ছোট্ট পরিসরে ছোট মেয়ের জন্মদিনের আয়োজন

in আমার বাংলা ব্লগ7 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1503.jpeg

কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, গতকাল আমার ছোট মেয়ের জন্মদিন ছিল। ছোট্ট ঘরোয়া পরিবেশে নিজেরা নিজেরাই একটি পার্টি করে ফেললাম। আমার ছোট ভাসুরের পরিবার, আর ছোট মেয়ের তিন চারজন ফ্রেন্ড নিয়ে আমাদের পার্টির আয়োজন ছিল। প্রতিবছর ওর জন্মদিনের এই পার্টিটা আমরা আমাদের গার্ডেনে সুন্দর করে ডেকোরেশন করে উদযাপন করি। কিন্তু গতকাল অনেক বৃষ্টি ছিল। এই দুই তিন দিন ধরে অল্প অল্প করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তাই এবছর আর গার্ডেনে করা হয়নি। ঘরের মধ্যেই সেরে ফেললাম আমাদের অনুষ্ঠানটি।

যদিও খুব বেশি আয়োজন ছিল না তারপরও কাজের প্রায় হাফ পারসেন্ট আগের দিন রাতে শেষ করে রেখেছিলাম কারণ আমাদের পার্টিটি ছিল দুপুর বেলায়। যেহেতু মেয়েরা আঁখনি বেশি পছন্দ করে তাই আগের দিন আঁখনির মাংসটি প্রসেস করে রেখেছিলাম।এছাড়া ছিল আস্ত চিকেনের গ্রিল, শাসলিক আর চাপ এর গ্রিল। এগুলো সবকিছুই আগের দিন প্রসেস করে রেখেছিলাম। আর এই সব কিছু করতে আমাকে সাহায্য করেছে আমার হাজব্যান্ড। কিন্তু সকালবেলায় পড়ে যাই মহাবিপদে। হাজব্যান্ড মেয়েকে নিয়ে চলে যায় শপে কেক আনতে।আর আমি কুকারের ওভেন অন করতেই হঠাৎ করে ওভেন থেকে আলো জ্বেলে অনেক জোরে একট শব্দ আসে। এরপর ওভেনসহ পুরো কুকার অফ হয়ে যায়।এরপর হাজবেন্ড এসে দেখে মিটারে প্রব্লেম হয়েছে। সবকিছু ঠিক করে ফেলে। কিন্তু প্রবলেম হচ্ছে কুকার অন হয়, কিন্তু কুকারের ওভেন চালু হচ্ছিল না। আর আঁখনি বাদে আমার সব আইটেম ওভেনে করতে হবে। তাই পড়ে গেলাম মহাবিপদে। ওভেনের দুটি তাক, তার উপরের তাক হালকা কাজ করছিল, কিন্তু নিচেরটা মোটেও কাজ করছিল না। তাই কি আর করা উপরে সেলফেই সবগুলো দিয়ে ট্রাই করলাম। দুটি আস্ত চিকেন করেছিলাম একটি ছিল বেশি সফ্ট, আরেকটি ছিল অনেকটাই শক্ত। তাই শুধু সফট চিকেন টি মোটামুটি করে ফেলেছিলাম।শক্ত চিকেনটি আর করতে পারিনি। তাই তাকে তেলে ফ্লাই করতে হয়েছিল। বাকি সবগুলো আইটেম তেলে ফাই করতে হয়েছিল। মোটকথা ডাবল খাটনি হয়েছিল।

IMG_1448.jpeg

এটি আঁখনি।

IMG_1443.jpeg

গ্রিল করা সফট চিকেন।

IMG_1451.jpeg

IMG_1452.jpeg

শাসলিক আর কাঠিতে ঢুকানো হয়নি।

IMG_1440.jpeg

চাপ।

IMG_1455.jpeg

IMG_1450.jpeg

এরপর খাওয়া দাওয়া শেষে শুরু হয় কেক কাটার পালা। সকলে মিলে খুব বেশি উপভোগ করে।এরপর শুরু হয় তাদের টয়েস এর প্যাকেট খোলা।অনেকগুলো টয়েস পেয়েছে সে, খুব খুশি ছিল।

