মজাদার ভেড়ার মাংসের চাপ কারি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার ভেড়ার মাংসের চাপ কারির রেসিপি নিয়ে। ইংল্যান্ডের বেশিরভাগ মানুষই গরু ও খাসির মাংসের চেয়ে ভেড়ার মাংস বেশি পছন্দ করে। এখানকার ভেড়ার মাংস গুলো বাংলাদেশের মাংস থেকে অনেক বেশি টেস্টি হয়, আর গরু আর খাসীর মাংসগুলো এখানে এতো মজা লাগেনা। আমার বাচ্চারা ভেড়া আর চিকেন ছাড়া আর অন্য কোন মাংস খায় না। তাই এই মাংস সবসময়ই চলে আমার বাসায়। আজকে আপনাদের সাথে ভেড়ার মাংশের শুধু চাপ দিয়ে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে ।

CC1BEBD8-A537-4BD4-A2C4-A898B0148F44.jpeg

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ ও কতটুকু পরিমান লাগবে?

উপকরণপরিমাণ
মাংসের চাপদেড় কি: গ্রাম
পেঁয়াজ কুচিদুই কাপ
কাঁচা মরিচ৩/৪ টি
আদা পেস্ট১ টেঃচাঃ
রসুন পেস্টহাফ টেঃচাঃ
হলুদ গুড়াহাফ চাঃচাঃ
ধনিয়া গুড়াহাফ চাঃচাঃ
মরিচ গুঁড়াহাফ চাঃচাঃ
জিরা গুঁড়া১ চাঃচাঃ
গরম মসলাহাফ চাঃচাঃ
লবণস্বাদমতো
এলাচ৪/৫ টি
লবঙ্গ৪/৫টি
দারচিনি২ পিস
কারিপাউডার১ টেবিল চামচ
তেল২ টেবিল চামচ

কার্যপ্রণালী :

নিম্নে পদ্ধতি গুলো দেখানো হলো:

7CFADE63-2489-4AFE-92F5-77C45F7D4450.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি।

B1EDD75E-5E09-40FD-91AC-5AD5A344692E.jpeg

মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি।

C1A4CDBB-4685-414F-8C87-A143D3550CF4.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আদা, রসুন দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ লবন দিয়ে মাখিয়ে নিয়েছি।

FE6F3EDE-13E7-4B7F-8320-344575DB086E.jpeg

এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি।

7F04FC32-4544-44A2-AF28-2E7C3646B351.jpeg

C0A91347-A8B4-4750-A2B6-E39CC488DEAC.jpeg

এরপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

D4474FCF-2240-49A5-B3F4-665D2B2E546B.jpeg

4AAA48BC-F324-4DBC-8C67-50C00C250321.jpeg

C9FBBBB8-AF92-460E-82D4-8CA1F92CC16A.jpeg

এরপর সব গুঁড়া মসলা দিয়ে ভালোভাবে মাখিয়ে মিডিয়াম আঁচে ৪/৫ মিনিট কষিয়ে নিয়েছি।

A54C51EE-0781-4CED-9E8A-7C75EBBFC090.jpeg

এরপর দুই কাপ পানি যোগ করেছি।

D9A579C1-0562-4B79-81B0-B1BAF3E4ECA9.jpeg

এরপর চুলার আঁচ বাড়িয়ে ৪/৫ মিনিটে রেখে দিয়েছি, ৪/৫ মিনিট পরে চুলার আঁচ কমিয়ে আরো দুই-তিন মিনিট রেখে দিয়েছি।

AB078825-C3B5-4B79-A35D-3FE66D476A55.jpeg

হয়ে গেল আমার মজাদার ভেড়ার মাংসের চাপ কারি।

EA648526-9502-463D-9950-E60365D345E6.jpeg

পরিবেশনের জন্য এনেছি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,
@tangera

Sort:  
 2 years ago 

ওয়াহাবি অসাধারণ ছিল আপনার। ভেড়ার মাংস এমনিতেই খুব একটা খাওয়া হয়না কিন্তু আপনার এত সুন্দর লোভনীয় রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। খুব সুন্দর ছিল আপনার প্রত্যেকটি ধাপের উপস্থাপনা। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

সেই ছোটবেলায় ভেড়ার মাংস খেয়েছিলাম। সাধারণত ভেড়ার মাংস আমাদের এলাকার বাজারগুলোতে তেমন পাওয়া যায় না যার কারণে খাওয়া হয় না। আপনার তৈরি ভেড়ার মাংসের রেসিপি আমার কাছে বেশ ভালো লেগেছে। ভেড়ার মাংসের চাপ কারি রেসিপি নামটা একদম নতুন মনে হয়েছে। সুন্দর রেসিপি উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে ভেড়ার মাংস আলাদা স্বাদ পাওয়া যায়। আমি অনেকবার খেয়েছি।আপনি আজকে আমাদের মাঝে ভেড়ার মাংস চাপ কারি তৈরি করেছেন। অনেক ভালোলাগলো। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

ভেড়ার মাংসের চাপ কারি রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। তবে ভেড়ার মাংস আমার কখনো খাওয়া হয়নি। আপনার এই রেসিপি দেখে মনে হচ্ছে ভেড়ার মাংস খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর করে এই রেসিপিটি তৈরি করেছেন আপু। আপনার রন্ধনশিল্পের দক্ষতা আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি মজাদার রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জি আপু এই মাংস আসলেই অনেক মজা, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি ভেড়ার মাংসের সুন্দর চাপ কারি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো । প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

আপু অনেক ছোটবেলায় ভেড়ার মাংস খেয়ে ছিলাম।স্বদটাও ভুলে গেছি। আপনার রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। এত সুন্দর লোভনীয় রেসিপি দেখে লোভ সামলানো সত্যি কষ্টকর।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর ভেড়ার মাংস রান্না করেছেন। আপনার মাংস রান্না টি দেখতে খুবই লোভনীয় হয়েছে খেতে মনে হয় খুবই সুস্বাদু হয়েছিল প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তবে আপু আমি এর আগে কখনও ভেড়ার মাংস খাইনি। আপনার ভেড়ার মাংসের চপ কারি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ভেড়ার মাংস খেতে কেমন হয় তা কিন্তু আমার জানা নেই। কারণ কখনো ভেড়ার মাংস খাওয়া হয় নি। আপনার এই রেসিপিটি দেখে মনে হচ্ছে রান্নাটা বেশ ভালো হয়েছে আর এই রান্না অনেক সুস্বাদু হয়েছে। আমার তো রেসিপিটি খুব পছন্দ হয়েছে আপু।অসাধারণ রান্না করে থাকেন আপনি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুবই মজাদার একটা ভেড়ার মাংসের রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই ভেড়ার মাংসের রেসিপি টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটি দেখার পরে মনে আছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অনেক বছর আগে একবার ভেড়ার মাংস খাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

ওয়াও আপু খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। মনে হচ্ছে খুব মজা হবে। কিন্তু কখনো খাওয়া হয়নি এই ভেড়ার মাংস। তবে আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খেয়ে দেখবেন আসলেই অনেক মজা, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58225.92
ETH 3120.30
USDT 1.00
SBD 2.50