাধায় ।
ছুটে গিয়েছে বাঁধ ভাঙ্গা উচ্ছলতা নিয়ে,
ঝড়ের দিনের বাউল বাতাসে আম কুড়োতে গিয়ে।

আজো বৃষ্টি পড়ে টাপুর টুপুর ছুঁয়ে দেখি না,
হাত বাড়িয়ে ছুঁতে গিয়েও আর কখনো ছোঁওয়া হয় না ।
আজও বৃষ্টি ঝরে অঝোর ধারায় বাদলা হাওয়ার তালে,
মনের মধ্যে ছোট্টবেলার সেই কিশোরীটি নাচে না আর ভুলে ।

একে একে হারিয়ে যাচ্ছে সোনালী সেই দিনগুলো,
মনে বড় সাধ জাগে যদি পারতাম ধরে
হাতের মুঠোয় সেই সুখগুলো।

♡ ♥💕❤

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ছোটবেলার সেই বৃষ্টিতে ভেজা ও পানিতে ছুটাছুটি করার মুহূর্তগুলোর কথা মনে পড়লে আসলেই অনেক ভালো লাগে। আপনার লেখাগুলো পড়ে সেই পানিতে ডুবার সেই মুহূর্তটির কথা মনে পড়ে গেল। ছোটবেলার স্মৃতি মনে করে আপনি আজকে দারুন একটি কবিতা লিখেছেন ।আসলেই আপু ছোট বেলার মুহূর্তগুলো যদি বেঁধে রাখা যেত তাহলে মনে হয় ভালোই হতো। খুব ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপু আপনার লেখা কবিতাটি পড়ে শৈশবের স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা মনে পড়ে গেল। ছোট থাকতে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টির আগমনে বৃষ্টিতে ভিজতে মাতোয়ারা হয়ে উঠতাম । পাড়ার সকল ছেলেপেলে বৃষ্টিতে একত্রিত হয়ে খেলাধুলায় মেতে উঠেছি বিশেষ করে ফুটবল খেলায়।

 2 years ago 

জ্বী ভাইয়া আমিও দেখেছি বৃষ্টি হলে ছেলেরা ফুটবল নিয়ে নেমে পড়ে। আনন্দে মেতে ওঠে। দেখতে ভালই লাগে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আমিও ছোটবেলায় পুকুরে সাঁতার খেলা শিখতে গিয়ে পানিতে ডুবে গিয়েছিলাম কিন্তু আল্লাহর রহমতে বেচে গিয়েছি। মায়ের কাছে কত বকুনি খেয়েছেন কিন্তু তবুও কেউ আপনাকে বেঁধে রাখতে পারেনি ।আসলেই ছোটবেলার যখন যা ইচ্ছে হতো তখন তাই করতে ইচ্ছে মন চাইতো কেউ বাধা দিলেও ধরে রাখতে পারতো না ।ধন্যবাদ আপু কবিতার মাধ্যমে আপনার ছোটবেলার দিনগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ছোটবেলা টা এমনই, কারো বাধা মানে না। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন আপু এখন বৃষ্টি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলার স্মৃতি নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। লাইনগুলো করতে ভীষণ ভালো লাগছিল। বৃষ্টি ভেজার স্মৃতিগুলো নিয়ে বেশ ভালোই লাইনগুলো সাজিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি আপু বৃষ্টি দেখলে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি স্মৃতির কথা মনে করলেন আপু। ওই সব দিনের কথা মনে পড়লে তো এখনো খুব মজা পায় আবার মন খারাপও লাগে। আসলেই ছোটবেলার আনন্দ ছোট থাকতে বোঝা যায় না যখন বড় হই তখন আসলে ওই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে। খুব সুন্দর হয়েছে আপনার আজকের কবিতাটিও।

 2 years ago 

এটা আসলে সত্য কথা, ছোটবেলায় আনন্দ ছোট থাকতে বোঝা যায় না বড় হলে ওই দিনগুলো বেশি মনে পড়ে।

 2 years ago 

ছোটবেলায় এইরকম পুকুরে হাবুডুবু খাওয়ার অভিজ্ঞতা প্রায় আমাদের সবারই আছে। আপনার কবিতা টা পড়ে আমারও যেন স্মৃতিগুলো মনে গেল। আজও শুনি মেঘের গুড়গুড়ানি তারপর ঝিরিঝিরি বৃষ্টি। কিন্তু আজ আর মন টানে না। চমৎকার ছিল কবিতা টা আপু। অসাধারণ। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এ ধরনের অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে।কিন্তু এখনকার দিনে পুকুর পাওয়াই মুশকিল, হাবুডুবু খুব কমই খায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

কি বলেন সাঁতার জানেন না তারপরে পানিতে নামলেন কেন? যাই হোক সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সেদিন বেঁচে গেলেন ।

বৃষ্টির দিনের মজার অনুভূতি এবং সকলের জীবনে নিত্য ঘটে যাওয়া ঘটনা আপনি আপনার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। সবমিলিয়ে আসলেই অসাধারণ হয়েছে কবিতাটি।

 2 years ago 

তখন কি বড় মানুষের মতো এতো ভয় পেতাম?বৃষ্টি দেখলে বসে থাকতে পারতাম না ঝাঁপিয়ে পড়তাম পানিতে। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আমাদের শৈশবের দিনগুলো সত্যি অনেক মধুর ছিল। সময়ের সাথে সাথে শৈশব যেমন জীবন থেকে হারিয়ে গেছে তেমনি শৈশবের সেই মধুর স্মৃতিগুলো হারিয়ে গেছে। আপু আপনি এবং আপনার বোনেরা অনেক মজা করেছেন এবং সেই সাথে একবার বিপদে পড়েছিলেন এটা জানতে পারলাম। তবে সময় মত বিপদ থেকে রক্ষা পেয়েছেন এটাই সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া। তা না হলে বড় কোন ক্ষতি হয়ে যেতে পারতো। তবে যাই বলুন না কেন আপু বর্ষায় শৈশবেরস্মৃতি গুলো সত্যি অনেক মধুর ছিল। আপনার এই কবিতাটি দারুন লেগেছে আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু শৈশবের স্মৃতি মনে পড়লে আসলে খুব বেশি কষ্ট হয়, মনে হয় আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো।অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

ছোটবেলায় আমাদের বৃষ্টিস্নাত দিনগুলো অনেক মধুর ছিল। যখন সারাদিন বৃষ্টি থাকতো তখন লুডু খেলে ক্যারাম খেলে আরো বিভিন্ন ধরনের কার্যকলাপ করে সময় কাটতো। আমরাও ছোটবেলা যখন বৃষ্টির সময় গোসল করতাম তখন পুকুরে ডুব দিয়ে বৃষ্টির টুকটুক আওয়াজ শুনতাম। আজ সবই অতীত কল্পনা।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবই এখন অতীত কল্পনা। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিশেষ করে সাঁতার জেনে পানিতে নামা উচিত সকলেরই। বৃষ্টির দিনের দারুন অনুভূতি ফুটে উঠেছে আপনার কবিতায়। এখনো বৃষ্টি শুরু হলে ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে ভিজতে আম কুড়ানোর স্মৃতিগুলো আমার খুবই মনে পড়ে। অসাধারণ সুন্দর একটি কবিতা পোস্ট অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন সাঁতার জেনেই পুকুরে নামা উচিত, কিন্তু ছোটবেলায় কি আর এসব কথা মনে থাকে? অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57592.54
ETH 2911.85
USDT 1.00
SBD 3.67