IMG_1458.jpeg

IMG_1457.jpeg

IMG_1482.jpeg

IMG_1456.jpeg

IMG_1496.jpeg

তার জন্মদিনে এই টেন্টটি প্রেজেন্ট করেছি। এছাড়া আরো ছোটখাটো অনেকগুলো টয়েস ছিল।

IMG_1487.jpeg

মেয়ের ফ্রেন্ড আর ঐদিন বাড়িতে ফিরে যায়নি।সারাদিন তার সাথে কাটিয়েছে। বাসা থেকে সে পারমিশন নিয়ে এসেছিল রাতে আমাদের বাসায় থাকার জন্য।

IMG_1502.jpeg

অনেকগুলো কালার পেনসিল সহ আরও অনেক কিছু ছিল এই বক্সে।তার বন্ধু দিয়েছে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রথমে বাবুর জন্য শুভকামনা জানাই। ছোট পরিসরে খুব সুন্দর ভাবে তার জন্মদিন উদযাপনের আয়োজন করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি আয়োজন আমাদের মাঝে শেয়ার করার জন্য। যেখানে লক্ষ্য করলাম বেশ কিছু খাবারের আইটেম রেখেছেন। পাশাপাশি আনন্দ-ঘন এক মুহূর্তের চিত্র লক্ষ্য করলাম। আপনার পরিবারের সবার জন্য শুভকামনা রইল।

 7 months ago 

আপু, আপনার ছোট মেয়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

 7 months ago 

অনেক অনেক ধন্যবাদ শুভ ভাই। আপনার বার্তাটি পেয়ে অনেক ভালো লাগলো।

 7 months ago 

প্রথমে আমার পক্ষ থেকে জানাই আপনার ছোট মেয়ের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন। আপনার ছোট মেয়ের জন্মদিনে আপনার ছোট মেয়ের ফ্রেন্ড এসেছিল যেন বেশ ভালো লাগলো। আসলে জন্মদিনের দিন যদি ফ্রেন্ডদের সাথে সময় অতিবাহিত করা যায় প্রত্যেকের কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্ট সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

এরকম একটি বিশেষ দিনে বিপদ ঘটেছে
শুনে খারাপ লেগেছে আপু। আপু আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে বুঝতে পারছি। কুকারের ওভেন নষ্ট হওয়ার আর সময় পেল না। আপনার ডাবল পরিশ্রম করতে হলো। তবে মামনি অনেক আনন্দ করেছে দেখে ভালো লাগলো। এর আগে দেখেছিলাম গার্ডেনে আয়োজন করেছিলেন। এবার ঘরে আয়োজন করেছেন দেখে ভালো লাগলো। তা না হলে বৃষ্টিতে সমস্যায় পরতে হতো।

 7 months ago 

আপু প্রথমেই আপনার ছোট মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ওভেনের জন্য তো দেখছি বেশ ঝামেলায় পরতে হয়েছিল আপনাকে। যাইহোক তবুও সব আয়োজন মোটামুটি বেশ ভালোভাবেই সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। ঘরোয়া আয়োজন গুলো আমার ভীষণ ভালো লাগে। খাবার গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। তাছাড়া গিফট হিসেবে পাওয়া টেন্টটি দারুণ লাগছে দেখতে। সবমিলিয়ে পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল ছোট ভাগ্নির জন্য, শুভ জন্মদিন।

 7 months ago 

প্রথমেই আপু, আমার তরফ থেকে আপনার মেয়ের জন্য রইলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যাইহোক, আপনার হাসবেন্ড কিন্তু খুব ভালো আপু, আপনাকে সব কাজেই সাহায্য করে যা দেখছি। অন্যদিকে আপনার যে সব কাজ গুছিয়ে করতে অনেক কষ্ট হয়েছে, সেটা তো বুঝতেই পারছি আপু। তাছাড়া আজকে একটা নতুন খাবারের সাথে পরিচিত হলাম, সেটা হল আঁখনি। যাইহোক, সবাই মিলে সুন্দর সময় কাটিয়েছেন এবং অনেক মজার মজার খাবার খেয়েছেন, এটা জেনে খুব ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95317.76
ETH 3302.38
USDT 1.00
SBD 3.31